বেশ কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। কাশ্মীরের পেহেলগাঁওতে যে মর্মান্তিক হামলা হয়েছে তা নিয়ে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির (Shahid Afridi) সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন শিখর। দুজনের মধ্যেই সমাজ মাধ্যমে বাক্যের লড়াই দেখতে পাওয়া গিয়েছে। এর পাশাপাশি, ব্যাক্তিগত জীবনে আশার আলো পেলেন শিখর ধাওয়ান। ২০২৩ সালে বিবাহ বিচ্ছেদের পর একাকীত্ব জীবন কাটিয়েছেন শিখর।
ধাওয়ানের জীবনে এন্ট্রি নিলেন রূপসী নারী

শুধু তাই নয়, ছেলের সাথেও ঠিকঠাক যোগাযোগ করতে পারতেন না শিখর। তা নিয়েও বেশ কয়েকবার মানসিক অবসাদের কথা জানিয়েওছেন। তবে সব কিছু অতিক্রম করে শেষমেশ নতুন প্রেমের ছোঁয়া লাগল ভারতের তারকা ব্যাটারের জীবনে। সূত্রের খবর, নতুন করে প্রেমে পড়েছেন গব্বর। আন্তর্জাতিক ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ থেকে অবসর নিয়েছেন শিখর ধাওয়ান। তবে প্রেমের ময়দানে নতুন ইনিংস শুরু করলেন শিখর।
Read More: বয়সের কারচুপি করে আইপিএল খেলছেন এই ৩ তারকা, তালিকায় প্রাক্তন KKR ক্যাপ্টেনও !!
বেশ কিছুদিন ধরেই শিখর ধাওয়ানের নতুন প্রেম নিয়ে বেশ জল্পনা চলছিল। এবার সেই সম্পর্কে সিলমোহর দিলেন গব্বরের সেই গুজবি গার্লফ্রেন্ড। আসলে, বেশ কিছুদিন ধরে শিখর ধাওয়ান এবং আইরিশ মডেল সোফি শাইনকে। এবার গোটা বিশ্বের সামনেই নিজেদের সম্পর্কের খবর শিকার করলেন সোফি। শিখর ধাওয়ানের সঙ্গে সোফিকে একসাথে বেশ কয়েকবার দেখা গিয়েছিল। আর ইনস্টাগ্রামে শিখর ধাওয়ান একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি নিজের এবং সোফির একটি ছবি পোস্ট করেন। আর সেই ছবিতে কমেন্ট করে সোফি লিখেছেন ‘মাই লাভ’। যদিও সরাসরি লাভ কথাটি ব্যাবহার করেননি সোফি, তিনি লাল রঙের একটি হার্ট ইমোজি দেন তিনি।
সোফি শাইনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ধাওয়ান

শিখরের নতুন গার্লফ্রেন্ড সম্পর্কে বলতে গেলে, আয়ারল্যান্ডের বাসিন্দা হলেন সোফি শাইন। তিনি একজন আইরিশ প্রোডাক্ট কনসালটেন্ট, যিনি বর্তমানে আবু ধাবির নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনে সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত। পাশাপশি, সোফি আয়ারল্যান্ডের লিমেরিক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টে স্নাতক এবং ক্যাসেলরয় কলেজ থেকেও পড়াশোনা করেছেন। প্রসঙ্গত, গব্বর ও সোফিকে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫’এর মঞ্চে দেখা গিয়েছিল। পাশাপাশি বসেই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ উপভোগ করেছেন দুজনেই। তাছাড়াও, দুজনকে বেশ কয়েকটি রিলেও একসাথে দেখা যায়।