“মাথার তার পাল্টাও…” বিধ্বস্ত বাবর আজম’কে পরামর্শ দিলেন শোয়েব আখতার !! 1

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাবর আজমের (Babar Azam)। ওডিআই বিশ্ব র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হলেও ফর্ম সমস্যায় আপাতত জেরবার তিনি। টেস্ট ক্রিকেটে শেষবার শতকের গণ্ডী পেরিয়েছেন ২০২২-এর ডিসেম্বর মাসে। এরপর শেষ দুই বছরে কোনো অর্ধশতক অবধি আসে নি তাঁর ব্যাট থেকে। ২০২৩-এর এশিয়া কাপে (Asia Cup 2023) নেপালের বিপক্ষে একটি শতরান ছাড়া ওডিআই ফর্ম্যাটেও কোনো উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেন নি তিনি। গত বছরের ওডিআই বিশ্বকাপ বা ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) তাঁর নেতৃত্বাধীন পাকিস্তান মুখ থুবড়ে পড়েছে। ইতিমধ্যে অধিনায়কত্ব’ও খুইয়েছেন বাবর (Babar Azam)। পাক দলে তাঁর অস্তিত্ব’ই এখন সঙ্কটের মুখে। সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা ক্রিকেটারের এহেন বিধ্বস্ত দশা দেখে মর্মাহত শোয়েব আখতার (Shoaib Akhtar)। অনুজকে পরামর্শ দিলেন পাক কিংবদন্তি।

Read More: CT 2025: ভাঙলেও মচকাচ্ছে না পাকিস্তান, ‘সম্মানজনক সমাধানসূত্র’ খুঁজছেন মহসীন নকভি’রা !!

বাবর’কে পরামর্শ দিলেন শোয়েব-

Babar Azam | Image: Getty Images
Babar Azam | Image: Getty Images

বছর দুয়েক আগে অবধিও ভারতের বিরাট কোহলির (Virat Kohli) সাথে পাক ক্রিকেটজনতা তুলনা করতেন বাবর আজমের (Babar Azam)। কিন্তু সাম্প্রতিক সময়ে যেভাবে মুখ থুবড়ে পড়েছে বাবরের (Babar Azam) ফর্মের গ্রাফ, তাতে এখন আর এই প্রশ্ন বা বিতর্ক জিইয়ে রাখার সাহস বা উদ্যম খুঁজে পাচ্ছেন না বিশেষ কেউ। ২০২৩-এ তাঁর টেস্ট গড় ২২.৬৬। ৫ ম্যাচে করেছেন ২০৪ রান। ২০২৪-এর পরিসংখ্যান আরও হতশ্রী। ৪ ম্যাচে ১৮.৫০ গড়ে কেবলমাত্র ১৪৮ রানই করতে পেরেছেন তিনি। শেষ দুই বছরে লাল বলের ফর্ম্যাটে তাঁর সর্বোচ্চ স্কোর ৪১। একদিনের ক্রিকেটেও আহামরি নয় পরিসংখ্যান। টি-২০তেও তাঁকে বাদ দিয়েই এগোনোর পরিকল্পনা নিয়েছে দল। বাবরের (Babar Azam) ফর্ম সমস্যার পিছনে প্রধান কারণ তাঁর দক্ষতায় মরচে ধরা নয়। বরং মানসিক জটে আটকেই ছন্দ হারিয়েছেন তিনি, মনে করেন শোয়েব আখতার (Shoaib Akhtar)।

একটি টক্‌-শো’তে অংশ নিয়েছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। সেখানে বর্তমান তারকার উদ্দেশ্যে প্রাক্তনী বলেছেন, “ও (বাবর) একজন মহাতারকা। আমি ওকে সমর্থন করছি। কিন্তু দলে এখন নতুন ম্যানেজমেন্ট, নতুন মানসিকতার আমদানি হয়েছে। তাদের সাথে ওকে মানিয়ে নিতে হবে। কারণ ওদের (টিম ম্যানেজমেন্টের) টি-২০ পরিকল্পনায় বাবর নেই। এমনকি ওয়ান-ডে থেকেও ছেঁটে ফেলা হতে পারে।” কঠিন সময় কাটিয়ে ওঠার পরামর্শ’ও দিয়েছেন শোয়েব (Shoaib Akhtar)। বলেন, “ওকে মাথার তারগুলো বদলে ফেলতে হবে। সামনের বছরেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। সেখানে পাকিস্তানের প্রধান মুখ হয়ে উঠতে হবে ওকে। দাপট দেখাতে হবে টুর্নামেন্টে। তিনটে ম্যাচ জেতানো শতরান করে প্রমাণ করতে হবে যে ও এখনও ওডিআই ফর্ম্যাট খেলার যোগ্য। না হলে খুব কঠিন হতে পারে ওর সামনের পথ।”   

দেখে নিন কি বলছেন শোয়েব-

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা চলছেন-

Champions Trophy | Image: Getty Trophy
Champions Trophy | Image: Getty Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) নিয়ে ভারত-পাক দ্বন্দ্ব অব্যাহত। আইসিসি’র ইভেন্ট ক্যালেন্ডার অনুযায়ী আগামী বছরের টুর্নামেন্ট আয়োজন করার কথা পাকিস্তানের। কিন্তু পড়শি দেশে যাওয়ার ব্যাপারে বেঁকে বসেছে টিম ইন্ডিয়া। ক্রিকেটারদের নিরাপত্তা যথেষ্ট নয় সেখানে, দাবী বিসিসিআই-এর। হাইব্রিড মডেলের পক্ষে সওয়াল করেছে তারা। জট কাটাতে আইসিসি’ও চায় তেমনটাই। কিন্তু টালবাহানা চালিয়ে যাচ্ছে পিসিবি। একাধিক বিকল্প প্রস্তাব তারা দিয়েছে ভারতকে। এমনকি টিম ইন্ডিয়াকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) করার পরিকল্পনাও জানিয়েছিলো তারা। কিন্তু সমস্যা মেটে নি কিছুতেই। শোনা যাচ্ছে যে বাড়তি লভ্যাংশের বিনিময়ে হাইব্রিড মডেলে সায় দিতে রাজী পাক বোর্ড। সাথে ২০৩১ অবধি ভারতে আয়োজিত টুর্নামেন্টগুলি খেলতে পাকিস্তান দলকেও যাতে ওয়াঘা সীমান্ত না পেরোতে হয়, চেয়েছে সেই নিশ্চয়তাও। যদিও আইসিসি’র তরফে কোনো সিদ্ধান্তেই এখনও দেওয়া হয় নি সিলমোহর।

Also Read: শামি’র ফিটনেস নিয়ে এখনও ধোঁয়াশা, ভাঙতে পারে অস্ট্রেলিয়া সিরিজ খেলার স্বপ্ন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *