shivam-dubes-wife-spat-with-bjp-leader

সদ্যই শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছেন শিবম দুবে (Shivam Dube)। দ্বীপরাষ্ট্রের মাটিতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেন নি তিনি। তারকা অলরাউন্ডারকে বাদ দেওয়ার দাবীও উঠতে শুরু করেছে। ছন্দে ফিরতে আসন্ন দলীপ ট্রফিতে (Duleep Trophy) খেলবেন তিনি। জায়গা পেয়েছেন ভারত-এ দলে। শুভমান গিলের নেতৃত্বে মাঠে নামতে দেখা যাবে তাঁকে। বাইশ গজের দুনিয়ায় যখন কঠিন পরীক্ষার মুখে শিবম (Shivam Dube), তখন মাঠের বাইরে বড়সড় বিতর্কে জড়ালেন তাঁর স্ত্রী অঞ্জুম (Anjum Khan)। শাসক দল ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার নেত্রী নাজিয়া ইলাহি খানের (Nazia Elahi Khan) সাথে সমাজমাধ্যমে রীতমত যুদ্ধে জড়িয়ে পড়লেন তিনি। পোস্ট-পাল্টা পোস্টে সরগরম হতে দেখা গেলো ইন্সটাগ্রাম, এক্স (পূর্বতন ট্যুইটার)-এর মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

Read More: ৬, ৬, ৬, ৪, ৪…অনবদ্য ঈশান কিষণ, প্রত্যাবর্তন ম্যাচেই করলেন ধুন্ধুমার শতরান !!

নাজিয়ার বিরুদ্ধে আক্রমণ শানালেন অঞ্জুম-

Shivam Dube and Anjum Khan | Image: Twitter
Shivam Dube and Anjum Khan | Image: Twitter

শিবম দুবে (Shivam Dube) হিন্দু। তাঁর স্ত্রী অঞ্জুম খান (Anjum Khan) ইসলাম ধর্মাবলম্বী। ধর্মীয় বাধাবিপত্তি পেরিয়ে বিয়ে করেছেন দু’জনে। এক পুত্র সন্তান’ও রয়েছে তাঁদের। বিয়ের পরেও দু’জনে নিজের নিজের ধর্মই মেনে চলেন। মুম্বইয়ের বিখ্যাত গণেশ পুজোর শুভেচ্ছাও যেমন জানাতে দেখা যায় দম্পতিতে, তেমনই ঈদের দিনেও সমাজমাধ্যমে শুভেচ্ছাবার্তা পোস্ট করেন দু’জনেই। নাজিয়ার বিরুদ্ধে অঞ্জুম অভিযোগ এনেছিলেন যে বিজেপি নেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় নবি হজরত মহম্মদের বিষয়ে অসংবেদনশীল ও মিথ্যা তথ্য পোস্ট করছেন। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “নবির অসম্মান দেখেও যদি আপনার রাগ না হয় তাহলে আপনার ‘ইমান’ মৃত। যদি আপনার ‘ইমান’ জীবিত থাকে, তাহলে আমার সাথে লিখুন #অ্যারেস্টনাজিয়াইলাহিখান।” বিজেপি নেত্রীর গ্রেফতার দাবী করেছেন শিবম দুবের স্ত্রী।

দেখুন অঞ্জুমের পোস্ট-

Anjum Khan's Instagram Story | Image: Instagram
Anjum Khan’s Instagram Story | Image: Instagram

পালটা দিলেন নাজিয়া ইলাহি খান-

Nazia Elahi Khan | Image: Twitter
Nazia Elahi Khan | Image: Twitter

ভারতীয় জনতা পার্টির (BJP) সংখ্যালঘু মোর্চার নেত্রী নাজিয়া ইলাহি খান (Nazia Elahi Khan)। পেশায় আইনজীবী তিনি। মুসলিম মহিলাদের উপর ধর্মীয় অত্যাচার করা হয়, অভিযোগ তুলে প্রায়শই সরব হন তিনি। এছাড়াও সামাজিক ও রাজনৈতিক নানা ইস্যুতে নিজের মতামত ব্যক্ত করা থেকে কখনোই পিছু হটেন না পশ্চিমবঙ্গের এই নেত্রী। অঞ্জুম খানের (Anjum Dube) অভিযোগের পালটা দিতে বিশেষ সময় নেন নি তিনি। ইন্সটাগ্রাম স্টোরি’র জবাব তিনি দিয়েছেন নিজের এক্স (পূর্বতন ট্যুইটার) প্রোফাইলে। তিনি লেখেন, “ম্যাডাম আপনি একজন হিন্দুকে বিয়ে করেছেন। ইসলামী শরিয়ত নিয়ম অনুযায়ী আপনি এখন আর মুসলিম নন। ভারত ও সিএসকে ক্রিকেটার শিবম দুবের স্ত্রী, আপনি ভিত্তিহীন, মনগড়া ও অসম্মানজনক, উস্কানিমূলক তথ্য দিয়ে আমার বিরুদ্ধে শারীরিক নিগ্রহে মদত দিচ্ছেন।…”

এরপর ক্রিকেটার শিবম দুবেকেও (Shivam Dube) নিশানা করেছেন তিনি। বিসিসিআই সচিব ও বিজেপি নেতা অমিত শাহের পুত্র জয় শাহ’কে (Jay Shah) ট্যাগ করে লিখেছেন, “এই খেলোয়াড়ের উপর নজর রাখুন।” অঞ্জুম ও নাজিয়া ইলাহি খানের দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী’র (Rahul Gandhi) নাম’ও। জড়িয়েছেন বিজেপি নেত্রী’ই। নিজের পোস্টের শেষে জয় শাহের উদ্দেশ্যেই তিনি লেখেন, “এই জাতীয় পোস্টগুলি তেলেঙ্গানা থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে প্রচার করা হচ্ছে। এই মহিলা’র (অঞ্জুম) সাথে কংগ্রেসের (ভারতীয় জাতীয় কংগ্রেস) যোগসাজশ থাকতে পারে।” একইসাথে বিসিসিআই, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও দিল্লী পুলিশকেও ট্যাগ করে দিয়েছেন তিনি। দুই পক্ষের দ্বন্দ্ব যে সহজে মিটবে না, তা পরিষ্কার।

দেখে নিন বিজেপি নেত্রীর পোস্ট-

h

Also Read: আর জি কর কাণ্ড ‘বিচ্ছিন্ন ঘটনা’, মন্তব্যের জেরে রোষের মুখে সৌরভ গাঙ্গুলী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *