এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেডারে টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। 1xBet নামে একটি বেআইনি বেটিং অ্যাপের সাথে জড়িত থাকা ও আর্থিক তছরুপের বিষয়ে তাঁকে জেরা করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই সমন পাঠানো হয়েছে ক্রিকেটতারকাকে। বৃহস্পতিবারই সংস্থার দিল্লী অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিতে হবে তাঁকে, সংবাদসংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে ইডি’র অভ্যন্তরের এক সূত্র। “উনি জবানবন্দি দিলে তা ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের’ (PMLA) আওতায় নথিবদ্ধ করা হবে,” জানিয়েছেন তিনি। সম্প্রতি বেআইনি বেটিং অ্যাপগুলির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে শুরু হয়েছে ধড়পাকড়। ইডি’র তদন্তে উঠে এসেছে ধাওয়ান-সহ (Shikhar Dhawan) একাধিক ক্রিকেট তারকার নাম।
Read More: এশিয়া কাপের আগেই স্বস্তি, ধর্ষণের মামলা থেকে মুক্তি পেলেন এই তরকা ক্রিকেটার !!
ধাওয়ানকে জিজ্ঞাসাবাদ করবে ED-

সংশ্লিষ্ট বেটিং অ্যাপটির বিরুদ্ধে অভিযোগ যে তারা আসল উদ্দেশ্য গোপন করে প্রচার চালাত। প্রাথমিক তদন্তে ইডি (ED) জানতে পেরেছে যে নামের আড়ালে একাধিক নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করা চলত ব্যবসা। যা আদতে আইন বিরুদ্ধ। দেশের সাধারণ মানুষ এবং ইনভেস্টরদের সাথে আর্থিক প্রতারণা করেছে তারা। তথ্যপ্রযুক্তি আইন, বৈদেশিক মুদ্রা আইন, আর্থিক তছরুপ রোধী আইন (PMLA) ভাঙার অভিযোগও রয়েছে ঐ সংস্থার বিরুদ্ধে। এমনকি কোটি-কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্যও কাঠগড়ায় তারা। ইডি মনে করছে যে বিজ্ঞাপনের জন্যই ধাওয়ানকে (Shikhar Dhawan) ব্যবহার করেছিলো 1xBet। ক্রিকেট তারকার সাথে বেআইনি বেটিং অ্যাপের সম্পর্ক ঠিক কতটা গভীরে তা নিয়ে তাঁকে প্রশ্ন করবেন তদন্তকারী অফিসারেরা, খবর মিলেছে সূত্র মারফত।
বেআইনি বেটিং কাণ্ডে ইতিমধ্যে নাম জড়িয়েছে দেশের একঝাঁক সেলিব্রেটি’র। মে মাসে তেলেঙ্গানা পুলিশ অভিযোগ নথিভুক্ত করেছিলো বিনোদন জগতের ২৫ জন তারকার বিরুদ্ধে। সেই তালিকায় নাম ছিলো রাণা ডাগ্গুবাতি (Rana Daggubati), প্রকাশ রাজদের (Prakash Raj) মত হাইপ্রোফাইল অভিনেতাদেরও। ইডি’র সমনও পেয়েছিলেন রাণা। হায়দ্রাবাদে ইডি’র দপ্তরে গিয়ে হাজিরা দিয়েছেন বাহুবলীখ্যাত চিত্রতারকা। রাণা ও প্রকাশ-দু’জনেই অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। দেশের যে অঞ্চলে ‘অনলাইন স্কিল-বেসড গেমিং’ আইনসিদ্ধ, সেখানেই প্রচার চালিয়েছেন তাঁরা, যুক্তি সাজিয়েছেন দুই তারকা। তাঁদের পাশাপাশি দক্ষিণী সিনেমার পরিচিত মুখ মাঞ্চু লক্ষ্মী, নিধি আগরওয়াল ও সঞ্চালিকা শ্রীমুখীও রয়েছেন তদন্তকারী সংস্থা নজরে।
সুরেশ রায়নাকেও তলব ED’র-

ধাওয়ানের (Shikhar Dhawan) মতই আরেক প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না’ও (Suresh Raina) রয়েছেন ইডি’র নিশানায়। গত মাসে তাঁকেও তলব করেছিলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আট ঘন্টা ধরে প্রশ্ন করা হয় তাঁকে। “বেটিং অ্যাপের পক্ষ থেকে কীভাবে তাঁর সাথে যোগাযোগ করা হয়েছিলো, কীভাবে তাঁকে অর্থ দেওয়া হয়েছিলো, তাঁরা ট্যাক্স’ও কোথায় দিয়েছিলো তা নিয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছিলো। বেশ কিছু আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন করা হয়,” সংবাদসংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানিয়েছেন এক সূত্র। 1xBet, Parimatch, Lotus 365-এর মত বেআইনি বেটিং অ্যাপের হয়ে বিজ্ঞাপন করেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, যুবরাজ সিং, অভিনেতা সোনু সুদ, উর্বশী রৌতেলারাও। গত জুন মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়তে হয়েছিলো তাঁদেরও।
Also Read: মাথায় ধোনির হাত থাকায় এশিয়া কাপে পেয়েছেন এন্ট্রি, না হলে রঞ্জি খেলারও যোগ্য নন এই তারকা !!