World Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনি আর বিশ্বকাপে খেলতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। এই অবস্থা দেখে টিম ইন্ডিয়ার অন্তরে কান পাতলেই শোনা যাচ্ছে যে বিসিসিআই নির্বাচক কমিটি চোটগ্রস্ত হার্দিক পান্ডিয়ার জায়গায় যত তাড়াতাড়ি সম্ভব শিবম দুবেকে মূল দলের সাথে বিশ্বকাপে তার জায়গায় করে নিতে চলেছেন। টিম ইন্ডিয়ার উঠতি অলরাউন্ডার শিবম দুবে সম্প্রতি চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে দলের ভাল পারফর্ম করেছেন এবং টিম ইন্ডিয়ার ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও, তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা টি-টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলে ছিলেন এবং তিনি জসপ্রিত বুমরাহের অধিনায়কত্বে দুর্দান্ত পারফরম্যান্সও করেছিলেন।
চোট পেয়ে মাঠের বাইরে হার্দিক
বৃহস্পতিবার বোলিং করতে গিয়ে চোট পান টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এরপরই মাঠ ছাড়তে হয় তাকে। বাংলাদেশের ইনিংসের নবম ওভার বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। কিন্তু এই ওভারে মাত্র ৩ বল করতে পারেন তিনি। এরপরই মাঠ ছাড়তে হয় ভারতীয় অলরাউন্ডারকে। হার্দিক পান্ডিয়ার ওভার পূর্ণ করেন বিরাট কোহলি। একই সঙ্গে ভারতীয় ফ্যানদের জন্য আরও খারাপ খবর অপেক্ষা করে। চোট পেয়ে হাসপাতালে পাঠানো হয়েছে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। হার্দিককে হাসপাতালে স্ক্যান করা হবে। এর সঙ্গে এই ম্যাচে আর মাঠে দেখা যাবে না পান্ডিয়াকে। এটা ভারতের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হল হার্দিক পান্ডিয়া কি পরের ম্যাচ পর্যন্ত ফিট থাকবেন? আর ফিট হতে না পারলে কাকে নেওয়া হবে দলে? এখানেই উঠে আসছে শিবম দুবের নাম।
শিবম দুবে হার্দিকের মতোই একজন খেলোয়াড়
টিম ইন্ডিয়ার অলরাউন্ডার শিবম দুবে হার্দিক পান্ড্যিয়ার মতোই ব্যাট করেন। শিবম দুবে প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত এবং সেই সাথে তিনি বল হাতে খুবই কার্যকরী। ম্যানেজমেন্ট যদি হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে শিবম দুবেকে অন্তর্ভুক্ত করে তবে এটি টিম ইন্ডিয়ার জন্য খুব ভালো হবে কারণ বোলিং এর পাশাপাশি শিবম দুবে বাঁ-হাতে ব্যাট করার বিকল্পও দেয়। আইপিএলে চেন্নাই সুপাট কিংসের হয়ে বেশ কিছু ম্যাচে তাকে দুর্দান্ত ক্রিকেট খেলতে দেখা গিয়েছে। এবার ভারতের জার্সি গায়ে তেমন কিছু দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।