Shikhar Dhawan: সদ্য জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। আর পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনাকে ঘিরে পাকিস্তানের মাটিতে ফের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি উঠেছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু বেশ কিছু পাকিস্তানি ক্রিকেটার ইতিমধ্যেই ভারতকে পাল্টা আক্রমণ করতে শুরু করে দিয়েছে। প্রাক্তন পাকিস্তানি ক্যাপ্টেন শহীদ আফ্রিদি (Shahid Afridi) এক অনুষ্ঠানে গিয়ে জানান যে ভারতের ভুলেই পহেলগাঁও কাণ্ড ঘটেছে।
বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনামে শহীদ আফ্রিদি

আফ্রিদি তাঁর বয়ানে বলেন, “ভারতের ভুলের কারণেই পহেলগাঁওয়ে এই কান্ড ঘটেছে। তবে, তারা পাকিস্তানকে দোষারোপ করতে শুরু করে দিয়েছে।” পাকিস্তান ও নিজ ধর্মের প্রতি অনুনয় দেখিয়ে আফ্রিদি আরও বলেন, “ইসলাম আমাদের শান্তি শেখায়। পাকিস্তান এই সব ঘটনাকে কোনোদিন সমর্থন করে না। ভারতীয়দের এই ঘটনার দায় নেওয়া উচিত। ওরা নিজেরাই সন্ত্রাসবাদ চালাচ্ছে। ওরা নিজেরাই নিজেদের লোকেদের খুন করেছে এবং এখন পাকিস্তানের উপর দোষ চাপাচ্ছে। আমরা সবসময় শান্তির পক্ষেই থেকেছি। ইসলাম সবসময় শান্তি শেখায়। আমরা ভারতের সঙ্গে সবসময় সুসম্পর্ক রাখার চেষ্টা করে এসেছি।” তিনি আরও বলেন, “ভারতে বাজি ফাটলেও দোষ চাপানো হয় পাকিস্তানের উপর। কাশ্মীরে প্রায় ৮ লক্ষের বেশি সেনারা রয়েছেন তবুও এমন ঘটনা ঘটেছে, তার অর্থ একটাই, তারা তারা এতটাই নিষ্কর্মা আর অপদার্থ যে, সাধারণ মানুষকে নিরাপত্তা দিতেও তারা ব্যার্থ হয়েছে।”
Read More: Shikhar Dhawan: শিখর ধাওয়ানের প্রেমে পাগল এই বিদেশিনী, দুবাই হয়ে ভারতে হাজির !!
আফ্রিদিকে পাল্টা জবাব দিলেন ধাওয়ান

তবে শহীদ আফ্রিদির বয়ানে মেজাজ হারান প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। আফ্রিদির দেওয়া বয়ানের তীব্র জানিয়ে ধাওয়ান বলেন, “বাজে না বকে যত টুকু বুদ্ধি মাথায় আছে সেটা নিজের দেশের উন্নতিতে কাজে লাগাও।” পাশাপাশি, এক্স হ্যান্ডেলে আফ্রিদিকে ট্যাগ করে একটি পোস্টে গব্বর লেখেন, “কার্গিলে হারিয়েছিলাম। তোমরা এমনিতেই নিচের দিকে পড়ে আছো। তোমরা যে আরও কত নীচে নমবে তা কে জানে। বাজে না বকে যতটা বুদ্ধি মাথায় আছে সেটা দেশের কাজে লাগাও। ভারত সরকারের প্রতি আমরা গর্ব বোধ করি। জয় হিন্দ।” তবে গব্বরকে কটাক্ষ করে আফ্রিদি আরও লেখেন, “এসব হার জিতের কথা ছাড়ো। চলে তোমাকে এক কাপ চা খাওয়াই।” প্রসঙ্গত, ২০১৯ সালের বালাকোট এয়ারস্ট্রাইকের পর বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের পাকিস্তানে আটকে যাওয়ার প্রসঙ্গে আফ্রিদি যে ধাওয়ানকে (Shikhar Dhawan) কটাক্ষ করেছেন তা আর বুঝতে বাঁকি নেই।