২০১০ সালের ১২ এপ্রিল ভারতের হায়দ্রাবাদে টেনিস তারকা সানিয়া মির্জার (Sania Mirza) সাথে বিবাহসূত্রে বাঁধা পড়েছিলেন পাকস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। জানা গিয়েছিলো দুই ভিন্ন খেলার দুই তারকার প্রথম আলাপ হয়েছিলো অস্ট্রেলিয়ার একটি জিমে। মেলবোর্নে অস্ট্রেলীয় ওপেন খেলতে গিয়েছিলেন সানিয়া (Sania Mirza)। সেখানে ঘটনাচক্রে ছিলেন শোয়েব’ও। প্রথমে বন্ধুত্ব, পরে প্রণয় ও পরিণয়। সীমান্ত বাধা হয়ে দাঁড়ায় নি দুজনের মাঝে। বিয়ের পর দুবাইতে সংসার পেতেছিলেন দুজনে। সানিয়া ও শোয়েবের এক পুত্রসন্তানও হয়। তাঁর নাম তারকা দম্পতি রাখেন ইজাহান মির্জা মালিক। দাম্পত্যের ১২ বছর কেটে যাওয়ার পর, অর্থাৎ ২০২২-এর নভেম্বরে প্রথম শোনা গিয়েছিলো দূরত্ব তৈরি হয়েছে সানিয়া ও শোয়েবের (Shoaib Malik) মধ্যে। যদিও এই নিয়ে তখন দুজনের কেউই মুখ খোলেন নি সংবাদমাধ্যম বা সমাজমাধ্যমে।
২০২৩-এ পাকিস্তানে সানিয়া (Sania Mirza) ও শোয়েব একসাথে ‘দ্য মির্জা-মালিক শো’ নামে একটি টক শো’ও হোস্ট করেন। অনেকেই ভেবেছিলেন দূরত্ব বুঝি মিটতে চলেছে দুজনের। তবে সেই আশা আর পূরণ হয় নি। পুত্রের জন্মদিনে সানিয়া শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিলেও উল্লেখ করেন নি শোয়েবের নাম। মাঝেমধ্যেই তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছে একাকীত্বের উদ্ধৃতি। শোয়েব’কে বিভিন্ন অনুষ্ঠানে সানিয়ার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে দিয়েছে ব্যস্ততার দোহাই দিয়ে। দুজনের মধ্যে দূরত্ব যে বেড়েছে অনেকটাই, তা স্পষ্ট হয়েছিলো বারবার। গতকালই সোশ্যাল মিডিয়াতে সানিয়া লিখেছিলেন যে “বৈবাহিক সম্পর্ক কঠিন, ডিভোর্স কঠিন। কোনো কঠিন’টা বেছে নেবেন সেটা আপনার ওপর।” সেই পোস্টের ২৪ ঘন্টা কাটার আগে শোয়েব মালিক সোশ্যাল মিডিয়াতেই জানালেন যে ফের বিয়ে করেছেন তিনি। পাত্রী পাক অভিনেত্রী সানা জাভেদ।
Read More: “দেশদ্রোহীদের সঙ্গে এমনটাই হওয়া…”, শোয়েব-সানার বিয়ের ছবি সামনে আসতেই ব্যাপক ট্রোলের শিকার সানিয়া মির্জা !!
সানিয়া অতীত, সানা’র হাত ধরলেন শোয়েব-
আজ এক সোশ্যাল মিডিয়া পোস্টে শোয়েব মালিক(Shoaib Malik) জানিয়েছেন যে পাকিস্তানী অভিনেত্রী সানা জাভেদকে বিবাহ করেছেন তিনি। এটি প্রাক্তন পাক অধিনায়কের তৃতীয় বিয়ে। ২০০২ থেকে ২০১০ সাল অবধি আয়েশা সিদ্দিকীর সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন তিনি। তাঁর সাথে বিচ্ছেদের পর ঘর বেঁধেছিলেন সানিয়া মির্জার (Sania Mirza) সাথে। ভারতীয় টেনিস সুন্দরীর সাথে আইনি বিচ্ছেদ হওয়ার আগেই বিয়ে করলেন সানা জাভেদকে (Sana Javed)। উইকিপিডিয়া বলছে সানার জন্ম ১৯৯৩ সালের ২৫ মার্চ, সৌদি আরবের জেড্ডা শহরে। তাঁর বাবা-মা পাকিস্তানী। সেই সূত্রে পাক নাগরিকত্ব রয়েছে সানা’র। তবে ভারতের সঙ্গেও যোগাযোগ রয়েছে তাঁর। দেশভাগের সময় দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ অঞ্চল থেকেই পাকিস্তানে পাড়ি জমিয়েছিলেন সানা’র পূর্বপুরুষেরা।
করাচী বিশ্ববিদ্যালয় থেকে পঠনপাঠন সম্পূর্ণ করার পর মডেলিং দুনিয়ায় পা রাখেন তিনি। বেশ কিছু বিজ্ঞাপনী ছবিতেও কাজ করেছেন কেরিয়ারের শুরুর দিকে। সানা’র (Sana Javed) অভিনয় কেরিয়ারের শুরুটা ছোটো পর্দা দিয়ে। ২০১২ সালে মেরা পহেলা প্যার সিরিয়ালে একটি প্বার্শচরিত্রে দেখা গিয়েছিলো তাঁকে। একই সাথে শেহর-এ-জাট সিরিয়ালেও অভিনয় করেন একটি ছোট চরিত্রে। ২০১৬ সালে তিনি খ্যাতি পান হাম টিভি’র জারা ইয়াদ কর ধারাবাহিকে অভিনয় করে। ছোটো পর্দা থেকে বড় পর্দার দুনিয়ায় সানা পা রাখেন ২০১৭ সালে। তাঁর প্রথম ছায়াছবি ‘মেহরুন্নিসা ভি লাভ ইউ।’ জনপ্রিয়তা পেয়েছিলো ছবিটি।
২০১৭ সালেই ‘খানি’ টেলিভিশন সিরিজের কেন্দ্রীয় চরিত্রে সানা’র অভিনয় মনে ধরে জনতার। অভিনয়ের জন্য তিনি তারিফ কুড়োন চলচ্চিত্র বিশেষজ্ঞদেরও। সিনেমা ও সিরিয়াল মিলিয়ে এক দশক বিস্তৃত কেরিয়ারে এখনও অবধি ২৪টি কাজ করেছেন তিনি। কাজ করেছেন জিতো পাকিস্তান লীগ নামে এক গেম শো’তেও। ইসলামাবাদ ড্রাগন্স দলের অধিনায়ক ছিলেন তিনি। ২০২০ সালে পাকিস্তানী নায়ক, গায়ক উমর জসওয়াল’কে (Umar Jaswal) বিয়ে করেছিলেন সানা (Sana Javed)। ২০২৩-এ বিচ্ছেদ হয় তাঁদের। বিচ্ছেদের কিছুদিনের মধ্যেই শোয়েব মালিকের সাথে সংসার করার সিদ্ধান্ত নিলেন তিনি।