shoaib-akhtar-posts-quote-from-geeta

চাঁচাছোলা মন্তব্যের জন্য ক্রিকেটদুনিয়ায় পরিচিত নাম শোয়েব আখতার (Shoaib Akhtar)। দ্রুততম ডেলিভারির মালিক বাইশ গজকে বিদায় জানিয়েছেন ২০১২ সালে। বর্তমানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে দেখা যায় তাঁকে। এছাড়া ইউটিউবের দুনিয়াতেও বেশ জনপ্রিয় তিনি। ভারত, পাকিস্তান বা যে কোনো বড় দলের ম্যাচ থাকলেই বিশ্লেষক হিসেবে নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। উপমহাদেশের বিভিন্ন প্রান্তে সমাদৃতও হয় সেই ভিডিওগুলি। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের প্রাক্তন ক্রিকেটার হয়েও ভারতের প্রশংসা করতে কখনও কার্পন্য করেন না তিনি। বসিত আলি, ইনজামাম-উল-হক’রা যেমন বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে থাকেন টিম ইন্ডিয়াকে নিয়ে, সেই পথে হাঁটতে শোয়েব’কে (Shoaib Akhtar) কখনও দেখেন নি কেউ।

Read More: অধিনায়ক রোহিত শর্মা, টি-২০ বিশ্বকাপের সেরা একাদশে ছয় ভারতীয়, নজর কাড়লেন আফগানরা !!

সম্প্রতি টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ফাইনালের আগেও ভারতের দরাজ প্রশংসা করতে শোনা গিয়েছিলো তাঁকে। নিজের ইউটিউব চ্যানেলে টিম ইন্ডিয়াকে ট্রফি জেতার ক্ষেত্রে যোগ্যতম আখ্যা দেন তিনি। বলেন, “আমি মনে করি ভারতের এটা (টি-২০ বিশ্বকাপ) প্রাপ্য। ওদের শুভেচ্ছা। আমি দীর্ঘদিন ধরেই এটা বলে আসছি। ওদেরই শেষ দুটো বিশ্বকাপ’ও জেতা উচিৎ ছিলো। এটাও ওদেরই জেতা উচিৎ।” বার্বাডোজের কেনসিংটন ওভালে ভারত’ই জেতে ট্রফি। দীর্ঘ অপেক্ষার পর শেষমেশ বিশ্বজয়ের স্বাদ পায় ‘মেন ইন ব্লু।’ ওয়াঘা সীমান্তের ওপার থেকে যে কয়জন ক্রিকেটার ভারতের সাফল্যে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শোয়েব (Shoaib Akhtar)। ভারতের জয়ের প্রায় সঙ্গে সঙ্গেই তিনি নিজের এক্স-প্ল্যাটফর্মে (পূর্বতন ট্যুইটার) লেখেন, “ভারত জিতেছে। রোহিত ও তাঁর সতীর্থরা কঠিন সময়ে জ্বলে উঠলো।”

আজ আরও একবার ভারতে ভাইরাল শোয়েবের (Shoaib Akhtar) সোশ্যাল মিডিয়া পোস্ট। পাকিস্তানের ক্রিকেটারকে নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলের স্টোরিতে শ্রীমদ্ভগবত গীতার একটি বাণী পোস্ট করতে দেখা গিয়েছে আজ। সেখানে লেখা, “নিয়ন্ত্রিতহীন মস্তিষ্কের চেয়ে বড় শত্রু আর কেউ নেই।” এই পোস্টে সোশ্যাল মিডিয়ায় চোখে পড়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই বাণীটি কেন শেয়ার করেছেন শোয়েব (Shoaib Akhtar) সে সম্পর্কে দ্বিধায় অনেকেই। নেটিজেনদের একটা অংশ মনে করছে এর মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের একাধিক ভুল সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন তিনি। আবার কেউ কেউ মনে করেছেন এই বাণীর মাধ্যমে আদতে ভারতীয় অধিনায়ক রোহিতের (Rohit Sharma) প্রশংসা করতে চেয়েছেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।’ ইসলাম ধর্মাবলম্বী হয়েও হিন্দু ধর্মগ্রন্থের পাতা ওল্টানোর জন্য একদিকে যেমন প্রশংসিত হয়েছেন তিনি, অন্যদিকে শুনতে হয়েছে কিছু কটাক্ষ’ও।

দেখে নিন শোয়েবের পোস্ট’টি-

Also Read: বিরাট-রোহিতের পর অবসরের পথে তৃতীয় মহাতারকা, বার্বাডোজেই বিদায় জানালেন T20 কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *