"চিটিং করে ভারত জিতেছে..", শোয়েব আখতারের কুরুচিপূর্ণ মন্তব্যে ক্রিকেট মহলে সমালোচনার ঝড় !! 1

গতকাল ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ ছিল ঘটনাবহুল। একাধিক বিতর্কিত ছবি এই ম্যাচ থেকে উঠে এসেছে। যা নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে রীতিমতো চর্চা চলছে। গ্রুপ পর্বের পর সুপার ৪’এও পাকিস্তান ভারতের কাছে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে মাঠ ছেড়েছিল। কিন্তু এই হারটিকেও তারা মেনে নিতে পারছে না। বিভিন্ন অজুহাতে আবারও ভারতকে অপদস্ত করার চেষ্টা করছে পাকিস্তানের সমর্থকরা। গতকাল ম্যাচে ফখর জামানের (Fakhar Zaman) আউট নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন শোয়েব আখতার (Shoaib Akhtar) বিতর্কিত মন্তব্য করলেন।

Read More: Asia Cup 2025: পাত্তাই পেলো না পাকিস্তান, অভিষেকের তাণ্ডবে আরও একবার দাপুটে জয় ভারতের !!

ফখর জামানের বিতর্কিত আউট-

"চিটিং করে ভারত জিতেছে..", শোয়েব আখতারের কুরুচিপূর্ণ মন্তব্যে ক্রিকেট মহলে সমালোচনার ঝড় !! 2
Sanju Samson and Fakhar Zaman | Image: Twitter

রবিবার এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ৪’এ ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) প্রথমে বিপক্ষদের ব্যাটিং করতে পাঠায়। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে আসেন সাহেবজাদা ফারহান (Sahibzada Farhan) ও ফখর জামান (Fakhar Zaman)। দুজনেই বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। দ্বিতীয় তম ওভারেই জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) বলে পরপর দুটি চার মারেন ফখর জামান। তবে এর পরের ওভারেই তাকে আউট হয়ে মাঠের বাইরে চলে যেতে হয়। কিন্তু এই আউট নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না।

তৃতীয় ওভারের তৃতীয় বলেই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) করা দুরন্ত বল ফখর জামানের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার সঞ্জু স্যামসনের (Sanju Samson) দস্তানায় পৌছে যায়। কিন্তু প্রাথমিকভাবে বলটি মাটিতে বাউন্স খেয়ে হাতে পৌঁছে ছিল বলে সন্দেহ তৈরি হয়েছিল। থার্ড আম্পায়ার বিষয়টি রিভিউ করেন। বড় স্ক্রিনে দীর্ঘক্ষণ পর্যবেক্ষণের পর তিনি সিদ্ধান্তে আসেন যে বলটি সঞ্জু স্যামসনের (Sanju Samson) হাতে স্পর্শ করেই তালুবন্দি হয়েছে। ফলে তিনি স্পষ্টতই বড়ো স্ক্রিনে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন।

শোয়েব আখতারের মন্তব্য-

pakistan-accuses-india-of-cheating
Sanju Samson and Fakhar Zaman | Image: Twitter

কিন্তু পাকিস্তানের ভক্তরা এই আউটটি মেনে নিতে পারছেন না। অনেকেই উল্লেখ করছেন যে বলটি সরাসরি মাটিতে গিয়ে স্পর্শ করে তারপর সঞ্জু স্যামসনের (Sanju Samson) হাতে যায়। পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার‌ও (Shoaib Akhtar) এই বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। তিনি ক্রিকেট বিষয়ক একটি আলোচনা বলেন, “ফখর (Fakhar Zaman) আউট ছিল না। যদি কোনো আউটের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আম্পায়ার দ্বিধাগ্রস্থ থাকেন তাহলে সেটি ব্যাটসম্যানদের পক্ষে যাওয়া উচিত। মাঠে ২৬ টি ক্যামেরা রয়েছে।

কিন্তু আমাদের সব কটি অ্যাঙ্গেল দেখানো হয়নি। মাত্র দুটো অ্যাঙ্গেল পর্যালোচনা করে আউট দিয়ে দেওয়া হলো।কে বলতে পারে সে আউট না হলে ম্যাচের ফলাফল বদলে যেতে পারতো। আম্পায়ারের ভূমিকা খুবই হাস্যকর ছিল। বলটি অবশ্যই মাটিতে স্পর্শ করেছে। বলের নিচে সঞ্জুর হাত ছিল না।” অন্যদিকে পাকিস্তান সুপার ৪’এ প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের সম্মুখীন হ‌ওয়ায়‌ পর তাদের ফাইনালে পৌঁছাতে হলে পরবর্তী দুই ম্যাচে জয় তুলে নিতেই হবে। তারা পরবর্তী ম্যাচে ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার (PAK vs SL) বিপক্ষে মাঠে নামবে।

Read Also: “চল বল কর BDKS#$&..”, আফ্রিদির সঙ্গে মাঠেই অভিষেকের তুমুল তর্কাতর্কির ভিডিও ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *