BREAKING : গুলিবিদ্ধ হয়ে মৃত প্রাক্তন তারকা এই সাউথ আফ্রিকান ক্রিকেটারের ভাই 1

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন আন্তর্জাতিক ভার্নন ফিল্যান্ডারের ছোট ভাই কেপটাউনে গুলিবিদ্ধ হয়েছেন কেপটাউনে।

দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার টায়রন রাভেনসমেডে এক প্রতিবেশীকে জল সরবরাহ করছিল তখন তাকে গুলি করা হয়।নিহতের পরিবারের লোকজন সেই সময় বাড়ির উঠোনে ছিলেন তখন তারা শুনতে পারেন গুলির শব্দ।

পরবর্তী সময়ে ভারনন তার টুইটার হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে এই ঘটনার সত‍্যতা স্বীকার করে নিয়েছিলেন।

“আমি এই খবরের সত‍্যতা স্বীকার করে নিলাম।আশা করি আপনারা আমাকে এবং আমার পরিবার’কে আপাতত নিভৃতিতে সময় কাটানোর সুযোগ করে দেবেন।ভালবাসা এবং সহায়তার জন্য সবাইকে ধন্যবাদ,” এমনটাই টুইট করেছেন তিনি।

ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি কিছু তাই সবাইকে আপাতত সমস্ত রকম জল্পনা থেকে দুরে থাকতে বলেছেন ফিল‍্যান্ডার।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছেন স্থানীয় পুলিশ প্রশাসন।যদিও আততায়ী এখনও অধরা।কেনোই বা খুন হতে হলো তার ভাইকে সেই বিষয়টাও স্পষ্ট নয়।

“টাইরন চিরকাল আমাদের অন্তরে রয়েছে। তাঁর আত্মা শান্তিতে থাকুক।” ভাইয়ের আত্মার উদ্দেশ্যে এমনটাই জানিয়েছেন ভার্নন।

চলতি বছরের জানুয়ারি মাসে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ভার্নন।একসময় সাউথ আফ্রিকা দলের বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন তিনি।

টেস্টে এই ডানহাতি পেসার ২২.৩২ গড়ে ২২৪ উইকেট নিয়েছেন। সব মিলিয়ে মোট ৩০ টি ওয়ানডে এবং ৭ টা টি-টোয়েন্টি ম‍্যাচ খেলেছেন তিনি, নিয়েছেন মোট ৪৫ উইকেট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *