অবশেষে ভাগ্য খুললো প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স দলের খেলোয়াড়ের। ২০১৮-২২ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স দলের অংশ ছিলেন শিভম মাভি (Shivam Mavi)। ভারতীয় দলের এই তারকা তরুণ পেসার চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য ক্রিকেট থেকে দূরে ছিলেন। এমনকি এবারের আইপিএল নিলামে নাম লেখালেও তাকে দলে নেওয়ার চেষ্টা করেনি কোনো ফ্রাঞ্চাইজি। তবে, এবার ঘরের ছেলে ফিরছে ঘরে। তরুণ তারকাকে আসন্ন আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্স দলে দেখতে পাওয়া যাবে।
এবার দলে তিনি সুযোগ পেতে চলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার এনরিখ নোকিয়ার (Anrich Nortje) জায়গায়। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটের কারণে বাদ পড়েছেন নোকিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রকাশিত হওয়া স্কোয়াডে দক্ষিণ আফ্রিকার প্রাথমিক দলে জায়গা হয়নি তার। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই ভারতের মাটিতে আইপিএল খেলতে পৌঁছাবে দেশ বিদেশের একাধিক খেলোয়াড়রা। তবে নোকিয়ার চোটের পর চাপ বাড়ল কেকেআরের উপর।
চোট সমস্যা বারবার ভুগিয়েছে নোকিয়াকে
এই প্রথম নয়, এর আগে চোটের কারণে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে খেলতে পারেননি নোকিয়া। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য মুখিয়ে ছিলেন নোকিয়া। সাথে এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাকে ৬.৫০ কোটিতে দলে শামিল করেছিল। যেহেতু গত আইপিএল সেসনের সবথেকে ধনী ক্রিকেটার মিচেল স্টার্ককে ছেড়ে দিতে হয়েছে KKR কে। তাই দলে শামিল করা হয়েছিল প্রোটিয়া পেসার নোকিয়াকে। এর আগে আইপিএলে বেশ কয়েক মৌসুম দিল্লির জার্সিতে দেখা গিয়েছিল তাকে। আইপিএলের মঞ্চে ৩১ বছর বয়সী পেসার ৪৬ ম্যাচে ৮.৯৬ ইকোনমিতে ৬০ উইকেট তুলে নিয়েছেন। চোটের কারণে আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাইরে থাকতে হবে নোকিয়াকে। তবে কেকেআর সমর্থকদের আশা, দ্রুত চোট কাটিয়ে ফিরবেন এই প্রোটিয়া তারকা। তবে তার চোট কতটা গুরুতর তা নিয়ে এখনও কিছু জানা না গেলেও আইপিএলের নতুন মৌসুমের আগে চিন্তার ভাঁজ KKR শিবিরে।
শিভম মাভি নেবেন জায়গা
তবে জানা গিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট নাইট রাইডার্স দলে তরুণ তুর্কি শিভম মাভিকে দলে শামিল করতে চলেছে। মাভি আগেও কলকাতার হয়ে খেলেছেন, এমনকি ঘরোয়া ক্রিকেটে বর্তমান সময়ে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। শেষ ৬ ঘরোয়া ক্রিকেট ইনিংসে ৯ উইকেট নিয়েছেন তিনি, পাশাপশি ব্যাট হাতেও তাকে আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা গিয়েছে। যার ফলে KKR- ম্যানেজমেন্টের নজরে রয়েছেন মাভি।