চলতি আইপিএলে রয়েছেন দুরন্ত ফর্মে, তবুও বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ এই দুই তারকা !! 1

IPL 2025: ভারত এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল। প্রতি বছর অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার ভারতীয় জাতীয় দলে জায়গা করে নেওয়ার দৌড়ে থাকেন। ফলে অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারদের সংমিশনে বিসিসিআই (BCCI) একটি দল গঠন করার চেষ্টা করে এবং তাদের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে দেয়। আজ ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৪-২৫ মরসুমের জন্য বার্ষিক কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। ঈশান কিষাণ (Ishan Kishan) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) আবার কেন্দ্রীয় চুক্তিতে ফিরে এসেছেন। তবে এই তালিকায় দুই গুরুত্বপূর্ণ তারকা ক্রিকেটার জায়গা পেলেন না। যা নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে চর্চা শুরু হয়েছে।

Read More: IPL 2025: কোচ ছাঁটাইয়ের পরিকল্পনা নাইটদের, প্রাক্তন অধিনায়ককে চাইছেন সমর্থকেরা !!

বাদ পড়লেন শার্দুল ঠাকুর-

চলতি আইপিএলে রয়েছেন দুরন্ত ফর্মে, তবুও বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ এই দুই তারকা !! 2
Shardul Thakur | Image: Getty Images

২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে ভারতের হয়ে কোনো ফরম্যাটেই জায়গা করে নিতে পারছেন না শার্দুল ঠাকুর (Shardul Thakur)। চোট এবং ফর্ম না থাকার কারণে সাম্প্রতিক সময় রঞ্জি ট্রফির প্রথমার্ধে মাঠের বাইরে ছিলেন। পরবর্তীতে এই তারকা পেসারের অস্ত্রোপচার করা হয়। ফলে ২০২৫ আইপিএলের মেগা নিলামে কোনো দল শার্দুলকে (Shardul Thakur) দলে নেওয়ার কথা ভাবিনি। তিনি অবিক্রিত ছিলেন। কিন্তু মহসিন খানের (Mohsin Khan) চোটের কারণে লখন‌‌উ সুপার জায়ান্টসের হয়ে শার্দুল ঠাকুর কামব্যাক করে চলতি আইপিএলে দুরন্ত ফর্মে আছেন। এখনও এই টুর্নামেন্টে তিনি ৮ ম্যাচে ১২ টি উইকেট সংগ্রহ করেছেন। কিন্তু তাও শার্দুল বিসিসিআইয়ের (BCCI) নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। উল্লেখ্য এখনও পর্যন্ত এই তারকা পেসার ভারতের হয়ে ৪৭ টি একদিনের ম্যাচে ৬৫ টি উইকেট এবং ২৫ টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৩ উইকেট সংগ্রহ করেছেন।

জায়গা পেলেন না আবেশ খান-

চলতি আইপিএলে রয়েছেন দুরন্ত ফর্মে, তবুও বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ এই দুই তারকা !! 3
Avesh Khan | Image: Getty Images

আবেশ খান (Avesh Khan) ২০২৪ সালের নভেম্বর মাসে শেষবার ভারতের জার্সিতে মাঠে নেমেছিল। তাকে টি-টোয়েন্টি ফরম্যাটের একজন সম্ভাবনাময় বিকল্প হিসেবে দেখছিলেন বিশেষজ্ঞরা। ধারাবাহিকভাবে ভালো পারফর্ম্যান্স করার চেষ্টা করেছেন তিনি। এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৫ টি টি-টোয়েন্টি ম্যাচে সংগ্রহ করেছেন ২৭ টি উইকেট। অন্যদিকে চলতি আইপিএলেও দুরন্ত ফর্মে আছেন এই তারকা পেসার। ৭ ম্যাচে আবেশ খান (Avesh Khan) সংগ্রহ করেছেন ৮ টি উইকেট। তাও এই পেসারকে আশ্চর্যজনকভাবে বিসিসিআই (BCCI) কেন্দ্রীয় চুক্তির বাইরে করে দিয়েছে।‌

কেন্দ্রীয় চুক্তি পাওয়া ক্রিকেটারদের তালিকা-

গ্ৰেড A+

রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা।

গ্ৰেড A

মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামি, ঋষভ পান্থ।

গ্ৰেড B

সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার।

গ্ৰেড C

রিঙ্কু সিং, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, রজত পাটিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতিশ কুমার রেড্ডি, ঈশান কিষাণ, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।

Read Also: IPL 2025: অভিষেক নায়ার এন্ট্রি নিতেই কপাল পুড়লো আইয়ারের, একাদশ থেকে করছেন আউট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *