CT 2025: নিউজিল্যান্ডকে ফাইনালে জেতার মন্ত্র দিলেন শোয়েব আখতার, ভারতীয়দের স্বপ্ন এবার শেষ !! 1

CT 2025: ফাইনালে ভারতের মতো প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে (IND vs NZ) অনেকটাই চাপের মধ্যে রেখেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিচেল স্যান্টনারের (Mitchell Santner) দল ইতিমধ্যেই ‘মেন ইন ব্লু’-দের কাছে হারের সম্মুখীন হয়েছে। তাই রোহিত শর্মা (Rohit Sharma) বাহিনীদের কাছে ট্রফি জয়ের রাস্তা খুব কঠিন হবে না বলে মনে করা হচ্ছে। তবে ভারতীয় দলকে আটকানোর জন্য সমস্ত রকম প্রস্তুতি শুরু করে দিয়েছে কিউইরা। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারও (Shoaib Akhtar) নিউজিল্যান্ডকে জানিয়ে দিলেন কীভাবে ব্লু ব্রিগেডদের হারানো সম্ভব। পিছিয়ে থাকলেও ফাইনালে নিউজিল্যান্ড জিততে পারে বলে মনে করছেন পাকিস্তানের এই কিংবদন্তি।

ভারতকে হারানোর মন্ত্র দিলেন শোয়েব আখতার-

CT 2025: নিউজিল্যান্ডকে ফাইনালে জেতার মন্ত্র দিলেন শোয়েব আখতার, ভারতীয়দের স্বপ্ন এবার শেষ !! 2
IND vs NZ | Image: Getty images

চ্যাম্পিয়ন ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় দল এখনও পর্যন্ত একটি ম্যাচেও পরাজিত হয়নি। অন্যদিকে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে। ফলে মনে করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের স্বপ্নেও এবার বাস্তব করতে চলেছে ভারত। আর মাত্র কয়েক ঘণ্টা তারপরই আজ ফাইনালে ‘মেন ইন ব্লু’-রা নিউজিল্যান্ডের (IND vs NZ) বিপক্ষে মাঠে নামবে। কীভাবে রোহিতদের (Rohit Sharma) আটকানো সম্ভব এবার সেই বিষয়ে শোয়েব আখতার (Shoaib Akhtar) নিউজিল্যান্ডকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বলেন, “এটা ভুল যাও যে ভারত তোমার সামনে আছে। এটা ভুল যাও যে তোমরা প্রতিপক্ষের থেকে কম শক্তিশালী দল। আমি মনে করি মিচেল স্যান্টনারের (Mitchell Santner) মধ্যে এই আত্মবিশ্বাস আছে। একজন অধিনায়ক হিসেবে তিনি ট্রফি জিততে চান।” শোয়েব আখতার আরও বলেন, “আপনাকে সঠিক সময় সঠিক কাজটা করতে হবে। ব্যাট করতে নেমে রোহিত শর্মা (Rohit Sharma) প্রথম থেকেই আক্রমণ করবেন। নিউজিল্যান্ডকে ফাইনালে জিততে হলে প্রথম পাওয়ার প্লেতেই তার উইকেট নিতে হবে। প্রথম ১০ ওভারে রোহিত মিচেল স্যান্টনারের মতো স্পিনারদের টার্গেট করবেন। ভারত ম্যাচে প্রথম থেকেই ৭০ শতাংশ নিয়ন্ত্রণ নিয়ে নেবে।”‌

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড পরিসংখ্যান-

CT 2025: নিউজিল্যান্ডকে ফাইনালে জেতার মন্ত্র দিলেন শোয়েব আখতার, ভারতীয়দের স্বপ্ন এবার শেষ !! 3
IND vs NZ | Image: Getty images

২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিউইরা ‘মেন ইন ব্লুু’দের (IND vs NZ) বিপক্ষে মাঠে নেমেছিল। এই আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ভারত ৮ উইকেটে পরাজিত হয়। তবে আন্তর্জাতিক ওডিআইতে পরিসংখ্যানের দিক থেকে রোহিত শর্মার (Rohit Sharma) দল অনেকটাই এগিয়ে আছে। এখনও পর্যন্ত এই দুই দল ১১৯ টি আন্তর্জাতিক ওডিআই ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত ৬১ ম্যাচে এবং নিউজিল্যান্ড ৫০ টি ম্যাচে জয়লাভ করেছে। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) গ্রুপ পর্বেও রোহিত শর্মা মিচেল স্যান্টনারদের ৪৪ রানে পরাজিত করেছে। ম্যাচে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) একাই ৫ টি উইকেট সংগ্রহ করে জয়ের নায়ক হয়ে উঠেছিলেন।

Read More: “মূর্খ কট্টরপন্থীদের পাত্তা দিও না…” ‘রোজা’ বিতর্কে শামি’কে সমর্থন জাভেদ আখতারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *