সাম্প্রতিক সময় বিশ্বজুড়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলির জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর এই টুর্নামেন্ট থেকে একাধিক তারকা ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে উঠে আসেন। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) অনুষ্ঠিত হতে চলেছে। এই বিশ্বকাপ আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা। তার আগেই মেজর লিগ ক্রিকেটে (MLC) বর্তমানে একাধিক তারকা ক্রিকেটারকে জ্বলে উঠতে দেখা যাচ্ছে। শিমরান হেটমায়ার (Shimron Hetmyer) ব্যট হাতে প্রায় প্রতিটি ম্যাচেই রীতিমতো চমক দিচ্ছেন। ফলে মনে করা হচ্ছে এই ক্রিকেটারের আগামী সময় অন্যান্য টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে চাহিদা অনেকটাই বাড়তে চলেছে।
Read More: IND vs ENG 2nd Test: শুভমান ঝড়ে তছনছ ইংল্যান্ড, দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া !!
বিধ্বংসী ফর্মে রয়েছেন হেটমায়ার-

শিমরান হেটমায়ার (Shimron Hetmyer) আমেরিকায় অনুষ্ঠিত হওয়া মেজর লিগ ক্রিকেটে (MLC 2025) সিয়াটেল অরকাসের (Seattle Orcas) হয়ে অংশগ্রহণ করছেন। এই দলটি টুর্নামেন্টে প্রথম ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করে। তবে শেষ তিন ম্যাচে শিমরান হেটমায়ারের (Shimron Hetmyer) বিধ্বংসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে সিয়াটেল। তিনি এই ৩ ম্যাচেই দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছেন। এম আই নিউইয়র্কের (MI New York) বিরুদ্ধে হেটমায়ার (Shimron Hetmyer) ৪০ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেছেন।
এরপর লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের (Los Angeles Knight Riders) বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন শিমরান হেটমায়ার (Shimron Hetmyer)। তিনি ২৬ বলে অপরাজিত ৬৪ রান করে দলকে জয় এনে দেন। শেষ ম্যাচে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের (San Francisco Unicorns) বিরুদ্ধে হেটমায়ার অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হন। ফলে এই ক্যারিবিয়ান তারকা ৬ ম্যাচে মোট ৩০৯ রান সংগ্রহ করেছেন। তার ব্যাট থেকে এসেছে ২৬ টি ছয় এবং ১৯ টি চার।
আইপিএলে হেটমায়ারের ব্যর্থতা-

এই বছর আইপিএলের (IPL 2025) মেগা নিলামের আগে ১১ কোটি টাকার বিনিময়ে শিমরান হেটমায়ারকে (Shimron Hetmyer) দলে ধরে রেখেছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। কিন্তু তিনি টুর্নামেন্টে দলকে সেইভাবে ভরসা দিতে পারেননি। ১৪ ম্যাচে মাত্র একটি অর্ধশতরানের সঙ্গে ২৩৯ রান সংগ্রহ করেন এই তারকা। ফলে রাজস্থান (Rajasthan Royals) ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে ব্যর্থ হয়। ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয় সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল।
আইপিএলে (IPL 2025) এখনও পর্যন্ত শিমরান হেটমায়ার (Shimron Hetmyer) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru), দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মতো দলের হয়ে অংশগ্রহণ করেছেন। এই টুর্নামেন্টে তার ব্যাট থেকে ৮৬ ম্যাচে এসেছে মোট ১,৪৮৩ রান। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই তারকা ব্যাটসম্যান ৫৭ টি ওডিআই ম্যাচে ১৫৪৩ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ৬৪ টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৮৩ রান তুলে নিয়েছেন।