Shardul Thakur will play irani cup for mumbai

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম প্রধান ফাস্ট বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর (Shardul Thakur) আপাতত ক্রিকেট থেকে দূরে রয়েছেন। আইপিএলের পরেই তার অস্ত্রোপচারের পরে কোনো প্রকার ক্রিকেট খেলতে দেখা যায়নি শার্দুলকে। শার্দূল তার নিজের দমে বেশ কয়েকটি ম্যাচ তার দলকে জিতিয়েছেন। ভারতীয় দলের ইমপ্যাক্টফুল প্লেয়ার ছিলেন শার্দূল। তবে বেশ কয়েক মাস তাকে দলের আশপাশে দেখতে পাওয়া যাচ্ছে না।

টেস্ট দলে শার্দূল ব্যাটিং ও বোলিং করার ক্ষমতা রাখেন তাই তার অনুপস্থিতি বোধ করছে ভারতীয় দল। তবে এবার জাতীয় দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। শার্দূলকে শেষ আইপিএলরের মঞ্চে দেখতে পাওয়া গিয়েছিল। শার্দূল চেন্নাইয়ের জার্সিতে খুব একটা সফল হননি। প্রসঙ্গত, ভারতীয় দলের তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর (Shardul Thakur) আইপিএল ২০২৪-এর সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন, যার কারণে তিনি চার মাসের জন্য ক্রিকেটের বাইরে ছিলেন। গত ১২ জুন লন্ডনে তার অস্ত্রোপচার হয়।

Read More: Shardul Thakur: ৬, ৬, ৬, ৪, ৪…শার্দুলের হুঙ্কার রঞ্জির মঞ্চে, খেললেন বিধ্বংসী ১০৯ রানের ইনিংস !!

দলে ফিরলেন শার্দুল

Shardul Thakur
Shardul Thakur। Image: Getty Images

তবে শার্দূল ঠাকুর (Shardul Thakur) এবার দুর্দান্ত কামব্যাক করতে চাইছেন। প্রসঙ্গত, ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টেস্ট সিরিজ শুরুর আগে ইরানি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলতে চলেছেন৷ এর আগে কোনো প্রকার খেলাতেই শার্দূলকে দেখতে পাওয়া যায়নি। তবে, শার্দূল এবার মুম্বই দলের হয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন। জানা গিয়েছে তিনি মুম্বই দলের তারকা পেসার তুষার দেশপান্ডের বদলে ইরানি ট্রফিতে মুম্বই দলে শামিল হতে চলেছেন।

সূত্রের খবর অনুযায়ী চলতি বছরের শেষে ভারতীয় দল অস্ট্রেলিয়াতে উড়ে যাবে এবং সেখানেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। আর ভারতীয় দলে এই সিরিজ জয়ের জন্য প্রয়োজন হবে বোলিং অলরাউন্ডারের। এর আগে টেস্ট সিরিজ খেলতে যখন ভারতীয় দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল তখন ভারতীয় দলের হয়ে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিলেন শার্দূল ঠাকুর। যে কারণে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) শার্দূলকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন এবং তিনি নির্বাচকদের মন কেড়ে নিতে সক্ষম হলে জাতীয় দলে পাবেন এন্ট্রি।

শার্দুল ঠাকুরের ক্যারিয়ার

Shardul thakur , sa vs ind
Shardul Thakur | Image: Getty Images

ভারতীয় দলের জার্সিতে ১১ টি টেস্ট ম্যাচ খেলেছেন শার্দূল, যেখানে ১৯.৪৭ গড়ে ৩৩১ রান বানিয়েছেন তিনি। পাশাপাশি ৪৭ টি ওডিআই ম্যাচে তিনি ১৭.৩২ গড় এবং ১০৫.১১ এর স্ট্রাইক রেটে ৩২৯ রান বানিয়েছেন তিনি। এছাড়া ২৫ টি টি-টোয়েন্টি ম্যাচে ২৩ গড়ে ও ১৮১.৫৮ স্ট্রাইক রেটে ৬৯ রান বানিয়েছেন তিনি। তাছাড়া শার্দূলের বোলিং প্রদর্শনের কথা বলতে গেলে টেস্ট ক্রিকেটে ৩১ টি উইকেট নিয়েছেন তিনি। ওডিআই ফরম্যাটে নিয়েছেন ৬৫টি উইকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়েছেন ৩৩ টি উইকেট।

Read Also: হবু স্বামীর সাথে মুম্বাই ফিরলো হার্দিকের প্রাক্তন স্ত্রী, সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *