কাঁপুনি দিয়ে জ্বর আসবে ইংল্যান্ডের, ভারতীয় একাদশে এন্ট্রি নিচ্ছেন গম্ভীরের ‘ট্রাম্প কার্ড’ !! 1

ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচটি আগামীকাল ম্যানচেস্টারে অনুষ্ঠিত হতে চলেছে। ম্যাচটি ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ এই ভ্যানুতে ভারতীয় দল এখনো পর্যন্ত একটিও টেস্ট ম্যাচ জিততে সক্ষম হয়ে ওঠেনি। ভারতীয় দল এবার চাইবে হারের সেই বাজে লড়াই থেকে উঠে দাঁড়াতে। তবে, ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্টের পর বেশ কয়েকজন খেলোয়াড় চোটের কারণে চতুর্থ টেস্ট থেকে বাদ পড়েছেন। তারকা খেলোয়াড়দের ছাড়া দলের নির্বাচনে রিতিমতন চিন্তা বাড়লো ভারতীয় দলের। ভারতীয় দল চাইবে ম্যানচেস্টারে তাদের পর্যাপ্ত খেলোয়াড়দের থেকে সেরাদের নির্বাচন করতে।

চোট পেয়ে দেশে ফিরলেন নীতিশ

Ind vs eng
Nitish Reddy | Image: Getty Images

ভারতীয় দল চলতি সিরিজে (IND vs ENG) ১-২ ব্যাবধানে পিছিয়ে রয়েছে। লর্ডসে ভারতীয় দল জয়ের প্রায় মুখোমুখি ছিল, তবে সেই জয় থেকে ভারতকে দূরে থাকতে হয়েছে। লর্ডস টেস্টের পর বাম হাঁটুতে চোট পেয়েছিলেন তরুণ তারকা নীতিশ রেড্ডি (Nitish Reddy)। নীতিশ ভারতীয় দলের ব্যাটিং অলরাউন্ডারের ভূমিকা পালন করছিলেন, যার ফলে দলের ব্যাটসম্যানদের ভূমিকায় তিনি অবদান রেখেছেন। তাছাড়া, বল হাতেও ভালো ফল দেখিয়েছেন নীতিশ। রেড্ডি অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত অলরাউন্ডিং প্রদর্শন দেখিয়েছিলেন। যে কারণে, ইংল্যান্ড সফরে তাঁর কর্তব্য অনেকটাই বেড়ে যায়। তবে, ভারতের ডু ওর ডাই ম্যাচের আগেই চোট পেয়ে দেশে ফিরেছেন নীতিশ রেড্ডি।

Read More: IND vs ENG: ম্যাঞ্চেস্টার টেস্টের আগে মিনি হাসপাতাল টিম ইন্ডিয়া, ছিটকে যাচ্ছেন পাঁচ তারকা ক্রিকেটার !!

শার্দূল ঠাকুর নেবেন বলে এন্ট্রি

IND vs ENG
Shardul Thakur | Image: Getty Images

এবার নিতিশের বদলে ভারতীয় দলের অংশ হতে প্রস্তুত শার্দূল ঠাকুর (Shardul Thakur)। দলের সমন্বয় বজায় রাখতে শার্দূলকে খেলাতে হবে ভারতকে। শার্দূল ইংল্যান্ডে আগেও বড় বড় ইনিংস খেলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেও শার্দূল ঠাকুরের নামে হাফ সেঞ্চুরি রয়েছে। শার্দূল ইংল্যান্ড সফরে প্রথম ম্যাচটি খেলেছিলেন। তবে, ব্যাট ও বল হাতে সেভাবে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেননি শার্দূল। যে কারণে, দ্বিতীয় ও তৃতীয় টেস্টে বাইরেই কাটাতে হয়েছে তাকে। তবে, নীতিশ রেড্ডি শেষ দুই ম্যাচ থেকে ছিটকে যেতেই একাদশে শার্দূলের এন্ট্রি পাকা হয়ে গেল। শার্দূল প্রথম টেস্ট ম্যাচে, ব্যাট হাতে ৫ রান ও বল হাতে ২ উইকেট নিয়েছিলেন। তবে প্রথম টেস্টে শার্দূলকে সঠিক ভাবে ব্যাবহার করেননি ক্যাপ্টেন শুভমান। শুধু তাই নয়, চতুর্থ টেস্ট থেকে ছিটকে যেতে হয়েছে আকাশ দীপকেও। পিঠে চোট পেয়েছেন তিনি। মঙ্গলবার সংবাদমাধ্যমকে অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) জানিয়েছেন, ম্যাঞ্চেস্টার টেস্টে আকাশদীপকে পাওয়া যাবে না।

Read Also: IND vs ENG 4th Test: প্রকাশ্যে চতুর্থ টেস্টের একাদশ, চমক দিয়ে দলে জায়গা করে নিলেন এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *