‘গব্বর’-এর জীবনে সুখবর, সোফি শাইনের সঙ্গে বাগদানে সিলমোহর নতুন সম্পর্কের 1

এক সময় ভারতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য ওপেনার শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) ব্যক্তিগত জীবনে শুরু হচ্ছে নতুন অধ্যায়। সোমবার ১২ই জানুয়ারি সমাজ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে বিশেষ বার্তা দিলেন গব্বর। বিবাহ বিচ্ছেদের পর শিখর আইরিশ মডেল সোফি শাইনের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে তোলেন। তারপর গতকাল প্রেমিকা সোফি শাইনের সঙ্গে বাগদানের কথা প্রকাশ্যে জানিয়ে দিলেন তিনি। সোমবার ইনস্টাগ্রামে ধাওয়ানের পোস্টে ফুটে ওঠে আবেগ আর শান্তির মেলবন্ধন। একটি ছবিতে ধরা পড়ে দু’জনের হাত, আর তার সঙ্গে লেখা অনুভূতির কথা। নিমেষের মধ্যে ভক্তদের কাছে পৌঁছে যায় এই খবর।

সোফি শাইনের হাত ধরে নতুন পথে শিখর ধাওয়ান

Shikhar dhawan
Shikhar Dhawan and Sophie Shine | Image: Twitter

বিবাহ বিচ্ছেদের পর কঠিন সময় অতিক্রান্ত করার পর অবশেষে ২০২৫ সালে চ্যাম্পিয়ন ট্রফির সময় একসাথে দেখা গিয়েছিল শিখর ধাওয়ান ও তার বান্ধবী সোফিকে। সোফিও একজন ক্রিকেট লাভার। কখনও একসঙ্গে বিদেশ সফর, কখনও পারিবারিক মুহূর্ত – সবমিলিয়ে ধীরে ধীরে দুজনের মধ্যে বেশ গভীর সম্পর্ক তৈরি হচ্ছিল। আর সেই সম্পর্ক শেষ পর্যন্ত বাগদাদের রূপ নিয়েছে সূত্রের দাবি আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে তাদের বিবাহ অনুষ্ঠান।

Read More; সুন্দরের বদলে আয়ুশ, যোগ্য খেলোয়াড়দের সুযোগ দিতে অনীহা নির্বাচকদের !!

শিখর ধাওয়ান একজন সফল ক্রিকেটার ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি দলের জয়ী ভারতের প্রমুখ খেলোয়াড় ছিলেন তিনি এমনকি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তিনি হয়েছিলেন এছাড়া বিভিন্ন আইসিসি ইভেন্টে তার অনবদ্য পারফরমেন্সের জেরেই তাকে মিস্টার আইসিসিও বলা হয়ে থাকে। গতবছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ভারতীয় দলের তারকা এই খেলোয়াড় দীর্ঘদিন ধরেই সাদা বলে ক্রিকেটে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের জুটি ছিল বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল তবে তরুণ খেলোয়াড় শুভমান গিল ছন্দ দেখাতেই জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল শিখরকে। আর শেষমেষ তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা ঘোষণা করে দেন। অন্যদিকে, সোফি শাইন শুধুই ‘একজন ক্রিকেটারের সঙ্গী’ নন। তিনি নিজে একজন সফল কর্পোরেট প্রফেশনাল। আয়ারল্যান্ডের নাগরিক সোফি পড়াশোনা করেছেন মার্কেটিং ও ম্যানেজমেন্ট নিয়ে। বর্তমানে আবুধাবিতে নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত। আন্তর্জাতিক কর্পোরেট জগতে তাঁর অবস্থান যথেষ্ট সম্মানজনক।

মাঠের বাইরে নতুন জীবনের গল্প শিখর ধাওয়ানের

Shikhar Dhawan
Shikhar Dhawan | Image: Getty Images

অন্যদিকে শিখর ধাওয়ানের প্রথম বৈবাহিক জীবনের কথা বলতে গেলে ২০১২ সালে আয়েশা মুখোপাধ্যায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শেখর ধাওয়ান বয়সে ধাওয়ানের থেকে দশ বছরের বড় ছিলেন আয়েশা। তবে সমাজ মাধ্যমে তাদের সাক্ষাৎ হয়েছিল এবং সেই সাক্ষাতেই বিবাহ সম্পন্ন হয় দুজনের।  দীর্ঘ দাম্পত্য টানাপোড়েনের ফলে ২০২৩ সালে বিচ্ছেদ ঘটে এই জুটির। পুত্র জোরাভরের সঙ্গে দূরত্ব তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল ধাওয়ানকে। ভারতীয় ক্রিকেটে ধাওয়ানের অবদান অনস্বীকার্য। ১৬৭টি ওয়ানডেতে ৬,৭৯৩ রান, ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে ১৭৫৯ রান এবং ৩৪ টেস্টে ২৩১৫ রান বানিয়েছেন ধাওয়ান। ক্যারিয়ারে বানিয়েছেন ২৪টি শতরান ও ৪৫টি অর্ধশতরান।

Read Also: “ভারতের কপালে দুঃখ আছে..”, টি২০ বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সৌরভ গাঙ্গুলীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *