সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন ‘গব্বর’। সমাজ মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে ভিডিও শেয়ার করেই তার এই অবসরের কথা জানান ধাওয়ান। তবে অবসর থেকে হঠাৎ ইউ টার্ন নিলেন কিংবদন্তি ওপেনার, আবার তাকে দেখা যাবে ২২ গজে।
২২ গজে আবার ফিরছেন ধাওয়ান
২০১০ সালে ভারতীয় দলে এন্ট্রি নিয়েছিলেন শেখর ধাওয়ান। জুনিয়র লেভেলের ক্রিকেটে অত্যন্ত বড় মাপের ব্যাটসম্যান ছিলেন তিনি। তবে অভিষেক সিরিজে নিতান্তই ব্যর্থ হয়েছিলেন ধাওয়ান। তবে ৩ বছর পর তিনি জাতীয় দলে কামব্যাক করেন। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে সর্বাধিক রান বানিয়েছিলেন তিনি, এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একটানা ১০ বছর ভারতের জার্সিতে খেলে এসেছেন তিনটি ফরমেট। আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজারের কাছাকাছি রান বানিয়েছেন ধাওয়ান।
Read More: প্রজন্মের সেরা টেস্ট একাদশ বাছলেন সঞ্জয় বাঙ্গার, রাহানে-পূজারা সহ এই ভারতীয় খেলোয়াড়রা পড়লেন বাদ !!
আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা ঘোষণা করলেও যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) ডাকে ২২ গজে ফিরতে চলেছেন গব্বর। লেজেন্ডস লিগ ক্রিকেটে অংশগ্রহণ করতে চলেছেন এই ভারতীয় কিংবদন্তি। জাতীয় দলে একসাথে খেলেছেন যুবরাজ এবং ধাওয়ান, এরপর আইপিএলের মঞ্চে ২০১৬ সালে ট্রফি জয় করেন এই দুই কিংবদন্তি জুটি। দুই বছর আইপিএলে একসাথে খেলেছেন তারা, শিখর ধাওয়ানের অত্যন্ত কাছের মানুষ হলেন যুবরাজ। তাই ধাওয়ানকে লিজেন্ডস লীগ ক্রিকেটে আহ্বান জানানোর পর যুবির কথা ফেলতে পারলেন না ধাওয়ান।
নাম লেখালেন লিজেন্ডস লীগে
সোশাল মিডিয়ায় বিশ্বজয়ী তারকা লিখেছেন, “তোমার দুরন্ত ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানাই, জাট জি! তোমার সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে ড্রেসিংরুমে কাটানো মুহূর্তগুলো ছিল প্রচণ্ড আনন্দদায়ক। তুমি তোমার সমস্ত সুযোগের ১০০ শতাংশর বেশি কাজে লাগিয়েছো। মাঠে হোক কিংবা মাঠের বাইরে তুমি সর্বদাই একই ব্যক্তিত্ব দেখিয়েছো। আইসিসি টুর্নামেন্টে তোমার প্রদর্শনই তোমাকে প্রকৃত ‘গব্বর’ বানিয়েছে। জীবনে যা অর্জন করেছ, তার জন্য তোমাকে গর্বিত হওয়া উচিত।” এরপরেই শিখরকে আবার ২২ গজে ফিরে আসার আহ্বান জানান। যুবরাজ লেখেন, “এসো, এবার একসাথে লেজেন্ডসদের লিগে খেলবে ভাই। ঈশ্বর তোমার মঙ্গল করুন।”
২০২৪ সালের বিশ্বকাপ টি-টোয়েন্টির মঞ্চে দক্ষিণ আফ্রিকাতে পরাস্ত করে ভারতীয় দলের বিশ্বকাপ শিরোপা জয়ের কিছুদিন পরেই যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) নেতৃত্বে ভারতীয় লিজেন্ডস দল পাকিস্তান লিজেন্ডস দলকে পরাস্ত করে লিজেন্ডস লিগের প্রথম বর্ষের খেতাব অর্জন করেছে। ইতিমধ্যেই আগামী টুর্নামেন্টের আগেই ভারতীয় লিজেন্ডস দলে নিজের নাম নথিভুক্ত করলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।