চলতি আইপিএলে সবচেয়ে বড়ো কামব্যাক করেও ছন্দ হারালেন তারকা খেলোয়াড়, পড়বেন দল থেকে বাদ !! 1

IPL 2025: জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের মঞ্চ। আপাতত পয়েন্ট তালিকার বিচারে শীর্ষস্থান দখল করে রয়েছে গুজরাট টাইটান্স। তবে এবারের আইপিএলে বাকি দলগুলিও সমানভাবে টক্কর দিচ্ছে একে অপরকে। চলতি আইপিএলে এমন একজন খেলোয়াড় রয়েছেন যিনি তার কামব্যাক স্টোরিটি প্রায় লিখে ফেলেছিলেন। তবে মাঝ পথেই তা অধরা ফেলে রাখতে হবে বলেই ধারনা করছেন নেটিজেনরা।

এবারের আইপিএলে পাঁচ ম্যাচে তিনটি জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। লখনৌ দলটি বেশ দারুন প্রদর্শন দেখাচ্ছে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে। সদ্য কলকাতা নাইট রাইডার্স দলের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচে চার রানে জয় সুনিশ্চিত করেছিল। এবার লখনৌকে ভাঙাচোরা দল নিয়েই খেলতে হচ্ছে। আইপিএল ২০২৫ এ ভারতীয় পেশারদের উপরেই ভরসা যুগিয়ে ছিল লখনৌ। যার মাশুল গুনতে হচ্ছে তাদেরকেই। পুরো আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন মহসিন খান (Mohsin Khan) এবং আপাতত অর্ধেক আইপিএল থেকে বাইরে মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। মহসিনের পরিবর্তে লখনৌ দলে এন্ট্রি হয়েছিল শার্দূল ঠাকুরের (Shardul Thakur)।

Read More: IPL 2025: “সবার আগে বিদায় নেবে…”পরপর ৫ ম্যাচে হেরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়লো CSK !!

কামব্যাক স্টোরি লেখা হলো না শার্দূল ঠাকুরের

Ipl 2025
Shardul Thakur | Image: Getty Images

আইপিএল ২০২৫ এর (IPL 2025) নিলামে দল পাননি শার্দূল। তবে লখনৌ দলের মেন্টর জাহির খানের (Zaheer Khan) নজর ছিল তার উপরে। রঞ্জি ট্রফি চলাকালীন শার্দূলক আইপিএলের জন্য প্রস্তুত থাকতেও বলেছিলেন জাহির। এরপর মহসিন ছিটকে গেলে LSG শিবিরে ডাক পান শার্দূল। আর প্রথম দুই ম্যাচেই দুরন্ত বোলিং প্রদর্শন দেখিয়ে ভক্তদের মন জিতে নিয়েছিলেন তিনি। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে দুই উইকেট এবং পরবর্তী ম্যাচের সানরাইজার্স এর বিরুদ্ধে চারটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে উঠেছিলেন তিনি। তবে পরবর্তী ম্যাচগুলিতে শার্দূল ঠাকুরের প্রদর্শন খুবই খারাপ।

পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে তিন ওভার বোলিং করে দিয়েছেন ৩৯ রান, এমনকি কোনো উইকেট পাননি তিনি। এরপর, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চার ওভার বোলিং করে ৪০ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন তিনি। কলকাতার বিরুদ্ধে শেষ ম্যাচে শার্দূল দুই উইকেট পেলেও ৪ ওভারে দিয়েছিলেন ৫২ রান। শার্দূল তার দুরন্ত ছন্দ আবার হারিয়ে ফেলেছেন, যার ফলে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে ক্যাপ্টেন ঋষভ পন্থের কপালে।

Read Also: IPL 2025 LSG vs GT Match Preview: লখন‌উয়ের কঠিন পিচে হতে চলেছে হাইভোল্টেজ ম্যাচ, পরিসংখ্যানে এগিয়ে এই দল মারবে বাজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *