মঙ্গলবার টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান ও শ্রেয়স আইয়ার আহমেদাবাদ পৌঁছে ভারতীয় দলে যোগ দিয়েছেন। এই দুই ক্রিকেটারই নিজেদের প্রস্তুতির জন্য চলতি বিজয় হাজারে ট্রফিতে খেলছিলেন। এবার জাতীয় দলের হয়ে নিজেদের পারফর্মেন্স উন্নত করতে চাইবে এই দুই ক্রিকেটার। কিন্তু প্রচুর অর্থ থাকা সত্ত্বেও বিমান বা চাটার্ড ফ্লাইটে আসেননি তারা।
জানা গিয়েছে, শিখর ও শ্রেয়স উভয় খেলোয়াড়ই রাস্তা দিয়ে টানা ১১ ঘন্টা দীর্ঘ গাড়িতে ভ্রমণ করেছিলেন। শিখর ধাওয়ান নিজেই নিজের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই তথ্য দিয়েছেন। টুইটারে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “টিম ইন্ডিয়ার সাথে ফিরে এসে ভালো লাগছে, শ্রেয়াস আয়ারের সাথে এখনও শান্ত মেজাজে রয়েছি।” এই ছবিতে ধাওয়ানের সাথেও আইয়ারকে দেখা গিয়েছে।
Playing it cool with Mr Iyer 😎 Great to be back with Team India 🇮🇳 @ShreyasIyer15 pic.twitter.com/DKYgo2gf0k
— Shikhar Dhawan (@SDhawan25) March 2, 2021
বলা বাহুল্য, চলতি টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে, যার প্রথম ম্যাচটি আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এর আগে দুইজন খেলোয়াড়ই নিজ নিজ রাজ্য দলের জৈব বলয় থেকে বেরিয়ে টিম ইন্ডিয়ার সাথে যোগ দিয়েছেন। দুই খেলোয়াড়ের নাম টি টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে দলে রয়েছে। ধাওয়ান ও আইয়ার দুজনেই বিজয় হাজারে ট্রফি খেলে আহমেদাবাদ পৌঁছেছেন।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় টি-টোয়েন্টি দল – বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), কে এল রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, নভদীপ সাইনী, শার্দূল ঠাকুর।