দীর্ঘ দিন ব্যাটে কোনো রান নেই ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাটে। দেশের মাটিতে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার প্রদর্শন ছিল খুবই সাধারণ। দলের ক্যাপ্টেনের এরূপ প্রদর্শন দেখে সমাজ মাধ্যমে রীতিমতন প্রশ্ন উঠতে শুরু করেছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া সিরিজে তিনটি টেস্ট হারার পর ভারতীয় দলের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর রাস্তা বেশ কঠিন হয়ে চলেছে। ভারতকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে গেলে অবশ্যই অস্ট্রেলিয়াকে সিরিজের বাঁকি ম্যাচগুলিতে জিততে হবে। প্রসঙ্গত, অধিনায়ক রোহিত শর্মা ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটি খেলেন নি। এরপর দলের স্বার্থে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ব্যাটিং অর্ডারে নীচে নেমেছেন।
দ্বিতীয় টেস্টে ওপেনিং করেননি রোহিত

প্রথম টেস্টে লোকেশ রাহুল (KL Rahul) ওপেনিংয়ে রান পাওয়ায় দিন-রাতের টেস্টে নিজের জায়গা ছেড়ে ছিলেন রোহিত। দীর্ঘ ৬ বছর পর নীচে নেমে রান বানাতে ব্যার্থ হন রোহিত। দুই ইনিংসে তিনি মাত্র ৯ রান বানাতেই সক্ষম হয়েছিলেন তিনি। রোহিতের এই প্রদর্শন দেখে নেট জনতাদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রীরা হিটম্যানকে ওপেনিং করার পরামর্শ দিয়েছেন। গত বছর ওডিআই বিশ্বকাপের আগেই নিজের খেলার ধরন বদলেছেন রোহিত। আগের তুলনায় বেশি আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা যাচ্ছে রোহিতকে। তবে, অ্যাডিলেডে রোহিতের সেই মানসিকতা দেখা যায়নি।
গোধূলির মধ্যে ব্যাটিং করা সহজ নয় এবং রোহিতকে দেখে পুরোপুরি ছন্দহীন মনে হচ্ছিল। দেখে মনে হচ্ছিল তার ভিতর ভয় কাজ করছে। গাভাস্কার ও শাস্ত্রীর মত রোহিতের আবার সেই পুরনো ছন্দে ফিরে যাওয়ার জন্য তাকে আগের ধরণের সঙ্গে মানিয়ে নিতে হবে। অস্ট্রেলিয়ার উইকেটে গতি ও বাউন্স লক্ষ করা যায়। প্রাক্তন ভারতীয় খেলোয়াড় শাস্ত্রীর মতে, রোহিত (Rohit Sharma) নতুন বলে শট খেলতে বেশ উপভোগ করবে। তিনি বলেন, “রোহিতের শারীরিক ভাষা দেখে মনে হচ্ছিল ও যেন ভয়ে রয়েছে। আমি চাই ও আগ্রাসী খেলুক, তবে সেটা তখনই সম্ভব হবে যখন তিনি আবার ওপেনিংয়ে ফিরে আসবেন। আমি চাই, ব্রিসবেনে ও ওপেনিং করুক।”
রোহিতকে পরামর্শ দিলেন শাস্ত্রী ও গাভাস্কার

রোহিত যে অ্যাডিলেডে চাপে রয়েছেন তা স্বীকার করেছেন শাস্ত্রী। মন্তব্য করে তিনি বলেছেন, “রোহিতকে অ্যাডিলেডে দেখে বেশ চাপের মধ্যে ব্যাটিং করছে, ও দলকে যেমনভাবে দলকে নেতৃত্ব দেন ঠিক তেমন ভাবে তিনি দলকে পরিচালনা করতে পারেননি। ওকে আরও বেশি খেলার মধ্যে ঢুকতে হবে।” পার্থে ওপেনিং করতে এসে সফল ছিলেন রাহুল তবে অ্যাডিলেডে সেই তুলনায় রান পাননি তিনি। সেই কারণেই রোহিতকে তাঁর পুরনো জায়গায় ফিরে যাওয়ার কথা জানিয়েছেন গাভাস্কার।
এ প্রসঙ্গে মন্তব্য করে গাভাস্কর বলেছেন, “রোহিতের উচিত ওর নিজের জায়গায় ফিরে আসা, আমাদের এটাও মনে রাখতে হবে কেন রাহুল প্রথম ম্যাচে ওপেনিং করেছেন ? কারণ রোহিত পার্থে উপলব্ধ ছিলেন না তাই। দ্বিতীয় ইনিংসে জয়সওয়াল ও রাহুলের ২০০ রানের জুটি গড়ায় অ্যাডিলেডেও রাহুল ওপেন করেছিল। তবে এবার সে (কেএল রাহুল) রান পাননি, আমার মতে রাহুল মিডল অর্ডারে ফিরে যাক রোহিত ওপেনিংয়ে এসে দ্রুত রান বানাক। বড় রান বানানোর ক্ষমতা ওনার আছে, তবে সেটা করতে গেলে ওনার নতুন বলে খেলতে হবে।” আগামী ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত।