বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শিখর ধাওয়ান, এই বলিউড অভিনেত্রীর সাথে ঘুরবেন সাত পাক !! 1

Shikhar Dhawan: গত কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে যুজভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রী ভার্মার (Dhanashree Verma)। জনপ্রিয় তারকা জুটি সমাজ মাধ্যমে ট্রোলের মুখে পড়েছে। আসলে, দুজনকে নিয়ে সমাজ মাধ্যমে বিচ্ছেদের কথা উঠে এসেছে। আর তার পর থেকেই সমাজ মাধ্যমে বেশ ট্রোল হয়েছে এই জুটি। ধনশ্রী ও চাহালের বিবাহ বিচ্ছেদের মাঝে উঠে এসেছে নতুন এক সম্পর্কের নাম। তালিকায় নাম জড়িয়েছে ভারতীয় দলের তারকা ওপেনারের নাম।

খবরের শিরোনামে উঠে এসেছেন শিখর

Shikhar Dhawan
Shikhar Dhawan | Image: Twitter

এই ক্রিকেটার আর কেউ নন, তিনি হলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। শিখর আপাতত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে অবসর জীবন পালন করছেন। তারকা খেলোয়াড়কে নিয়ে বলতে গেলে। তিনি ভারতীয় দলের হয়ে একসময়ে তিন ফরম্যাটে দাপিয়ে ক্রিকেট খেলে বেড়িয়েছেন। তবে, সময়ের সাথে সাথে দলে নিজের জায়গাও হারিয়ে ফেলেছিলেন। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের নাম সম্প্রতি বলিউড অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে উঠে এসেছে। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে দুজনের বেশ কয়েকটি ছবি।

Read More: গম্ভীরে আস্থা নেই BCCI-এর, চূড়ান্ত টিম ইন্ডিয়ার নয়া কোচের নাম !!

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, একটি সুইমিং পুলে শিখর ও হুমাকে একসাথে দেখা যাচ্ছে। প্রাথমিক ভাবে ভারতীয় ক্রিকেটার এই ছবি প্রসঙ্গে ওয়াকিবহাল না হলেও সমর্থকদের মুখে এই সম্পর্কের গুঞ্জন শুনেছে। সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে নির্মিত। এর আগে কিছুদিন আগেই মোহাম্মদ শামি এবং সানিয়া মির্জার সম্পর্কের কথা উঠে এসেছিল। দুজনেরই এই AI নির্মিত ফটো বেশ ভাইরাল হয়েছিল।

হুমা কুরেশির সঙ্গে সম্পর্কে গড়লো ধাওয়ান

Shikhar dhawan
Shikhar Dhawan and Huma Qureshi | Image: Twitter

প্রসঙ্গত, ২০১২ সালে আয়েশা মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তাঁদের মধ্যে বয়সের বেশ পার্থক্য ছিল এমনকি শিখরকে বিয়ে করার আগে আয়েশা আরও একটি বিবাহ করেছিল যার ফলে তাদের সম্পর্কের সূচনা থেকে তারা খবরের শিরোনামে ছিল। তাদের বৈবাহিক জীবন সমাপ্ত হয়েছিল ৮ বছরের মধ্যে। সূত্রের খবর, সম্পত্তি সংক্রান্ত সমস্যার কারণে বিচ্ছেদ হয়েছিল দুজনের।

যদিও, এরপর থেকে আর শিখরকে অন্য কোনো সম্পর্ক কিংবা আর বিয়ে করতেও দেখা যায়নি। তার জোরাওয়ার নামে তাঁর এক পুত্রসন্তানও রয়েছে। যদিও সে তার মায়ের সাথে অস্ট্রেলিয়াতেই থাকে। অন্যদিকে শিখর ধাওয়ানের কথা বলতে গেলে, ৩৪ টেস্ট, ১৬৭ ওডিআই এবং ৬৮ টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন। ভারতের হয়ে ওডিআই ফরম্যাটে শিখর ৬৭৯৩ রান বানিয়েছেন, তাছাড়া টেস্টে ২৩১৫ রান এবং টি-টোয়েন্টিতে ১৭৫৯ রান বানিয়েছেন।

Read Aslo: Shikhar Dhawan: সাফল্যের শিখরে শ্রেয়স আইয়ার, ২০২৪-তে তারকা ক্রিকেটারের ঝুলিতে চার-চারটি ট্রফি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *