আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে দেশ-বিদেশ জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। কিছুদিন আগেই তিনি লেজেন্ডস ক্রিকেট লীগে মঞ্চ মাতিয়াছিলেন এবার নেপালের মাটিতে নেপাল প্রিমিয়ার লিগে দুর্দান্ত প্রদর্শন দেখালেন বছর ৩৮-এর যুবক শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। সোমবার জনকপুর বোল্টসের বিরুদ্ধে কর্নালি ইয়াকসের হয়ে ব্যাট করতে নেমে ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৪ রান করে নেপাল প্রিমিয়ার লিগে নিজের অভিযান শুরু করেছিলেন। প্রথম ম্যাচে ব্যার্থ হলেও দ্বিতীয় ম্যাচে জাত চেনালেন শিখর।
নেপাল প্রিমিয়ার লিগে অর্ধ-শতরান হাঁকালেন গব্বর
প্রথম ওভার থেকেই চেনা ছন্দে ধরা দিলেন গব্বর, বুধবার কাঠমান্ডু গোর্খাসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে ব্যাট হাতে তান্ডব শুরু করেন তিনি। মাঠের বিভিন্ন প্রান্তে স্কোরিং শট খেলেছেন শিখর, কর্নালি ইয়াকসের হয়ে ওপেন করতে নেমে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। দলের বাঁকিরা ব্যার্থ হলেও ৫১ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন শিখর। ইনিংস জুড়ে ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ধাওয়ান’দের দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৯ রান বানাতে সক্ষম হয়, তবে ১৯.৩ ওভারে কাঠমান্ডু ৭ উইকেটের বিনিময়ে ১৫৩ রান তুলে ম্যাচ জিতে যায়।
Read More: Shikhar Dhawan: জীবনের নতুন ইনিংস শুরু করলেন শিখর ধাওয়ান, নতুন জীবনসঙ্গীকে পেয়ে আত্মহারা গব্বর !!
বিসিসিআইয়ের জন্যই অবসর নিতে হয়েছে শিখর ধাওয়ানকে। সে বিষয়ে কোন সন্দেহ নেই। আসলে শিখর ধাওয়ান একসময় ভারতীয় দলের তিন ফরম্যাটের ব্যাটসম্যান ছিলেন। তিন ফর্মাটেই তিনি রান বানাতে মাহির ছিলেন, তবে আস্তে আস্তে একটি করে ফরম্যাট তার ক্যারিয়ার থেকে মুছে যেতে শুরু করে। প্রথমেই টেস্ট ক্রিকেটে তার ইতি পড়ে, এরপর টি-টোয়েন্টি ফরম্যাটেও তাকে আর সুযোগ পেতে দেখা যায় নি। তরুণ তারকাদের ভিড়ে সাদা বলে ছোট ফরম্যাটে সুযোগ হারান গব্বর। এরপর তার একমাত্র সম্বল হিসেবে ওডিআই ফরমেটে খেলতে দেখা যেত। তবে শুভমান গিলের (Shubman Gill) দুর্দান্ত প্রদর্শনের পরে তাকে এই ফরম্যাট থেকে ছাটাই করে বিসিসিআই। বামহাতী তারকা ব্যাটসম্যান শিখর ধাওয়ান ভারতের জার্সিতে বেশ কয়েকটি ম্যাচ উইন্ডিং ইনিংস খেলেছেন। তাছাড়া, আসন্ন বছর অনুষ্ঠিত হতে চলা ‘চ্যাম্পিয়ন্স ট্রফির রাজা’ হিসাবেও পরিচিত ছিল ধাওয়ান। তবে গত দুই ‘চ্যাম্পিয়ন্স ট্রফির’ সর্বাধিক স্কোরকারী ধাওয়ানকে দলে দেখতে পাওয়া যাবে না।