shraddha-kapoor-on-shubman-gill-wicket

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ভারতের ভাগ্যাকাশে সূর্যের উদয় হলো না আবারও। ২০২১ সালে সাউদাম্পটনের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে হারতে হয়েছিলো। আর ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হলো ২০৯ রানের বিশাল ব্যবধানে। দুইবার সুযোগ পাওয়া সত্ত্বেও ‘টেস্ট মেস’ হাতে উঠলো না ভারতীয় ক্রিকেটারদের। এবার জিতলে ভারতের সামনে সুযোগ ছিলো প্রথম দল হিসেবে আইসিসি আয়োজিত সব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু পারলেন না শুভমান গিলরা (Shubman Gill)। পক্ষান্তরে ভারতকে হারিয়ে প্রথম দল হিসেবে সেই কৃতিত্ব নিজেদের নামে করে নিলো অজিরা। তাদের মুকুটে যখন আরও একটা সোনালী পালক যুক্ত হলো তখন ভারতীয় শিবির ঢাকলো অন্ধকারে।

বিতর্ক শূন্য অবশ্য ছিলো না অস্ট্রেলিয়ার জয়। তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরোর এক সিদ্ধান্ত ঘিরে বিস্তর জলঘোলা হলো। কেনিংটন ওভালে ম্যাচের চতুর্থ দিনে বোল্যান্ডের বলে শুভমান গিল আদৌ আউট ছিলেন কিনা তা নিয়ে এখনও দ্বিধায় ক্রিকেট বিশ্ব। একপক্ষ আম্পায়ারের হয়ে সওয়াল করছেন, আরেক পক্ষ ‘বেনিফিট অফ দ্য ডাউট’ দিচ্ছেন ভারতীয় ওপেনারকে। চতুর্থ দিনের বিকেলে শুভমানের (Shubman Gill) উইকেটটিই ম্যাচে টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছিলো, বলছেন অনেকে। মাঠের সিদ্ধান্ত পক্ষে না গেলেও মাঠের বাইরে ক্রিকেট জনতার সিংহভাগকেই পাশে পাচ্ছেন শুভমান। সেই দলে যোগ দিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও। শুভমানের আউট নিয়ে শ্রদ্ধার সোশ্যাল মিডিয়া পোস্ট নজর কেড়ে নিয়ে নেটিজেনদের।

Read More: WTC ফাইনাল না খেলেও লক্ষী লাভ অশ্বিনের, ১ নম্বর হয়ে বাঁচালো BCCI’এর মান !!

শুভমানের আউট বিতর্কে মতামত শ্রদ্ধার-

Shubman Gill | wtc final 2023 | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

ওভালে চতুর্থ ইনিংসে জয়ের জন্য ৪৪৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে হত ভারতীয় দলকে। রোহিত শর্মা-শুভমান গিলের ওপেনিং জুটি তরতরিয়ে এগোচ্ছিলেনও কিছুক্ষণ, কিন্তু ছন্দপতন হয় শুভমানের (Shubman Gill) উইকেটে। দলের স্কোর তখন ৪১, স্কট বোল্যান্ডের (Scott Boland) লাফিয়ে ওঠা বল শুভমানের ব্যাটের ওপরের দিকে লেগে উড়ে যায় গালিতে দাঁড়ানো ক্যামেরন গ্রিনের (Cameron Green) দিকে। সামনের দিকে বেশ খানিকটা ঝাঁপিয়ে ক্যাচটা ধরেন তিনি। তবে তিনি বলটি আদৌ সঠিকভাভবে তালুবন্দী করেছিলেন কিনা তা নিয়ে সন্দেহের অবকাশে থেকেই যায়। সঠিক সময় তাঁর আঙুল বলের নীচে এসেছিলো কিনা দীর্ঘ সময় রিপ্লে দেখেও তা বুঝতে অসুবিধা হচ্ছিলো স্বয়ং তৃতীয় আম্পায়ারের। সাধারণত ‘বেনিফিট অফ দ্য ডাউট’ যায় ব্যাটারের পক্ষে। কিন্তু ওভালে দেখা গেলো উল্টোটাই। শুভমানকে (Shubman Gill) আউট ঘোষণা করেন আম্পায়ার। ১৮ রান করে সাজঘরে ফিরতে হয় তাঁকে।

মুহূর্তে এই আউট নিয়ে তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) ধারাভাষ্য দেওয়ার সময় বলেন, “ব্যাটারের নাম স্টিভ স্মিথ হলে এটা আউট দিতেন না আম্পায়ার।” বিতর্কে মতামত জানান অনেকেই। রিকি পন্টিং (Ricky Ponting) তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরোর সিদ্ধান্ত সঠিক বললেও বীরেন্দ্র শেহবাগ, ওয়াসিম জাফররা গিল নট-আউট  ছিলেন বলেই জানান। এই বিতর্কে মতামত দেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও (Shraddha Kapoor)। নিজের ইন্সটগ্রামে তিনি একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “আম্পায়ারকে বাদাম দিচ্ছি।” ছবিতে নায়িকার হাতে কিছু বাদাম দেখা যাচ্ছিলো। সেইদিকেই ইঙ্গিত শ্রদ্ধার। শুভমান গিলের সাথে শচীন তনয়া সারা তেন্ডুলকর (Sara Tendulkar) এবং আরেক অভিনেত্রী সারা আলি খানের (Sara Ali Khan)  সম্পর্ক নিয়ে জোড় গুঞ্জন নেটপাড়ায়। এবার তাঁকে নিয়ে পোস্ট দিয়ে আলোচনায় জড়ালেন শ্রদ্ধাও। অনেকেই এই পোস্ট থেকে নরা রসায়নের সন্ধান করছেন।

প্রতিবাদ করে শাস্তির মুখে শুভমান-

Shubman gill's Status, | Wtc final | Image: twitter
Shubman Gill’s Instagram and Twitter reaction | Image: Twitter

ভারতের তরুণ ওপেনার নিজে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেন নি। চতুর্থ দিনের খেলা শেষের পর গোটা ঘটনার স্ক্রিনশট নিয়ে তা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সরাসরি সিদ্ধান্তের প্রতিবাদের রাস্তা নেওয়ায় তিনি যে শাস্তির মুখে পড়বেন তা আগেই জানিয়ে দিয়েছিলেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)। বাস্তবেও হলো তাই। আইসিসি ঘোষণা করেছে যে তাদের আচরণবিধির ২.৭ ধারা ভেঙেছেন শুভমান (Shubman Gill)। এই ধারা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন নেওয়া কোনো সিদ্ধান্তের প্রকাশ্যে সমালোচনা করে শাস্তি পাচ্ছেন তিনি। পন্টিং বলেছিলেন যে নির্বাসিত হতে পারেন ভারতীয় ওপেনার। তবে তা করা হয় নি আইসিসির তরফে। পরিবর্তে তাঁর ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। স্লো ওভার রেটের জন্য আগেই ১০০ শতাংশ ম্যাচ ফি খুইয়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সেই তালিকায় ছিলেন শুভমানও(Shubman Gill)। তারপর আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদের জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নেওয়ায় অতিরিক্ত জরিমানা দিতে হচ্ছে তাঁকে। মোট ১১৫ শতাংশ জরিমানার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে।

Also Read: ফের কপাল পুড়ল টিম ইন্ডিয়ার, বাতিল হওয়ার পথে এই জমজমাট সিরিজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *