''ভারতকে মেরে ফেলো..'', জঙ্গিদের কায়দায় ফাইনালের আগে হুমকি দিলেন শোয়েব আখতার !! 1

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ফলে যখন এই দুই দল মুখোমুখি হয় রাজনৈতিক অস্থিরতা ক্রিকেটের উন্মাদনাকে আরও উসকে দেয়। গ্রুপ পর্বে এবং সুপার‌ ৪’এ যখন সালমান আলী আঘাদের (Salman Ali Agha) বিপক্ষে মাঠে নেমেছিল সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) কোনোরকম সৌজন্য দেখায়নি। হ্যান্ডশেক বিতর্ক আইসিসি (ICC) পর্যন্ত পৌঁছেছিল। আজ প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে এই দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে। তার আগেই এবার শোয়েব আখতারের (Shoaib Akhtar) বিতর্কিত মন্তব্য ক্রিকেট মহলে আলোচনায় উঠে এল।

Read More: ফাইনাল জিতলে মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবেন সূর্যকুমার? উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য !!

মুখোমুখি ভারত-পাক-

ইরফান
IND vs PAK | Image: Getty Images

দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার কারণে ভারত এবং পাকিস্তানের (India vs Pakistan Match) মধ্যে কোনোরকম দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয় না। ফলে যখন তারা কোনো টুর্নামেন্টে মাঠে নামে ক্রিকেট‌ প্রেমীদের চোখ সেই ম্যাচের দিকে থাকে। কাশ্মীরে জঙ্গি হামলার পর উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই বছর এশিয়া কাপের গ্রুপ পর্বে পাক বাহিনীদের বিরুদ্ধে মাঠে নেমেছিল সূর্যকুমাররা। ম্যাচে কুলদীপ যাদব (Kuldeep Yadav) বল হাতে রীতিমতো জ্বলে ওঠেন। তিনি ৩ টি উইকেট সংগ্রহ করে নেন।

ফলে সালমান আলী আঘারা (Salman Ali Agha) ১২৭ রানে পৌঁছায়। এই রান তাড়া করতে নেমে অধিনায়কের অপরাজিত ৪৭ রানে ভর করে ব্লু ব্রিগেডরা শেষ পর্যন্ত ৭ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয়।‌ অন্যদিকে সুপার ৪’এও ভারতীয় দল পাকিস্তানের বিপক্ষে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে আবারও যোগ্য জবাব দেয়। এই ম্যাচের নায়ক হয়ে ওঠেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি ৩৯ বলে ৭৪ রান সংগ্রহ করেন। এর ফলে শাহীন আফ্রিদিদের (Shaheen Afridi) দেওয়া ১৭২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা। এবার এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো এই দুই দল ফাইনালের লড়াইয়ে মাঠে নামতে চলেছে।

শোয়েব আখতারের মন্তব্য-

''ভারতকে মেরে ফেলো..'', জঙ্গিদের কায়দায় ফাইনালের আগে হুমকি দিলেন শোয়েব আখতার !! 2
India vs Pakistan | Images: Getty Images

এই বছর কাশ্মীরের পাহেলগামে সাধারণ পর্যটকদের ওপর নির্মমভাবে গুলি চালায় জঙ্গি বাহিনী। এই ঘটনার পিছনে পাকিস্তানের সক্রিয়ভাবে মদত থাকার অভিযোগ সামনে এসেছিল। অস্থির রাজনৈতিক সমীকরণের মধ্যে ভারতীয় সেনাবাহিনী “অপারেশন সিঁদুর’ চালিয়ে প্রত্যাঘাত করে। এরপর দুই দেশের ক্রিকেটারদের মধ্যেও যুদ্ধ পরিস্থিতির প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। পাকিস্তানি ক্রিকেটাররা ভারতকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট করে অপমানজনক মন্তব্য করেন।

ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ফাইনালের আগেও সেই প্রবাহ অব্যাহত রয়েছে। রীতিমতো জঙ্গিদের কায়দায় হুমকি দিয়ে বসলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhtar)। তিনি আসন্ন ফাইনাল নিয়ে বলতে গিয়ে উল্লেখ করেন, “ভারতকে মেরে ফেলো। ওদের মানসিকতা এবং ইগোতে ধাক্কা দাও। বাংলাদেশের বিপক্ষে তোমাদের যে মনোভাব ছিল সেই ভাবে ফাইনালে মাঠে নামো। কুড়ি ওভার বল করার দরকার নেই আমাদের শুধু উইকেট পেতে হবে।”

Read Also: ফাইনালের আগে ভারতীয় শিবিরে চোটের ধাক্কা, অনিশ্চিত হার্দিক সহ এই ২ খেলোয়াড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *