"এটা কোনোভাবেই মানা যায়না..." বাংলাদেশে হিন্দু বিধবাকে গণধর্ষণের অভিযোগে ক্ষোভ উগরে দিলেন ধাওয়ান !! 1

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বেড়েই চলেছে। এবার ঝিনাইদহের কালীগঞ্জে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। এক হিন্দু বিধবা মহিলার উপর পাশবিক নির্যাতনের অভিযোগ উঠে এসেছে। মহিলাকে গণধর্ষণের পর বেঁধে চুল কেটে দেওয়া হয় এবং সেই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয়। সূত্রের দাবি, এই নির্যাতনের সূত্রপাত আড়াই বছর আগে থেকে। তিনি অভিযুক্ত শাহিন ও তার ভাইয়ের কাছ থেকে জমি ও বাড়ি কেনেন। এরপর থেকেই তাঁর উপর কুপ্রস্তাব ও মানসিক চাপ বাড়তে থাকে।

এমনকি, এই হয়রানির বিরুদ্ধে মুখ খুলতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। শনিবার সন্ধ্যায় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত শাহিন ও তার সঙ্গী হাসান জোর করে বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করে। এরপর ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় তাঁর আত্মীয়দের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় প্রকাশ্য অপমান। ভুক্তভোগী মহিলা চিৎকার করলে তাঁকে গাছে বেঁধে চুল কেটে দেওয়া হয়। সেই দৃশ্য ভিডিও করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে।

Read More: রহস্যময়ীর সঙ্গে প্রেম আদান-প্রদান শ্রেয়সের, ভিডিও ভাইরাল হতেই শুরু চর্চা !!

বাংলাদেশের ঘটনায় মেজাজ হারালেন ধাওয়ান

SHIKHAR DHAWAN, ipl 2024 শিখর ধাওয়ান
Shikhar Dhawan | Image: Getty Images

কয়েক সপ্তাহ আগে দিপু দাস নামে একজন হিন্দু শ্রমিককে হত্যা করার পর থেকেই বেড়েছে জল্পনা। আবার, বাংলাদেশের এই হাড় হিম করা ঘটনা সমাজ মাধ্যমে বেশ জল্পনা তৈরি করেছে। দিনের পর দিন চলতো নির্যাতন, নির্যাতনের জেরে অবশেষে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, প্রথমে মানসিক আতঙ্কের কারণে বিস্তারিত ভাবে কিছুই জানাতে পারেননি তিনি। এরপর মেডিক্যাল পরীক্ষা করা হলে শারীরিক নির্যাতনের প্রমাণ পাওয়া যায়, এরপর শাহীন ও তাঁর ভাইয়ের নামে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। দোষী দের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। গত জুলাই মাসে সিঙ্গাপুরে বিদ্রোহের আয়োজক শরিফ উসমান হাদির মৃত্যু পর থেকেই প্রতিবেশী দেশ বাংলাদেশে এ ধরনের বিক্ষোভ শুরু হয়।

বাংলাদেশে এই হিন্দু বিধবার উপর নৃশংস হামলার কথা পড়ে হৃদয় বিদারক সাবেক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানও (Shikhar Dhawan)। ভারতীয় তারকা ক্রিকেটার বাংলাদেশে ঘটে যাওয়া এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং মন্তব্য করে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বাংলাদেশে একজন হিন্দু বিধবার উপর নৃশংস হামলার কথা পড়ে হৃদয় বিদারক। যে কারো বিরুদ্ধে, যে কোনও জায়গায় এই ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য। ভুক্তভোগীর জন্য ন্যায়বিচারের জন্য প্রার্থনা (করি) এবং  সমর্থন প্রার্থনা (করি)।” অন্যদিকে শিখর তাঁর দীর্ঘদিনের বান্ধবী সোফি শাইনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলেই সূত্রের দাবি। খুব শীঘ্রই দিল্লিতে জাকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হবে সেই বিবাহ অনুষ্ঠান।

Read Also: “দেখলেই অনেক কিছু…” বিরাট কোহলির উপর ফিদা বৈষ্ণবী শর্মা, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *