ভারতীয় ক্রিকেট তারকা শিখর ধাওয়ান (Shikhar Dhawan) আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন। আপাতত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শিখর। সদ্য সমাপ্ত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শিখর ধাওয়ান। যে কারণে দুবাইতে বেশ কয়েকটি ম্যাচে ধাওয়ানকে দেখতেও পাওয়া গিয়েছিল। শুধু ধাওয়ানকে নয়, দুবাইতে ভারত বনাম বাংলাদেশের (IND vs BAN) মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ম্যাচে এক রহস্যময়ী মেয়ের সাথে দেখা গিয়েছিল। শিখর ও সেই রহস্যময়ী নারীর ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয় সমাজ মাধ্যমে।
রহস্যময় নারীর সাথে জল্পনা শুরু শিখর ধাওয়ানের

এই রহস্যময় মেয়েটি হলেন আয়ারল্যান্ডের সোফি শাইন। তবে সম্প্রতি শিখর ধাওয়ানকে সোফির সাথে দুবাইতে নয় তাদের একসাথে একটি বিয়েতেও দেখতে পাওয়া গিয়েছে। দুজনকে একসাথে যেমন দেখা গিয়েছে তেমন দুজনের মধ্যে বেশ ঘনিষ্ট মুহূর্ত দেখতে পাওয়া গিয়েছে। শিখরকে সোফির কোমরে হাত দিয়ে থাকতে দেখা গিয়েছে। তারপর থেকেই সমাজ মাধ্যমে ভিডিওটি সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।
Read More: আইপিএলের আগেই মাথায় হাত ভক্তদের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তারকা ক্রিকেটার !!
প্রকাশ্যে আসা ভিডিওটি শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan) কালো এবং নেভি ব্লু রঙের স্যুট পরে থাকতে দেখা গিয়েছে। এমনকি তাঁর পাশেই সোফিকে দেখতে পাওয়া গিয়েছে। সোফি একটি প্রি-ড্রেপড বেইজ শাড়ি পড়তে দেখা গিয়েছিল। সেই সময়েই ধাওয়ানকে তাঁর কোমরে হাত রাখতে দেখা যায়। তারপরেই সোফির দিকে তাকিয়ে ধাওয়ান হাততালি দিয়ে ওঠেন তো সোফি সেখানে বেশ লজ্জা পান।
বিয়েতে একসাথে দেখা গিয়েছে ধাওয়ান ও সোফিকে

সোফি তার ইনস্টাগ্রামে বিয়ের বেশ কিছু ঝলক পোস্ট করেন। যদিও ধাওয়ানকে সেই ফটোর ভিতর দেখতে পাওয়া যায়নি। পোস্ট দেখে বোঝা গিয়েছে যে এটি সোফির বন্ধুর কোনো বিয়ের অনুষ্ঠান। ছবি শেয়ার করে সোফি লিখেছেন, “সবচেয়ে সুন্দরী কনে মলি সান্ধু এবং তার স্বামী হরপ্রীত ব্রারকে অভিনন্দন জানাই। যিনি ভারতে আসার সময় আমাকে প্রথমবারের মতো পাঞ্জাবি বলতে শিখিয়েছিলেন! তোমাদের দুজনেরই সুস্বাস্থ্য, ভালোবাসা এবং সুখের আজীবন কামনা করি।” প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে বিমানবন্দরে দুজনকে একসাথে দেখা গিয়েছিল, যা তাদের সম্পর্কের গুজবকে আরও উস্কে দেয়। এই নিয়ে মোট তিনবার এই জুটিকে দেখতে পাওয়া গেল।