কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আইপিএলের (IPL 2026) অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি দল। গত বছর তারা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জয় করেছিল। কিন্তু এই বছর তাদের একাধিক ভুল সিদ্ধান্তে ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হতে হয়। এর মধ্যেই আগামী টুর্নামেন্টের আগে নিলামের মঞ্চে জ্বলে উঠল নাইট বাহিনী। তারা ক্যামেরন গ্ৰিনকে (Camron Green) রেকর্ড দামে দলে তুলেছে। এছাড়াও মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) মতো তরুণ পেসারকে দলে নিয়ে চমক দিয়েছে কলকাতা। তবে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) কেনার পর সমালোচনার মুখে পড়েছে এই দল। কটাক্ষের মুখে পড়তে হচ্ছে শাহরুখ খানকেও (Sharuk Khan)।
Read More: পরিশ্রমের ফল পেলেন সরফরাজ খান, শেষ বেলায় দলে নিয়ে মাস্টারস্ট্রোক দিল CSK !!
কলকাতায় এলেন মুস্তাফিজুর-

গতকাল ২০২৬ আইপিএলের মিনি নিলাম আবুধাবিতে অনুষ্ঠিত হয়। এই নিলামে প্রথম থেকেই আন্দ্রে রাসেলের (Andre Russell) একজন উপযুক্ত পরিবর্ত ক্রিকেটার খোঁজার জন্য লড়াইয়ে নামে কেকেআর কর্মকর্তারা। আগে থেকেই জল্পনা তৈরি হয়েছিল যে ক্যামেরন গ্ৰিনকে যেকোনো মূল্যে দল নিতে চাইবে তারা। তবে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার ঘটনা সবচেয়ে বড়ো চমক ছিল। ৯ কোটি ২০ লক্ষ টাকায় এই বাংলাদেশি তারকাকে নাইটরা দলে নেবে বলে অনেক ক্রিকেট ভক্তরাই ভাবতে পারেননি। এর সঙ্গেই এখনও পর্যন্ত আইপিএলে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার হয়ে উঠলেন মুস্তাফিজুর।
সমালোচনার মুখে KKR-

শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। তাদের বর্তমানে অস্থায়ী উপদেষ্টা কমিটির একাধিক সিদ্ধান্ত ভারত বিদ্বেষী মনোভাবকেই তুলে ধরছে। ফলে পাকিস্তানের মতো আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের বয়কট করা উচিত বলে ক্রিকেট ভক্তরা দাবি জানিয়েছিলেন। এর মধ্যেই মুস্তাফিজুরকে (Mustafizur Rahman) কলকাতা দলে নেওয়ায় একাধিক প্রশ্ন উঠেছে। সমালোচনার মুখে পড়েছে নাইট কর্মকর্তারা। বাদ যাননি স্বয়ং শাহরুখ খানও।
এক ক্রিকেট সমর্থক কটাক্ষ করে লিখেছেন, “আমার মনে হয় শাহরুখ খান একজন লোকাল ক্রিকেটারকে দলে নিতে চাইছিলেন। তাই বাংলাদেশের এই ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে।” এক ক্রিকেট ভক্ত উল্লেখ করেছেন, “বাংলাদেশ সবসময় ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছে। অবৈধ অনুপ্রবেশ এখনও সবচেয়ে বড়ো সমস্যা। জঙ্গি ঘাটিতে পরিণত হয়েছে এই দেশ। ফলে শাহরুখ খান মুস্তাফিজুর রহমানকে নিয়ে কার্যত উস্কানি দিলেন বলেই মনে হচ্ছে।” , বলেও স্পষ্ট জানাচ্ছেন নেটিজেনরা।