৬,৬,৪,৪,৬… অবসর নিতে BCCI এর মুখে ঝামা ঘষলো শিখর ধাওয়ান, মাত্র এত বলে করলেন ৫২ !! 1

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। অবসরের পর তাকে এখন লিজেন্ডস লীগ ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে। ভারতীয় দলের গব্বর এখন আবার তার দাবাং স্টাইলে ক্রিকেটে কামব্যাক করলেন। গুজরাত গ্রেটস দলের খেলছেন ধাওয়ান। গুজরাত দলের নেতৃত্ব দিচ্ছেন শিখর ধাওয়ান। গতকাল সাউথার্ন সুপারস্টারদের বিরুদ্ধে ঝড় তুলেছিলেন ক্যাপ্টেন ধাওয়ান। তবে কঠিন পিচে ব্যাট হাতে ব্যার্থ হয় বাঁকি প্লেয়াররা তাই ধাওয়ানের দলের কাছে জয় পাওয়া সম্ভব হয়নি।

লেজেন্ড ক্রিকেট লিগে দুরন্ত ব্যাটিং করলেন ধাওয়ান

Shikhar Dhawan
Shikhar Dhawan | Image: Twitter

লেজেন্ড লীগের প্রথম ম্যাচে ধাওয়ান (Shikhar Dhawan) ২০ বলে ২১ রান বানিয়েছিলেন টয়াম হায়দ্রাবাদের বিরুদ্ধে। তবে গতকাল এই লিগের নিজের প্রথম অর্ধশতরান বানালেন তিনি। গতকাল ম্যাচে ধাওয়ান ৪৮ বলে ৩টি চার ও ৩ই ছক্কার বিনিময়ে ৪৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন। শিখর তার দলকে জয়ের পথে নিয়ে যেতে পারেননি তবে তার এই ইনিংসের পরে ভক্তরা খুব খুশি দেখাচ্ছিল। ৩৭ বলে অর্ধশতাধিক রান পূর্ণ করেন তিনি। এরপর ব্যাটে বল লাগাতে ব্যার্থ হচ্ছিলেন তিনি তাই ৪৮তম বলের মাথায় হারান নিজের উইকেট।

এই লিগের চতুর্থ ম্যাচটি যোধপুরের বরকতুল্লাহ খান স্টেডিয়ামে সাউদার্ন সুপারস্টার এবং গুজরাট গ্রেটসের মধ্যে খেলা হয়েছিল। এই ম্যাচের কথা বলতে গেলে, ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান বানায় সাউদার্ন সুপারস্টার। দলের হয়ে সর্বাধিক ২৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন চতুরঙ্গ ডি সিলভা। রান তাড়া করতে এসে ১৬তম ওভারের তৃতীয় বলে শিখর আউট হবে। সেইসময় দলের জেতার জন্য প্রয়োজন ছিল ৪৫ রানের তবে বাঁকি ব্যাটসম্যানরা আর মাত্র ১৯ রান বানিয়েই সব উইকেট হারিয়ে ফেলে।

শিখর ধাওয়ানের ক্যারিয়ার

Shikhar Dhawan, bcci
Shikhar Dhawan | Image: Getty Images

শিখর ধাওয়ান ভারতের হয়ে ৩৪ টি টেস্ট, ১৬৭ টি ওডিআই এবং ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্ট ফরম্যাটে ২৩১৫ রান বানিয়েছেন। ওডিআই ফরম্যাটে ৬৭৯৩ রান বানিয়েছেন এবং ১৫৫৯ রান বানিয়েছেন ধাওয়ান। এমনকি, আইপিএলে তিনি দ্বিতীয় সর্বাধিক রান স্কোরার। ধাওয়ানের ব্যাট থেকে এসেছে ৬৭৬৯ রান।

Read Also: Shikhar Dhawan: শীঘ্রই রুপালি পর্দায় প্রকাশ পাচ্ছে শিখর ধাওয়ানের বায়োপিক, আয়েশার চরিত্রে থাকছেন এই অভিনেত্রী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *