ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সারা বছর ধরে বিভিন্ন টুর্নামেন্ট এবং দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। যার ফলে ক্রিকেটারদের ওপর কাজের চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এর ফলে তাদের চোট পাওয়ার প্রবণতাও বেড়ে গেছে বহুগুণ। তাই সময়ের আগেই অনেক ক্রিকেটারকে অবসর ঘোষণা করতে হয়। আবার মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মতো ক্রিকেটারকে আমরা ৪৩ বছর বয়সে আইপিএলের (IPL 2025) মঞ্চে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে দেখেছি। অন্যদিকে ৩৮ বছর বয়সে সমস্ত ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এবার তিনি আবারও ক্রিকেট মাঠে ফিরতে চলেছেন।
Read More: IND vs ENG 2nd Test: “উইকেট কে নেবে?” বুমরাহকে ছাড়াই মাঠে টিম ইন্ডিয়া, সাফল্য নিয়ে সংশয়ে নেটজনতা !!
মাঠে ফিরছেন ধাওয়ান-

২০২৪ সালের আগস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে সরে দাঁড়ান শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। দীর্ঘ ক্রিকেট যাত্রায় তিনি ভারতীয় দলকে এনে দিয়েছেন অসংখ্য সাফল্য। ওপেনার হিসেবে রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে গড়েছেন একাধিক রেকর্ড। ফলে তার অবসর ঘোষণায় হাজার হাজার সমর্থক হতাশ হয়েছিলেন। তবে আবারও খেলার মাঠে নতুন ভূমিকায় ফিরছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তাকে আসন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (World Championship of Legends) খেলতে দেখা যাবে।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের (WCL 2025) দ্বিতীয় মরসুম আসন্ন ১৮ জুলাই থেকে শুরু হবে। ভারত চ্যাম্পিয়ন, পাকিস্তান চ্যাম্পিয়ন, ইংল্যান্ড চ্যাম্পিয়ন, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন, দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন এবং ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ভারত চ্যাম্পিয়নের হয়ে মাঠে নামবেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) নেতৃত্বে গত বছর এই দল ট্রফি জয় করেছিল। এই বছরও বিশ্বকাপ জয়ী এই অলরাউন্ডারের অধিনায়কত্বে যাত্রা শুরু করবে ভারত চ্যাম্পিয়ন।
ধাওয়ানের আত্মজীবনী প্রকাশ-

শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করেছিলেন। তারপর একের পর এক মাইলস্টোন স্পর্শ করেছেন এই তারকা ব্যাটার। ক্রিকেট জীবনে তিনি অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে গেছেন। এই অভিজ্ঞতাই এবার বইয়ের পাতায় লিপিবদ্ধ করলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নিজের আত্মজীবনী প্রকাশ করেন এই তারকা ব্যাটসম্যান। বইটির নাম দিয়েছেন ‘দ্যা ওয়ান’।
এই বইয়ের বিষয়ে তিনি বলেন, “প্রতিটি জয় হেডলাইন হয় না। প্রতিটি পরাজয় স্কোরবোর্ডে দেখা যায় না। ‘দ্যা ওয়ান’ এই সবের মধ্যে থাকা গল্পগুলো তুলে ধরবে।” উল্লেখ্য শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ভারতের হয়ে ৩৪ টি টেস্ট ম্যাচে মোট ২৩১৫ রান সংগ্রহ করেছেন। এছাড়াও ১৬৭ ওডিআই ম্যাচে ৬৭৬৩ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তিনি ৬৮ টি টি-টোয়েন্টি ম্যাচে তুলে নিয়েছেন ১৭৫৯ রান।