মেসি নাকি শোয়েব মালিক? কলকাতায় পা রাখার আগেই মূর্তি নিয়ে তুমুল কটাক্ষ !! 1

বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি খেলোয়াড় হলেও লিওনেল মেসি (Lionel Messi)। তিনি বিশ্ব ফুটবলের মানচিত্রে নিজেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে গড়ে তুলেছেন। পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে তার কোটি কোটি সমর্থক। ভারতেও এই তারকা ফুটবলারকে নিয়ে রয়েছে উন্মাদনা। তিনি বিশ্বকাপ জয়ের পর সমগ্র দেশকে আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছিল। এবার ভারত সফরে আসতে চলেছেন মেসি। তার কর্মসূচিতে রয়েছে কলকাতাও‌। ‘সিটি অফ জয়’ এই তারকাকে নিয়ে মেতে উঠতে প্রস্তুত। ইতিমধ্যেই তার বিশাল স্ট্যাচু নির্মাণ করা হয়েছে। কিন্তু এই স্ট্যাচুর মুখের সঙ্গে মেসির মুখ একদমই মেলেনি। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিকের (Shoaib Malik) মিল রয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ছুঁড়ে দিলেন ভক্তরা।

Read More: “ঘোড়া পাচ্ছে না ঘাস গাধা খাচ্ছে চ্যবনপ্রাশ..”, শূন্য রানে আউট হয়ে আবারও সমালোচনার মুখে পড়লেন গিল !!

মেসির স্ট্যাচু নির্মাণ-

মেসি নাকি শোয়েব মালিক? কলকাতায় পা রাখার আগেই মূর্তি নিয়ে তুমুল কটাক্ষ !! 2
Lionel Messi | Image: Twitter

শুক্রবার রাতেই কলকাতায় পা রাখতে চলেছেন লিওনেল মেসি। তাকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলার ফুটবল ভক্তরা। শনিবার কলকাতায় একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই তারকা। দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাইও যাবেন এই আর্জেন্টাইন। এর মধ্যেই বিশ্বকাপজয়ী এই বিস্ময়কে সম্মান জানাতে দমদমের লেকটাউনে তার বিশাল মূর্তি তৈরি করা হয়েছে। শ্রীভূমি স্পোর্টং ক্লাবের উদ্যোগে তৈরি করা হয়েছে এই স্ট্যাচু।

রাজ্যের মন্ত্রী তথা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি সুজিত বসু (Sujit Bose) দাবি করেছেন যে পৃথিবীতে মেসির এতো বড়ো মূর্তি আর নেই। তিনি বলেন, “এটি অত্যন্ত বড়ো একটি মূর্তি। ৭০ ফুট উঁচু‌। পৃথিবীতে এত বড়ো মূর্তি আর আছে বলে আমার জানা নেই। আমরা ৪০ দিনের মধ্যে এটি তৈরি করেছি। মেসি কলকাতায় আসছেন। তার বিশ্বজুড়ে বিপুল ভক্ত রয়েছে।” সূত্র অনুযায়ী এই স্ট্যাচু মেসি নিজেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন।

উদ্বোধন করার আগেই সেই মূর্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু স্ট্যাচুর সঙ্গে তারকা ফুটবলারের কোনো মিল নেই বলেই নেটিজেনরা উল্লেখ করছেন। মুখের সঙ্গে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিকের (Shoaib Malik) বেশি মিল রয়েছে বলে জানাচ্ছেন তারা। একজন লিখেছেন, “এটা শোয়েব মালিক না মেসির (Lionel Messi) স্ট্যাচু বোঝাই যাচ্ছে না।” আবার ভক্ত উল্লেখ করেছেন, “এটা কোনোভাবেই মেসির মূর্তি নয়। মনে হচ্ছে রোগে আক্রান্ত হৃতিক রোশন।”

দেখুন সেই ট্যুইট চিত্র-

https://twtter.com/BDcrisis/status/1999419635343757624?t=OEjBQvyd2HtYTH8MEk9qHQ&s=19

Read Also: ‘ট্রফি কবে ফিরত দেবে..’ PSL’কে এক নম্বর বলায় মহসিন নকভি কটাক্ষ নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *