" ও একজন নার্ভাস ক্যাপ্টেন..." বিশ্বকাপের আগে রোহিত শর্মাকে একহাত নিলেন শোয়েব আখতার !! 1

বাঁকি মাত্র কয়েকটা দিন, তারপর শুরু হতে চলেছে ২০২৩ বিশ্বকাপ (WC 2023)। আর ভারতের মাটিতেই বসতে চলেছে এর আসর, হিটম্যানের নেতৃত্বে টিম ইন্ডিয়া তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চেলছে। এটা অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন দলের জন্য তৃতীয় আইসিসি ইভেন্ট। তার নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ (World Cup 2022) এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC Final 2023) অংশগ্রহণ করেছে, তবে সেমিফাইনাল ও ফাইনালে পরাজিত হয়ে ট্রফি জিততে ব্যর্থ হয়েছে টিম ইন্ডিয়া। তবে, ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সুবাদে এবারেও সকলেই রোহিতের কাছ থেকে আইসিসি ট্রফি জেতার আশা থাকবে। এইদিকে, পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar) রোহিত শর্মার অধিনায়কত্বের ত্রুটি তুলে ধরেছেন। তার মতে রোহিত শর্মা অধিনায়কত্বের সময় নার্ভাস হয়ে পড়েন যেটি কখনোই তিনি এমএস ধোনির (MS Dhoni) মধ্যে দেখেননি।

Read More: Asia Cup 2023: ঘোষণা হলো এশিয়া কাপের জন্য ভারতীয় দল, রবিচন্দ্রন আশ্বিন পেলেন জায়গা !!

রোহিত একজন নার্ভাস ক্যাপ্টেন

Rohit Sharma
Rohit Sharma | Image: Getty Images

শোয়েব এক সাক্ষাৎকারে এবিষয়ে মন্তব্য করে বললেন, “একটা সময় এমন এক ব্যক্তি ছিলেন তিনি গোটা দলের চাপ নিজের উপর নিতেন, তিনি আর কেউ নন তিনি হলেন এমএস ধোনি। একজন অধিনায়ক পারে গোটা দলকে চালনা করে এগিয়ে নিয়ে যেতে। রোহিত একজন দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু তিনি অধিনায়কত্বের সময় নার্ভাস হয়ে যান। আমি মনে করি  অধিনায়কত্ব নেওয়া তার উচিত ছিল না।

পাশাপাশি বিরাট কোহলির (Virat Kohli) সময় টিম ইন্ডিয়া আইসিসি ট্রফি জিততে পারেনি, এবিষয়ে মন্তব্য করে শোয়েব বলেন, “আসলে, বিরাট কোহলি অধিনায়কত্বের সময় তার ফর্ম হারিয়ে ফেলেছিলেন। যদিও রোহিতের মতন বিরাটও প্রতিভাবান নয়। রোহিতের যে টাইমিং রয়েছে এবং তার যা শট রয়েছে, সে হলো একজন ধ্রুপদী ব্যাটসম্যান। কিন্তু অধিনায়কত্বের জন্য কি তাকে তৈরি করা হয়েছে?

ভারতের সমানে রয়েছে দুটি বড় চ্যালেঞ্জ

Team India, rohit sharma
Team India | Image: Getty Images

অধিনায়কত্ব থেকে বিরাট সরে যাওয়ার পর, সকলেই আশা করেছিল যে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে টিম ইন্ডিয়া আইসিসি ট্রফি জিতবে, তবে সেটা হয়নি। ভারত  শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্সট্রফি জিতেছিল। তবে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজনের কথা রয়েছে, যা ৩০ আগস্ট থেকে শুরু হবে। আর বিসিসিআই আগামী কিছুদিনের মধ্যেই দল ঘোষণা করতে চলেছে। সোমবার দিল্লিতে বিসিসিআই নির্বাচক কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হবে অজিত আগারকারের (Ajit Agarkar) নেতৃত্বে যেখানে ঘোষণা হবে এশিয়া কাপের স্কোয়াড।

Read More: WC 2023: বিশ্বকাপ শুরুর আগেই পাকিস্তান দলকে গুরুমন্ত্র দিলেন শোয়েব আখতার, হার নিশ্চিত ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *