শীঘ্রই রুপালি পর্দায় প্রকাশ পাচ্ছে শিখর ধাওয়ানের বায়োপিক, আয়েশার চরিত্রে থাকছেন এই অভিনেত্রী !! 1

গত শনিবার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) তার আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্যারিয়ারের ইতি টেনেছেন। ভারতীয় দলের কিংবদন্তি ওপেনার শিখর ধাওয়ান সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অবসর ঘোষণা করেছেন। ৩৮ বছর বয়সী শিখর ধাওয়ানের কাছে জাতীয় দলে ফিরে আসার আর কব সুযোগ নেই, এই পরিস্থিতিতে মস্ত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন শিখর। এবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে প্রস্তুত শিখর।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ধাওয়ান

Shikhar Dhawan, bcci
Shikhar Dhawan | Image: Getty Images

২০১০ সালে বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে তার আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর থেকে তিনটি ফর্ম্যাটেই জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রচুর নাম কমানোর পর অবশেষে থামতে হলো শিখর ধাওয়ানকে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির রাজা বলা হয় শিখরকে। যুব ক্রিকেটে প্রচুর সফলতার পর অভিষেকের পর ৩ বছর অপেক্ষা করতে হয় ধাওয়ানকে। অবশেষে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে শিখর তার আন্তর্জাতিক ক্রিকেটে তার সেরা রূপ প্রকাশ করেন। ভারতীয় দলের জার্সিতেও খেলেছেন ২৬৯টি ম্যাচ এবং বানিয়েছেন ১১ হাজারের কাছাকাছি রান। অবসরের পর ধাওয়ান কি করবেন সে বিষয়ে কোনো মতামত পেশ করেননি।

Read More: IPL 2025: ‘কিং মেকার’-এর রোষানলে হার্দিক পান্ডিয়া, ছাড়তে হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব !!

তবে, অবসর নেওয়ার পরে একটি সাক্ষাৎকারে, ধাওয়ানের কাছে জানতে চাওয়া হয় তিনি তার বায়োপিকে অভিনয় করার জন্য কোন বলিউড হিরোকে বেছে নেবেন। উত্তরে ধাওয়ান বলেন যে তিনি নিজেই এটি করার জন্য উন্মুক্ত। তবে অন্যান্য অভিনেতাদের ক্ষেত্রে তিনি খিলারি অক্ষয় কুমার এবং রণবীর সিংকে বেছে নিয়েছেন। মন্তব্য করে শিখর বলেন, “যদি এটা (বায়োপিক) ভালো করে করা হয় তো আমি করতে পারি। আমি নিজেই অভিনয় করতে চাই, যদি কিছু অবদান রাখতে পারি তাহলে আমি আনন্দের সাথে এটি করব। অন্যান্য অভিনেতাদের জন্য, আমি অক্ষয় পাজি (অক্ষয় কুমার) বা রণবীর সিং-কে বেছে নেন। তিনি একজন নিছক শক্তিশালী ব্যক্তিত্ব।

ধাওয়ানের বায়োপিকে অভিনয় করবেন এই তারকা

Shikhar Dhawan and Akshay Kumar
Shikhar Dhawan and Akshay Kumar | Image: Twitter

আসলে ধাওয়ানের জীবন উত্থান-পতনের মধ্যে দিয়েই কেটেছে। ক্রিকেটে একাধিক সফলতা পেলেও ব্যাক্তিগত জীবন কেটেছে বিষণ্ণতায়। দীর্ঘ ৯ বছর ধরে সংসার করার পর সাংসারিক জীবনে ফাটল ঘটে ধাওয়ানের। আয়েশা মুখার্জির সঙ্গে টেকেনি খোশমেজাজে থাকা শিখরের সংসারও। পাশাপশি, শিখর তার পুত্র জোরাবর ধাওয়ানের থেকেও দূরে থাকেন, জোরাবর তার মায়ের সাথে থাকেন। পুত্রের সাথে ভিডিও কলেও কথা বলতে দেওয়া হয়না ধাওয়ানকে।

Read Also: Shikhar Dhawan: “সারাজীবন তার সাথেই…” এই বলিউড অভিনেত্রীকে মন দিলেন শিখর ধাওয়ান, লাইভ চ্যাটে করলেন বড় খোলাসা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *