ভিডিও: রাহুলের রান অাউটে রেগে গেলেন কোচ শাস্ত্রী! 1

কলম্বো: ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শুরুটা ভালোই করল ভারত। এ দিন, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। দ্বিতীয় টেস্টেই প্রথম এগারোয় ফেরেন লোকেশ রাহুল। লোকেশ রাহুলের সঙ্গে ব্যাট করতে নামেন শিখর ধাওয়ান।  প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাট করেও বাদ যেতে হয় অভিনব মুকুন্দকে। শুরু থেকে রান তোলার লক্ষ্যে থাকা টিম ইন্ডিয়া লাঞ্চ বিরতিতে যায় ১ উইকেটে ১০১ রান নিয়ে।

ভিডিও: রাহুলের রান অাউটে রেগে গেলেন কোচ শাস্ত্রী! 2 ভিডিও: রাহুলের রান অাউটে রেগে গেলেন কোচ শাস্ত্রী! 3 ভিডিও: রাহুলের রান অাউটে রেগে গেলেন কোচ শাস্ত্রী! 4

ভিডিও: রাহুলের রান অাউটে রেগে গেলেন কোচ শাস্ত্রী! 5
কে এল রাহুল
ভিডিও: রাহুলের রান অাউটে রেগে গেলেন কোচ শাস্ত্রী! 6
কে এল রাহুল

শ্রীলঙ্কার হয়ে অভিষেক হয় পুষ্পকুমারার। পিচের যা চরিত্র তাতে প্রথম দু’দিন ব্যাটিং সহায়ক থাকবে কলম্বোর উইকেট। যে কারণে টস জেতাটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রথম টেস্ট জিতে ১-০তে সিরিজে এগিয়ে রয়েছে ভারত। তার মধ্যে দ্বিতীয় টেস্টে টস জেতাটা ম্যাচের শুরুতেই অনেকটা এগিয়ে যাওয়া তা বলা যেতে পারে।

ভিডিও: রাহুলের রান অাউটে রেগে গেলেন কোচ শাস্ত্রী! 7 ভিডিও: রাহুলের রান অাউটে রেগে গেলেন কোচ শাস্ত্রী! 8 ভিডিও: রাহুলের রান অাউটে রেগে গেলেন কোচ শাস্ত্রী! 9 ভিডিও: রাহুলের রান অাউটে রেগে গেলেন কোচ শাস্ত্রী! 10

প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুরন্ত ১৯০ রানের পর শিখরের ওপরই ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। লোকেশ রাহুলকে দলে ফেরাতেই হত। ৩৭ বলে ৩৫ রান করে পেরেরার বলে এলবিডব্লু হয়ে প্যাভেলিয়নে ফেরেন শিখর ধাওয়ান। সুস্থ হয়ে ফিরে ব্যাট হাতে কিছুটা হলেও সফল লোকেশ। তবে লাঞ্চের পর লোকেশ রাহুল ৫৭ রানে রান অাউট হয়ে যান। ড্রেসিংরুমে বসে সেটা দেখে বেশ রেগে গেলেন কোচ শাস্ত্রী। বড় রান করতে ব্যর্থ হলেন বিরাট কোহলি। ব্যক্তিগত ১৩ রানে প্যভিলিয়নে ফিরে যান তিনি। টি পর্যন্ত ভারতের স্কোর তিন উকেটের বিনিময়ে ২৩৮। ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা (৮৯) ও অজিঙ্ক রাহানে(৪১)

https://twitter.com/Cricvids1/status/893011547546558464

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *