World Cup 2023: এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে অসম্মত হয়েছিলো ভারত। বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) এশিয়া কাপ কোনো নিরপেক্ষ মাঠে আয়োজন করার দাবী জানিয়েছিলেন। শেষমেশ যুগ্ম আয়োজক হিসেবে যুক্ত হয় শ্রীলঙ্কার নাম। ভারতের অবস্থানে ক্ষুব্ধ পিসিবি’র তরফ থেকে আগামী অক্টোবর-নভেম্বর মাসে আয়োজিত হতে চলা বিশ্বকাপ (ICC World Cup 2023) বয়কটের ভাবনাচিন্তা চলছিলো। বিষয়টি গড়ায় পাকিস্তানের রাজনৈতিক মহল অবধি। তাদের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি দাবী করেন, “ভারত যদি নিজেদের এশিয়া কাপের ম্যাচগুলি অন্য দেশে খেলার দাবী করে, পাকিস্তানেরও উচিৎ বিশ্বকাপের ম্যাচগুলি অন্য কোথাও খেলার আবেদন করা।” আইসিসির তরফে বিশ্বকাপ সূচি প্রকাশের পর আহমেদাবাদে ভারত-পাক ম্যাচ খেলতে না চেয়েও আবেদন করছিলো পিসিবি। সেই আবেদন অবশ্য মানা হয় নি।
বাবর আজমরা (Babar Azam) আদৌ ভারতে আসবেন কিনা সেই নিয়ে জটিলতা অনেকটাই কেটেছে আপাতত। এক উচ্চপর্যায়ের বৈঠকের পর বরফ গলার ইঙ্গিত মিলেছে। সুরক্ষা বিষয়ক নিশ্চয়তা পেলেই সম্ভবত পাকিস্তানের ভারতে আসার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এই রাজনৈতিক জাঁতাকলে ক্রিকেটকে বদ্ধ করে ফেলার কোনো যুক্তি আছে বলে মনে করছেন না শোয়েব আখতার Shoaib Akhtar)। সাংবাদিক বোরিয়া মজুমদারকে (Boria Majumdar) দেওয়া সাক্ষাৎকারে ভারত-পাক দ্বৈরথ, আধুনিক ক্রিকেটে সংবাদমাধ্যমের ভূমিকা, মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বের মত নানা বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি। একই সাথে পাকিস্তানের ভারতে আসা এবং বিশ্বকাপে (ICC World Cup 2023) পাক দলের সম্ভাবনার কথাও উঠে এসেছে তাঁর বয়ানে।
Read More: “ভারত থেকেই অর্থ আসে…” পাকিস্তান ক্রিকেট দলকে নিশানা করলেন প্রাক্তনী শোয়েব আখতার !!
ভারতের মাটিতে পাকিস্তানের জয় চাইছেন শোয়েব-
আইসিসি যে সূচি প্রথমে প্রকাশ করেছিলো তাতে ভারত-পাক (IND vs PAK) দ্বৈরথ হওয়ার কথা ছিলো ১৫ অক্টোবর। কিন্তু নবরাত্রির কারণে আহমেদাবাদের প্রশাসন আপত্তি জানায় তারিখ নিয়ে। বাধ্য হয়েই বিশ্বকাপের ‘এল-ক্লাসিকো’ এগিয়ে আনতে হয় একদিন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৪ অক্টোবর, অর্থাৎ শনিবার মুখোমুখি হবে উপমহাদেশের দুই বৃহৎ ক্রিকেটীয় শক্তি। আজ অবধি একদিনের ক্রিকেট বিশ্বকাপে ৭ বার একে অন্যের মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ৭ বারই জিতেছে ভারত। এবারের বিশ্বকাপেও খাতায় কলমে ভারত ‘ফেভারিট’ হলেও পাকিস্তানের জয়ের ব্যাপারে আশাবাদী শোনালো শোয়েব আখতারকে (Shoaib Akhtar)। ‘ব্যাকস্টেজ উইথ বোরিয়া’ অনুষ্ঠানে, তিনি জানালেন ‘আন্ডারডগ’ পাকিস্তান’ই বাজিমাত করতে পারে এবার। একই সাথে বাবর আজমের দলকে দিলেন ‘পেপ টক।’
শোয়েব বলেন, “আমি বিশ্বাস করি ভারতে গিয়ে ভারতকে হারানো সহজ হবে কারণ ঘরের মাঠে চাপ টিম ইন্ডিয়ারই। দর্শক আপনাদের, টিভি স্বত্ব আপনাদের, স্পন্সরশিপ আপনাদের, আপনারাই চাপে থাকবেন। আমরা নয়। বাবর আজম অ্যান্ড কোং, আপনার যান গিয়ে আগ্রাসী মানসিকতা নিয়ে খেলুন, দায়িত্বজ্ঞানসম্পন্ন ক্রিকেট খেলুন, ঠিক ভারতের পিচে জিতে যাবে। কোনো সমস্যা নেই। তোমরা এগিয়ে যাও, ভারতকে হারাও। আহমেদাবাদে ফাইনাল খেলো। আমি তোমাদের পাশে আছি। আর এটা একদম ভুল কথা যে পাকিস্তানের ভারতে যাওয়া উচিৎ নয়। কেনো যাবে না? অবশ্যই যাবে। ভারত আমাদের ভাই।”
‘হারানোর কিছু নেই পাক দলের…’ বলছেন আখতার-
কথোপকথনের মাঝে সঞ্চালক বোরিয়া মজুমদার (Boria Majumdar) শোয়েবকে জিজ্ঞাসা করেন, “তাহলে আপনি চাইছেন পাকিস্তান ভারতের মাটিতে ভারতকে হারাক?” উত্তরে হেসে শোয়েব (Shoaib Akhtar) বলেন, “অবশ্যই। কেনো নয়? ভারতকে হারাও, পরিচিতি লাভ করো। এই খ্যাতি আমরা অর্জন করেছি। ইডেন গার্ডেন্সে, বেঙ্গালুরুতে…” সঞ্চালক অবশ্য শোয়েবকে মনে করিয়ে দিয়েছেন ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) মুখোমুখি সাক্ষাতে ভারতের ১০০ শতাংশ জয়ের রেকর্ডের কথা। উত্তর দিতে গিয়ে দমে যান নি শোয়েব। বরং হেসে বলেন, “আপনি ঘাবড়াবেন না। আমরা সবসময় সব কিছু করি না। পাকিস্তান ছাড়বে না আপনাদের। আমরা সকলেই থাকবো দর্শকাসনে। পাকিস্তানের জন্য গলা ফাটাবো। দেখা হবে।”
ভারতের মাটিতে বাবর (Babar Azam) বাহিনীর বিশ্বজয়ের সম্ভাবনা প্রসঙ্গে আখতারের মন্তব্য, “বিশ্বাস করুন, আমি প্রকাশ্যেই জোর গলায় বলছি, পাকিস্তানের হারানোর কিছুই নেই।” এরপর দলের উদ্দেশ্যে ‘ভোকাল টনিক’-এর সুরে বলেছেন, “তোমরা যাও, ভারতের দর্শকদের, পরিবেশকে উপভোগ করো। কারণ ভারতের দর্শক দুর্দান্ত। ওনারা খুব ভালো মানুষ। সবসময় পাশে থাকেন। গিয়ে তাদের প্রতি সম্মান দেখাও। ভারতীয় ক্রিকেটকেও তার প্রাপ্য সম্মান জানাও। কিন্তু মাঠে ভারতকে কোনো ছাড় নয়, হারাতে হবে। এর জন্য কেবল দুটো জিনিস করতে হবে। এক সংবাদমাধ্যম থেকে দূরে থাকতে হবে, আর দুই সোশ্যাল মিডিয়াকে দূরে রাখতে হবে। ব্যস এইটুকুই। আমাদের কাছে শাহীন রয়েছে, নাসিম শাহ রয়েছে। বিশ্বের সেরা ফাস্ট বোলাররা রয়েছে। কেবল যাও এবং জিতে এসো।”