১৯৯৯ সালে পাকিস্তান জার্সি গায়ে ক্রিকেট মাঠে পা রেখেছিলেন শোয়েব মালিক (Shoaib Malik)। দুই দশকের বেশী সময় ধরে আন্তর্জাতিক আঙিনায় দাপুটে পারফর্ম্যান্স করে গিয়েছেন তিনি। খেলেছেন ৩৫টি টেস্ট, ২৮৭টি একদিনের ম্যাচ ও ১২৪টি টি-২০ ম্যাচ। তিন ফর্ম্যাট মিলিয়ে ১২ হাজারের বেশী রান রয়েছে তাঁর। উইকেট নিয়েছেন ২০০’র বেশী। টেস্টে দ্বিশতকের রেকর্ড’ও রয়েছে তাঁর। অর্জন করেছেন জাতীয় দল’কে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব’ও। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়াতেও সমান জনপ্রিয় তিনি। পাকিস্তান সুপার লীগ, বাংলাদেশ প্রিমিয়ার লীগ, লঙ্কান প্রিমিয়ার লীগের মত টুর্নামেন্টে নিয়মিত দেখা গিয়েছে তাঁকে। খেলেছেন সিপিএল, বিবিএল-ও। ৪২ বছর বয়সেও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সরেন নি তিনি। পাশাপাশি বিশ্লেষক হিসেবেও কাজ করছেন তিনি।
Read More: ঈশান কিষণের দুর্ধর্ষ শতরানে কপাল পুড়লো এই তারকা’র, জাতীয় দলের দরজা হতে চলেছে বন্ধ !!
তারকার মেলা পাকিস্তান চ্যাম্পিয়ন্স কাপে-
ঘরের মাঠে সদ্যই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সামনে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার কথা রয়েছে তাদের। ছন্দে ফেরার মঞ্চ হিসেবে বাবর আজম (Babar Azam), শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ’রা বেছে নিতে পারে পাকিস্তান চ্যাম্পিয়ন্স কাপ টুর্নামেন্টকে। ওয়ান-ডে ফর্ম্যাটের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ছয়টি দল। বাবর-শাহীনদের পাশাপাশি মাঠে দেখা যাবে হারিস রউফ (Haris Rauf), মহম্মদ রিজওয়ান, সাউদ শাকিলদের মত আন্তর্জাতিক তারকাদেরও। টুর্নামেন্টের ছয় দলের মেন্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিকেটমহলের ছয় চেনা মুখ’কে। থাকছেন ওয়াকার ইউনিস, মিসবাহ-উল-হক’রা। স্ট্যালিয়ন্স শিবিরের মেন্টরের ভূমিকায় দেখা যাবে শোয়েব মালিক’কে (Shoaib Malik)। তাঁর নাম ঘোষণা হওয়ার পরেই চটেছেন বসিত আলি (Basit Ali)।
শোয়েব মালিক’কে বিঁধলেন বসিত আলি-
ইউটিউবে প্রায়শই বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলি’কে। দিনকয়েক আগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামোর বেহাল দশা নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন ভারতকে অনুকরণ করে শেখা উচিৎ পাক বোর্ডের। এবার প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক’কে (Shoaib Malik) নিয়ে ম্যুখ খুললেন তিনি। আনলেন ম্যাচ ফিক্সিং-এর বিস্ফোরক অভিযোগ। বসিত বলেন, “যে দেশের কথা ভাবে না, তাঁকে কোনো দায়িত্ব’ই দেওয়া উচিৎ নয়। যে কিনা প্রকাশ্যে স্বীকার করেছে ইচ্ছাকৃত ভাবে একটি ম্যাচে হারার কথা তাঁকে মেন্টর করা সঠিক নয়। আপনারা যদি প্রমাণ চান আমি তাও দিতে পারি। রামিজ রাজা সাহেব সাক্ষাৎকার নিয়েছিলেন শোয়েব মালিকের। সেখানে কি বলেছিলেন উনি (শোয়েব)?”
*বসিত যে অভিযোগ এনেছেন শোয়েব মালিকের বিরুদ্ধে তা যাচাই করে দেখে নি স্পোর্টসউইকি বাংলা।
দেখে নিন কি জানিয়েছেন পাক প্রাক্তনী-
Basit Ali 🗣️
Shoaib Malik ne jaan bhoj k match harwaye hai i have proof
Usko mentor nahi banana chahye #PakistanCricket #BabarAzam pic.twitter.com/U4OWRPjmnH— ЅᏦᎽ (@13hamdard) September 11, 2024
চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যত নিয়ে মুখ খুলেছেন বসিত-
ইউটিউব ভিডিওতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করতে শোনা গিয়েছে বসিত আলি’কে (Basit Ali)। আইসিসি’র ইভেন্ট ক্যালেন্ডার অনুযায়ী পাকিস্তানের মাঠে আয়োজিত হওয়ার কথা টুর্নামেন্ট। কিন্তু প্রতিবেশী দেশে যেতে রাজী নয় ভারত। ইতিমধ্যেই আইসিসি’র কাছে টুর্নামেন্টের ভেন্যু বদল বা হাইব্রিড মডেল চেয়ে সওয়াল করেছে বিসিসিআই। আয়োজনের স্বত্ব ছাড়তে রাজী নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড’ও। দড়ি টানাটানি শুরু হয়েছে দুই পক্ষের মধ্যে। এই পরিস্থিতিতে বসিতের পর্যবেক্ষন, “পুরো বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাঁধে। উনি যদি রাজী হন তাহলে ভারত পাকিস্তানে আসতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। অন্যথায় আইসিসি’র কোর্টে থাকবে বল। জয় শাহ’কে সিদ্ধান্ত নেওয়ার সময় কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।”