shardul-thakur-has-become-an-important-star-for-lsg-in-ipl-2025

IPL 2025: আইপিএলের নতুন ভোরে উজ্জ্বল তারা হয়ে এখনও জ্বল জ্বল করছেন একাধিক ক্রিকেটার। জানান দিচ্ছেন এখনও তাদের অনেক কিছু দেওয়া বাকি। এই বছর ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে ঋষভ পান্থ (Rishabh Pant) লখনউ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants) নেতৃত্ব দিচ্ছেন। মেগা নিলামে লখনউ কর্মকর্তারা পরিকল্পনা অনুযায়ী একাধিক তারকা ক্রিকেটারকে দলে নিয়েছেন। তবে অপ্রত্যাশিতভাবে দলে প্রবেশ করে নয়াক হয়ে উঠেছেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। বল হাতে এই পেসারের ফিরে আসা রূপকথার থেকে কম কিছু নয়।

Read More: IPL 2025 Points Table Update: CSK’র বিপক্ষে ঐতিহাসিক জয়,পয়েন্ট তালিকায় একাধিক পরিবর্তন ঘটালো RCB!!

নতুন জার্সিতে কামব্যাক শার্দুলের-

IPL 2025: টুর্নামেন্টের শুরুতেই কোহিনুর হীরা হাতে পেলেন ঋষভ পান্থ, LSG'কে ট্রফি জিতেয়েই নেবেন দম!! 1
Shardul Thakur | Image: Getty Images

এই বছর লখনউ সুপার জায়ান্টসের (LSG) হয়ে শার্দুল ঠাকুর প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে মাঠে নামেন। ম্যাচে ২ ওভারে ১৯ রান দিয়ে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে তিনি আবারও ক্রিকেট মহলের চর্চায় উঠে আসেন। দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন এই চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা। তিনি ম্যাচের তৃতীয় ওভারেই পরপর দুই বলে দুটি উইকেট তুলে নিয়ে হায়দ্রাবাদের ওপর চাপ সৃষ্টি করেন। ওপেনার অভিষেক শর্মাকে (Abhishek Sharma) মাত্র ৬ রানে এবং ঈশান কিষাণকে (Ishan Kishan) শূন্য রানে মাঠের বাইরে পাঠিয়ে দেন। হায়দ্রাবাদের বিপক্ষে শেষ পর্যন্ত ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন শার্দুল (Shardul Thakur)। ফলে তিনি এখন সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

মেগা নিলামে ছিলেন অবিক্রিত-

IPL 2025: টুর্নামেন্টের শুরুতেই কোহিনুর হীরা হাতে পেলেন ঋষভ পান্থ, LSG'কে ট্রফি জিতেয়েই নেবেন দম!! 2
Shardul Thakur | Image: Getty Images

শার্দুল ঠাকুর (Shardul Thakur) আইপিএল (IPL) শুরুর আগে প্রথম দিকে লখনউ সুপার জায়ান্টস (LSG) কর্মকর্তাদের চিন্তাভাবনার বাইরে ছিলেন। চেন্নাইয়ের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ সদস্যকে এই বছর মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ছেড়ে দেয়‌। গত কয়েক বছর আইপিএলে (IPL) তিনি সেইভাবে প্রভাব ফেলতে পারছিলেন না। মেগা নিলামেও অবিক্রিত থেকে যান। তবে মহসিন খান (Mohsin Khan) চোট পাওয়ায় ভাগ্য বদলে যায় শার্দুল ঠাকুরের (Shardul Thakur)। পরিবর্ত হিসাবে লখনউ শিবিরে যোগ দেন তিনি। সুযোগ পেয়েই পুরোনো ছন্দে ফিরেছেন এই পেসার। ফলে আইপিএলের (IPL 2025) শুরুতেই এইরকম এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার হাতে আসায় ট্রফি জয়ের জন্য ঋষভ পান্থের (Rishabh Pant) রাস্তা আরও সহজ হলো বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Also Read: IPL 2025: ৩০ লাখেই মিললো রিঙ্কুর আদর্শ বিকল্প, ২৫৩ স্ট্রাইক রেটে খেললেন ধুন্ধুমার ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *