'ভারতের হার নিশ্চিত....', টিম ইন্ডিয়ার এই খেলোয়াড়কে নিয়ে প্রশ্ন শোয়েব আখতারের, করলেন বড় ভবিষ্যৎবাণী !! 1

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর হাতে গোনা কিছুদিন। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে বসতে চলা এই বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া। ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে শুরু হবে বিশ্ব ব্যাপী এই লড়াই, যার পরিসমাপ্তি ঘটবে ৮ মার্চ ফাইনালের মাধ্যমে। ঘরের মাঠে বিশ্বকাপ জেতার সুযোগ আসতে চলেছে, এবং সূর্যকুমার বাহিনী সেই সুযোগ কোনো মতে হাতছাড়া করতে চাইবে না। শক্তিশালী স্কোয়াড, গভীর ব্যাটিং লাইনআপ ও বিধ্বংসী বোলিং আক্রমণ – সব মিলিয়ে ভারতকে অনেকেই শিরোপার প্রধান দাবিদার বলছেন। কিন্তু এই তারকাখচিত দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামটি কোনটি ? সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার  জানিয়ে দিলেন সেই খেলোয়াড়ের নাম।

বিশ্বকাপ নিয়ে শোয়েব আখতারের বার্তা

Shoaib Akhter, world cup 2023, শোয়েব আখতার
Shoaib Akhter | Image: Twitter

পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের (Shoaib Akhtar) মতে সেই খেলোয়াড়ের নাম হলো সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সাম্প্রতিক ছন্দে নেই সূর্যকুমার। ভালো না হলেও, আখতার বিশ্বাস করেন বিশ্বকাপের মতো বড় মঞ্চে সূর্যই হতে পারেন ভারতের সবচেয়ে বড় গেম চেঞ্জার। ২০২৫ সালে সূর্যকুমারের টি-টোয়েন্টি পরিসংখ্যান একেবারেই বিবর্ণ। ১৯টি ইনিংসে মাত্র ২১৮ রান বানিয়েছেন মাত্র ১৩.৬৩ গড়ে। সমালোচকরাও এই পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে শোয়েব আখতারের যুক্তি আলাদা। আখতার বিশ্বাস করেন শোয়েব আখতার বিশ্বকাপ আলাদা গল্প লিখতে পারে।

Read More: বরোদায় ম্যাচ জয় পরেই রোহিত-গম্ভীরের নতুন সমীকরণ, ক্রিকেট মহলে শুরু জল্পনা !!

এক সাক্ষাৎকারে আখতার মন্তব্য করে বলেন, ভারতের দলে অনেক বড় নাম আছে তবুও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এমন একজন খেলোয়াড়, যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। শোয়েবের মতে, ভারতীয় দলে ব্যাটিং ও বোলিং বেশ শক্তিশালী। কিন্তু অধিনায়কের ব্যাট থেকে বড় রানের আশা রাখছেন শোয়েব। তার মতে, অধিনায়কের ব্যাট থেকে বড় রান এলে সেই শক্তি আরও বহুগুণ বেড়ে যায়। আখতার বিশেষভাবে জোর দেন নেতৃত্বের সঙ্গে ব্যাটিং পারফরম্যান্সের সম্পর্কের উপর।

সূর্যকুমারের ব্যাটেই ভারতের বিশ্বকাপ

সূর্যকুমার যাদব
Suryakumar Yadav | Image: Getty Images

শোয়েব আখতার বলেছেন, “অধিনায়ক যদি রান করেন, তাহলে দলের বাকিরাও স্বস্তিতে খেলতে পারেন। সেই কারণেই সূর্যের রান করাটা ভারতের জন্য শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দলগত প্রেরণার উৎস।” পরিসংখ্যান অনুযায়ী অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদব অসাধারণ। তার নেতৃত্বে ভারত ৩৮টি ম্যাচের মধ্যে ২৮টিতে জয় পেয়েছে। জয়ের হার ৮০ শতাংশের বেশি। কার্যত ভারতের বিশ্বকাপ স্বপ্ন অনেকটাই নির্ভর করছে অধিনায়ক সূর্যের ব্যাটের উপর। সামনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত আর এই সিরিজে কামব্যাক করতে চাইবেন স্কাই।

Read Also: পন্থের ধাক্কা সামলাতে না সামলাতেই ফের দুঃসংবাদ, কিউই সিরিজ শেষ তারকা অলরাউন্ডারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *