IPL 2025: শনিবার থেকে আইপিএলে আবারও ফিরেছে ক্রিকেটের উন্মাদনা। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্সের (RCB vs KKR) ম্যাচটি গতকাল বৃষ্টির কারণে ভেস্তে যায়। এর ফলে কলকাতা বর্তমানে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। চলতি আইপিএলে আজিঙ্কা রাহানেদের (Ajinkya) আর মাত্র ১ টি ম্যাচ বাকি আছে। এর মধ্যেই মঈন আলী (Moeen Ali) এবং রোভম্যান পাওয়েলের (Rovman Pawell) মতো তারকা ক্রিকেটার আর বাকি মরসুমে নাইট রাইডার্সৈ যোগ দেবেন না। এবার রোভম্যান পাওয়েলের (Rovman Pawell) পরিবর্ত ক্রিকেটার বেছে নিলো গতবারের চ্যাম্পিয়নরা।
Read More: IPL 2025 DC vs GT: দেশে ফিরেছেন একঝাঁক বিদেশী, গুজরাতের বিপক্ষে মরণবাঁচন ম্যাচে দিল্লীর ভরসা এই ক্রিকেটার !!
নাইট বাহিনীতে যোগ দিলেন মিস্ট্রি স্পিনার-

গত বছরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বছর আইপিএলেও অনেক প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল। আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে তারা লড়াই চালালেও একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে পড়ে তারা। অন্যদিকে ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বছরের আইপিএল (IPL 2025) মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল। তারপর শনিবার থেকে আবার এই টুর্নামেন্ট পুরনোয় শুরু হলেও অনেকে বিদেশি তারকা দলগুলির সঙ্গে যোগ দেননি। কলকাতা নাইট রাইডার্সে মঈন আলী (Moeen Ali) ব্যক্তিগত কারণে আর ফিরে আসেননি। অন্যদিকে রোভম্যান পাওয়েল (Rovman Pawell) চোটের কারণে আইপিএলের বাকি মরসুম থেকে ছিটকে গেছেন। এবার তার পরিবর্তে মধ্যপ্রদেশের মিস্ট্রি স্পিনার শিবম শুক্লাকে (Shivam Shukla) দলে নিলো নাইট বাহিনী। ২৯ বছর বয়সী এই স্পিনার ২০২৪ সালে সৈয়দ মুশতাক আলী টি-টোয়েন্টি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে এই ফরম্যাটে অভিষেক করেছিলেন। এখনও পর্যন্ত ঘরোয়া টি-টোয়েন্টি তার ৮ ম্যাচে ৮ টি উইকেট সংগ্রহে আছে শুক্লার (Shivam Shukla)। উল্লেখ্য এই বোলার সানরাইজার্স হায়দ্রাবাদে নেট বোলার হিসেবে ২০২৫ আইপিএলের আগে যোগ দিয়েছিলেন।
নাইটদের হতাশাজনক পারফর্ম্যান্স-

এই বছর মেগা নিলামের ফলে কলকাতা নাইট রাইডার্সে (KKR) একাধিক পরিবর্তন ঘটেছিল। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) পাঞ্জাব কিংসে (Punjab Kings) চলে যাওয়ার কারণে আজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) কর্মকর্তা অধিনায়ক হিসেবে বেছে নেন। কিন্তু উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করে কলকাতা। এরপর ১৩ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে নাইট বাহিনী। লিগ পর্বের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে ২৫ মে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে শিবম শুক্লাকে এইরকম পরিস্থিতিতে দলে এনে আগামী বছরের জন্য প্রস্তুতি শুরু করে দিলো কেকেআর (KKR)। তবে নিয়ম অনুযায়ী চলতি আইপিএলের পর এই পরিবর্ত ক্রিকেটারকে ধরে রাখতে পারবে না কর্মকর্তারা। তবে শিবম শুক্লা (Shivam Shukla) মিনি নিলামের মধ্যে দিয়ে নাইট রাইডার্সে (KKR) আবারও ফিরে আসতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।