নতুন বছরের শুরুতেই বদলে গেলো ‘অধিনায়ক’, পদ ছাড়ার সাফ ঘোষণা ক্যাপ্টেনের !! 1

অস্ট্রেলিয়া সফরে আতসকাঁচের নীচে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। যেভাবে অ্যাডিলেড, ব্রিসবেনে বা মেলবোর্নে দল পরিচালনা করেছেন তিনি, তা নিয়ে রীতিমত অসন্তুষ্ট ক্রিকেটমহল। ব্যাট হাতে ফর্মে নেই রোহিত। তার প্রতিফলন যেন দেখা যাচ্ছে নেতৃত্বেও। অতি রক্ষণাত্মক হতে গিয়ে ডুবছে টিম ইন্ডিয়া (Team India)। খেলোয়াড়দের শরীরী ভাষাতেও লড়াইয়ের যথেষ্ট অভাব চোখে পড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রোহিতের বদলে এই মুহূর্তে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) হাতে ‘মেন ইন ব্লু’র ভার সঁপে দেওয়া প্রয়োজন, উঠছে দাবী। পার্‌থ টেস্টে নেতা হিসেবে নজর কেড়েছেন তারকা পেসার। বিসিসিআই শেষমেশ কোন পথে হাঁটে সেই জল্পনার মাঝেই অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিলো উপমহাদেশের অন্য এক ক্রিকেটীয় শক্তি-বাংলাদেশ।

Read More: IND vs AUS 5th Test: সিডনি টেস্ট থেকে বাদ রোহিত শর্মা, কনফার্ম করলেন খোদ কোচ গম্ভীর !!

বাংলাদেশের নেতৃত্ব ছাড়লেন শান্ত-

Najmul Hossain Shanto | অধিনায়ক | Image: Getty Images
Najmul Hossain Shanto | Image: Getty Images

নতুন বছরের শুরুতেই বদলে গেলো বাংলাদেশের টি-২০ অধিনায়কের নাম। পদ থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। তাঁর অধীনে একের পর এক সিরিজে হতশ্রী পারফর্ম্যান্স করেছে টাইগার বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হেরেছে। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) শেষ চার পৌঁছানোর সুযোগ হারিয়েছে হেলায়। ভারতের মাটিতে এসে ০-৩ হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছে। ২০ ওভারে হজম করেছে ২৯৭ রান। ক্রমাগত ব্যর্থতার বোঝা কাঁধে নিয়েই সরে দাঁড়াতে হলো শান্তকে (Najmul Hossain Shanto)। এই প্রথম নয়। গত জুনে কুড়ি-বিশের বিশ্বকাপের পরেও প্রথমে টি-২০ ও পরে তিন ফর্ম্যাটের নেতৃত্বই ছাড়তে চেয়েছিলেন শান্ত। কিন্তু সেই অবস্থান থেকে সরে আসেন বিসিবি’র প্রেসিডেন্ট ফারুক আহমেদের হস্তক্ষেপের পর।

আফগানিস্তানের বিরুদ্ধে (AFG vs BAN) একদিনের সিরিজে শান্ত’র (Najmul Hossain Shanto) নাম ঘোষণা করা হয় অধিনায়ক হিসেবে। সেখানেই চোট পান বাম হাতি ব্যাটার। এরপর থেকে মাঠের বাইরেই রয়েছেন তিনি। যান নি ওয়েস্ট ইন্ডিজ সফরে। নতুন বছরে মাঠে ফেরার আগেই টি-২০ অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ, অর্থাৎ ২ জানুয়ারি বিসিবি’র তরফে ঘোষণা করা হয়েছে তেমনটাই। “শান্ত আমাদের জানিয়েছেন যে তিনি টি-২০তে নেতৃত্ব দেবেন না। আমরা তা মেনে নিয়েছি, কারণ এই মুহূর্তে আমাদের কোনো টি-২০ ম্যাচ নেই। আমাদের হাতে সময় রয়েছে। তাই এই মুহূর্তে নতুন কোনো অধিনায়ক বেছে নেওয়া হচ্ছে না। যদি কোনো চোট সমস্যা না থাকে তাহলে টেস্ট ও ওডিআই-তে শান্তই নেতৃত্ব দেবে,” সংবাদসংস্থা ক্রিকবাজকে জানিয়েছেন এক বিসিবি কর্তা।

নতুন অধিনায়ক কে ?

Shakib Al Hasan and Litton Das | Image: Getty Images
Shakib Al Hasan and Litton Das | Image: Getty Images

শান্ত’র (Najmul Hossain Shanto) বিদায়ের পর বাংলাদেশের টি-২০ দলের পরবর্তী অধিনায়ক কে হবেন? এই প্রশ্ন আপাতত ঘুরপাক খাচ্ছে পদ্মাপারের ক্রিকেটমহলে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ান দল’কে কুড়ি-বিশের খেলায় হোয়াইটওয়াশ করেছে টাইগারবাহিনী। সেখানে অধিনায়কত্ব সামলাতে দেখা গিয়েছিলো লিটন দাসকে (Litton Das)। ডান-হাতি উইকেটরক্ষক ব্যাটারকে ক্ষুদ্রতম ফর্ম্যাটে স্থায়ী অধিনায়ক করা হতে পারে বলে মনে করা হচ্ছে। অভিজ্ঞতাও পক্ষে যেতে পারে তাঁর। আবার অনেকের মতে অধিনায়কত্বের দাবীদার মেহদী হাসান মিরাজ (Mehidy Hasan Miraz)। সাম্প্রতিক অতীতে তিন ফর্ম্যাটেই বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার তিনি। শান্ত’র বদলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ‘ক্যাপ্টেন’ ছিলেন তিনি। তারকা অলরাউন্ডারকেও দেওয়া হতে পারে দায়িত্ব।

Also Read: শেষ টেস্টে ফিরছেন চেতেশ্বর পূজারা, দল নির্বাচনের গোপন তথ্য ফাঁস করলেন কোচ গৌতম গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *