shikhar-dhawan-to-play-t20-in-nepal
Shikhar Dhawan | Image: Getty Images

২০১০ সালে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিলো শিখর ধাওয়ানের (Shikhar Dhawan)। দিল্লীর বাম হাতি ওপেনার এরপর এক দশকেরও বেশী সময় ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আন্তর্জাতিক আঙিনায়। টেস্ট অভিষেকে শতরান, ২০১৩’র চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা ক্রিকেটারের পুরষ্কার পাওয়ার মত নজির তিনি গড়েছেন ‘মেন ইন ব্লু’ জার্সিতে। ওয়ান ডে’তে ১৭টি শতরান ও ৬৭৯৩ রানের মালিক তিনি। টেস্টে ২০০০ ও টি-২০তেও ১০০০-এর বেশী রান করেছেন ধাওয়ান (Shikhar Dhawan)। বেশ কিছু ম্যাচে নেতৃত্বও দিয়েছেন দেশ’কে। ২০২২-এর বাংলাদেশ সফরের পর জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। প্রত্যাবর্তনের প্রয়াস করেছিলেন, কিন্তু পারেন নি নির্বাচকদের নজরে পড়তে। চলতি বছরেই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি।

Read More: আদালতের সমন পেলেন MS ধোনি, আইনি জটিলতার মুখে ‘ক্যাপ্টেন কুল’ !!

ভারত ছেড়ে এবার নেপালে গব্বর-

Shikhar Dhawan | Image: Getty Images
Shikhar Dhawan | Image: Getty Images

আইপিএল (IPL) থেকে দূরে সরে গেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাচ্ছেন না শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এবার প্রতিবেশী দেশ নেপালের মাটিতে ব্যাট হাতে নামার সিদ্ধান্ত নিলেন তিনি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কার মত নেপালেও এবার শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ। সেখানে কারনালি ইয়াকস (Karnali Yaks) দলের জার্সিতে মাঠে নামতে চলেছেন শিখর (Shikhar Dhawan)। ৩০ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর অবধি চলার কথা এই টুর্নামেন্ট। থাকছে আটটি দল। ৩২ ম্যাচের প্রতিযোগিতায় আইপিএলের মতই গ্রুপ পর্ব থাকছে। প্লে-অফ পর্বে থাকছে একটি এলিমিনেটর, দুটো কোয়ালিফায়ার ম্যাচ। শেষমেশ দুই কোয়ালিফায়ার ম্যাচের বিজয়ী দল দুটি মুখোমুখি হবে ফাইনালে।

চতুর্থ বিদেশী হিসেবে কারনালি ইয়াকস (Karnali Yaks) দলে যোগ দিয়েছেন ধাওয়ান। এর আগে পাকিস্তানের মহম্মদ হাসনাইন তালাত (Mohammad Hasnain Talat) হংকং-এর বাবর হায়াত (Babar Hayat) ও ওয়েস্ট ইন্ডিজের চ্যাডউইক ওয়াল্টনকে (Chadwick Walton) সই করিয়েছে নেপাল প্রিমিয়ার লীগের (NPL) দল। গতকাল কারনালি ইয়াকস দলের তরফ থেকে ইনস্টাগ্রামে শিখরের সইয়ের বিষয়টি ঘোষণা করা হয়। তাঁর ডাক নাম গব্বর। ক্যাপশনে রমেশ সিপ্পি নির্মিত ‘শোলে’ সিনেমার খলনায়কের বিখ্যাত সংলাপ ‘কিতনে আদমি থে’ লিখে শিখরকে (Shikhar Dhawan) স্বাগত জানায় ফ্র্যাঞ্চাইজি। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (NCA) তত্ত্বাবধানে আয়োজিত হতে চলা এই মেগা প্রতিযোগিতার প্রত্যেকটি ম্যাচ হবে কিরিটপুরের ত্রিভুবন ইউনিউভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।

দেখে নিন সেই সোশ্যাল মিডিয়া পোস্ট-

লেজেন্ডস লীগ খেলেছেন শিখর ধাওয়ান-

Shikhar Dhawan | Image: Getty Images
Shikhar Dhawan | Image: Getty Images

২০২৪-এর অগস্টে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ভারতীয় দলের পাশাপাশি আর কখনও যে আইপিএলেও (IPL) অংশ নেবেন না তাও স্পষ্ট করেন তিনি। যদিও অবসরের ঘোষণার পরে বেশীদিন বাইশ গজ থেকে দূরে থাকতে পারেন নি বাম হাতি ব্যাটার। অংশ নেন লেজেন্ডস লীগ ক্রিকেট লীগে। গুজরাত গ্রেটস (Gujarat Greats) দলের অধিনায়কত্ব সামলেছিলেন তিনি। বয়স হলেও দক্ষতায় যে মরচে ধরে নি তা প্রমাণ করেন সাদার্ণ সুপারস্টারসের বিরুদ্ধে। মাত্র ৩৭ বলে সম্পূর্ণ করেন অর্ধশতক। তাঁর ধুন্ধুমার ব্যাটিং সত্ত্বেও সেদিন ম্যাচ জিততে পারে নি গুজরাত গ্রেটস। ১৪৫-এর লক্ষ্য তাড়া করতে নেমে তারা নির্ধারিত ২০ ওভারে থেমেছিলো ৯ উইকেটের বিনিময়ে ১১৮ রানেই।

Also Read: IPL 2025: নেতৃত্বে তরুণ মুখ, মরসুম শুরুর আগে চমকে দেওয়ার মত ঘোষণা লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *