"চা কেমন লাগলো?..", পাকিস্তানে ভারতীয় সেনার মিসাইল হামলার পর শহীদ আফ্রিদিকে বার্তা শিখর ধাওয়ানের !! 1

ভারত বনাম পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি যত সময় যাচ্ছে আরও জটিল হয়ে উঠছে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাত বিশ্ব রাজনৈতিক মঞ্চে হ‌ইচ‌ই ফেলে দিয়েছে। প্রত্যুত্তর দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। এই আবহে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) পোস্ট ভাইরাল হয়েছে। এর আগে এই ভারতীয় তারকা ব্যাটসম্যান শহীদ আফ্রিদির (Shahid Afridi) সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। ফলে “অপারেশন সিঁদুর’ নিয়ে ধাওয়ানের মন্তব্য আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছে।

Read More: IPL 2025: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে চিন্তায় বিসিসিআই, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ইডেন !!

ধাওয়ানের স্পষ্ট বার্তা-

"চা কেমন লাগলো?..", পাকিস্তানে ভারতীয় সেনার মিসাইল হামলার পর শহীদ আফ্রিদিকে বার্তা শিখর ধাওয়ানের !! 2
Shikhar Dhawan | Images: Instagram

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে নিরীহ পর্যটকদের ওপর নির্মমভাবে গুলি চালায় এক জঙ্গি সংগঠন। এরপর এই জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগাযোগ রয়েছে বলে অভিযোগ সামনে আসে। কিন্তু পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি (Shahid Afridi) ভারতীয় সেনাবাহিনীদের ওপর দোষ চাপিয়ে অপমানজনক মন্তব্য করেন। এরপরেই শিখর ধাওয়ান (Shikhar Dhawan) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যোগ্য জবাব দিয়েছিলেন। তিনি আফ্রিদিকে নিজের দেশকে নিয়ে ভাবনাচিন্তা করার পরামর্শ দেন। এরপর শহীদ আফ্রিদি চা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে ভারতীয় সেনা অভিনন্দন বর্তমানের স্মৃতি উস্কে দেন। ফলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিতর্কের ঝড় ওঠে। অন্যদিকে গতকাল রাতে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি মিসাইল হামলায় নিশ্চিহ্ন করে দিয়েছে ভারতীয় সেনা। “অপারেশন সিঁদুর’ সফল হ‌ওয়ার পর সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন একাধিক ভারতীয় ক্রিকেটার। এর সঙ্গেই শিখর ধাওয়ান (Shikhar Dhawan) পোস্ট সামনে এসেছে। তিনি লিখেছেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে ভারত। ভারতমাতার জয় হোক।”

যুদ্ধ আবহে মুখোমুখি কলকাতা-চেন্নাই-

"চা কেমন লাগলো?..", পাকিস্তানে ভারতীয় সেনার মিসাইল হামলার পর শহীদ আফ্রিদিকে বার্তা শিখর ধাওয়ানের !! 3
KKR vs CSK | Images: Getty Images

সীমান্তে যুদ্ধের আবহে আজ ইডেন গার্ডেন্সে আইপিএলের (IPL 2025) আরও একটি হাইভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের (Kolkata Knight Riders vs Chennai Super Kings) বিপক্ষে মাঠে নামতে চলেছে। ১১ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ইতিমধ্যেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে চেন্নাই। তবে ১১ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের দৌড়ে লড়াই চালাচ্ছে কলকাতা। শেষ চারে পৌঁছাতে হলে নাইট বাহিনীদের বাকি ম্যাচগুলিতে জয় ছিনিয়ে নিতে হবে। ফলে চেন্নাইয়ের বিপক্ষে কোনোরকম ভুল করতে চাইছেন না আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। অন্যদিকে যুদ্ধ আবহের মধ্যে এই হাইভোল্টেজ ম্যাচের জন্য নিরাপত্তার জন্য বাড়তি ব্যাবস্থা নিচ্ছে বিসিসিআই (BCCI)।

Read Also: IPL 2025: চোটের কারণে চেন্নাইয়ের বিপক্ষে নেই তারকা ব্যাটসম্যান, নাইট শিবিরে চিন্তার ভাঁজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *