ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং ইউটিউবার-কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার (Dhanashree Verma) সম্পর্ক ভেঙে যাওয়ার পর বেশ কিছু সময় কেটে গিয়েছে। তবুও তাঁদের নাম এখনও শিরোনামে ঘুরে ফিরে আসে। ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন চাহাল ও ধনশ্রী, তবে ২০২২ সালের পর থেকেই দূরত্ব বাড়তে শুরু করে দু’জনের মধ্যে। অবশেষে, গত ২০ মার্চ মুম্বইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে পারস্পরিক সম্মতিতে তাঁদের বিবাহবিচ্ছেদ মঞ্জুর হয়।
চাহালকে বিয়ে দিচ্ছেন ধাওয়ান

প্রসঙ্গত, বিচ্ছেদের পরেও ধনশ্রী যেন আলোচনার কেন্দ্রে থাকতে ভালোবাসেন। সম্প্রতি ওটিটি রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ তিনি নিজের অতীত সম্পর্ক নিয়ে কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়। অনেকেই মনে করছেন, তাঁর সেই কথাগুলি চাহালকে নিয়েই বলা। আর এই নিয়েই নতুন করে আলোচনায় উঠে এসেছে প্রাক্তন দম্পতির নাম।
এই পরিস্থিতিতে রসিকতার মেজাজে মাঠে নামলেন চাহালের ঘনিষ্ঠ বন্ধু শিখর ধাওয়ান। সোশ্যাল মিডিয়ায় এক মজার রিল পোস্ট করেছেন তিনি, যেখানে রয়েছেন চাহাল এবং ধাওয়ানের নতুন প্রেমিকা সোফি শাইন। ভিডিওতে দেখা যায়, ধাওয়ান বলছেন, “তোমার বিয়েটাও আমি করিয়ে দেব, আগে আমারটা করতে দাও!”—আর সেই সঙ্গে দু’জনেই লিপ মিলিয়েছেন অমরেশ পুরীর বিখ্যাত সংলাপে। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে, আর ফ্যানদের মধ্যে শুরু হয় হাসি-ঠাট্টা।
মাহভাসের সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে চাহালের

যদিও ভিডিওটি নিছক মজার ছলে তৈরি, কিন্তু চাহাল এখন পুরোপুরি সিঙ্গল নন বলেই শোনা যাচ্ছে। গুজব রয়েছে, তিনি নাকি রেডিও জকি মহভাশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছেন। বিভিন্ন ক্রিকেট ইভেন্ট ও অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেছে একাধিকবার, যদিও কেউই আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেননি। অন্যদিকে, শিখর ধাওয়ানের জীবনেও এসেছে নতুন অধ্যায়। ২০১২ সালে আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করেছিলেন তিনি, এক দশক পর ২০২১ সালে সেই সম্পর্কের ইতি টানেন। তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে। তবে অতীত এখন অনেক পেছনে ফেলে, ধাওয়ান বর্তমানে আইরিশ গার্লফ্রেন্ড সোফি শাইনের সঙ্গে নতুন জীবনের পথে হাঁটছেন। চাহাল ও ধাওয়ানের বন্ধুত্ব বরাবরই ক্রিকেটপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয়। মাঠের বাইরে তাঁদের ঠাট্টা-মশকরা, বন্ধুত্ব আর ব্যক্তিগত জীবনেও বেশ খোশমেজাজে দেখা যায় দুজনকে।