পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) থেকে অসংখ্য তারকা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা করে নিয়েছেন। তাদের হাত ধরে এই দেশ পেয়েছে অসংখ্য সন্মান। কিন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেটের দুরাবস্থা সর্বস্তরে সমালোচিত হচ্ছে। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারার পর নিজেদের জাতীয় দলকে কটাক্ষ করতে ছাড়ছেন না কিংবদন্তি পাক তারকারা। শুধুমাত্র পুরুষ দল নয় মহিলা ক্রিকেট দলের ক্ষেত্রেও ছবিটা একই রকম। চলতি ওডিআই বিশ্বকাপে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছে তারা। এবার পাক মহিলা দলের সমালোচনা করতে গিয়ে সালমান আলী আঘাদের (Salman Ali Agha) কটাক্ষ করলেন শোয়েব আখতার (Shoaib Akhtar)।
Read Also: রোহিত-বিরাটের শেষ সুযোগ, বাদ জাদেজা-শামি, প্রকাশ্যে অস্ট্রালিয়ার বিরুদ্ধে ভারতের ODI স্কোয়াড !!
প্রথম ম্যাচেই লজ্জাজনক হার-

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে পৌঁছেছিল পাকিস্তান পুরুষ দল। কিন্তু তারা গ্রুপ পর্ব, সুপার ফোর এবং চূড়ান্ত ম্যাচে ভারতীয় দলের কাছে ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়ে। এবার মহিলাদের ওডিআই বিশ্বকাপেও (Women ODI WC 2025) পাক মহিলা ক্রিকেট বাহিনীদের হতাশাজনক পারফর্ম্যান্স সামনে উঠে এসেছে। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা বাংলাদেশের (Pakistan W vs Bangladesh W Match) বিপক্ষে মাঠে নেমেছিল।
ম্যাচে প্রথম ইনিংসে পাকিস্তান ব্যাট করতে নেমে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে যান। এই রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেন ওপেনার রুবিয়া হায়দার (Rubya Haider)। তার অর্ধ শতরানে ভর করে ৭ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয় টাইগার বাহিনী। পাক অধিনায়ক ফাতিমা সানা (Fatima Sana) ব্যাট হাতে ২২ রান এবং বল হাতে মাত্র ১ টি উইকেট সংগ্রহ করতে সক্ষম হয়। এরপরই সমালোচনার মুখে পড়েছে তারা।
শোয়েব আখতারের মন্তব্য-

পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar) পুরুষ দলের সঙ্গে মহিলা ক্রিকেট দলের এই রকম হতাশাজনক পারফর্মেন্স দেখে রীতিমতো হতাশায় ডুবে গেছে। তিনি ভারতের কাছে সালমান আলী আঘাদের (Salman Ali Agha) হার এখনও মেনে নিতে পারছেন না। মহিলা ক্রিকেট দলকে নিয়ে মন্তব্য করতে গিয়ে এবার শাহীন আফ্রিদিদের (Shaheen Afridi) রীতিমতো মোজার উপাদান বানিয়ে ফেললেন। শোয়েব আখতার বলেন, “দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান মহিলা ক্রিকেটাররা মাত্র একটি দলকেই হারাতে পারে, সেটা হলো পাকিস্তান পুরুষ দল।”
এর মধ্যে দিয়ে শোয়েব আখতার (Shoaib Akhtar) সালমান আলী আঘাদের তীব্র সমালোচনা করেছেন। তুমি মনে করছেন পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের অবস্থা খুবই নিচে নেমে গেছে যে তারা মহিলা ক্রিকেট দলের বিপক্ষেও তারা জয় তুলে নিতে পারবে না। অন্যদিকে এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্কের মধ্যে ভারতীয় দলের এইরকম ব্যবহার করা উচিত হয়নি বলে এই পাক পেসার জানিয়েছিলেন। এই বার্তা ক্রিকেট মহলে চর্চায় উঠে এসেছিল।