মিনি নিলামের আগে KKR'এর 'মাস্টারস্ট্রোক', সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেলেন প্রাক্তন CSK তারকা !! 1

এই বছর আইপিএলে (IPL 2025) কলকাতা নাইট রাইডার্সের (KKR) একাধিক সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছিল। আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে লিগ পর্বে একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে কোণঠাসা হয়ে পড়েছিল তারা। গতবারের চ্যাম্পিয়ন দলরা এই বছর টুর্নামেন্টের শেষ চারেই প্রবেশ করতে ব্যর্থ হয়। এইরকম পরিস্থিতিতে আগামী মরসুমের আগে নতুন করে দল গোছানোর কাজে মাঠে নেমে পড়েছে নাইট কর্মকর্তারা। ইতিমধ্যে নতুন প্রধান কোচ হিসাবে অভিষেক নায়ারকে (Abhishek Nayar) দায়িত্ব দেওয়া হয়েছে। এবার প্রাক্তন বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান তারকা সহকারী কোচ হিসেবে যুক্ত হলেন।

Read More: আর নয় জামাই আদর, দলে টিকতে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে—রোহিত-বিরাটদের স্পষ্ট বার্তা BCCI’র !!

কলকাতায় এলেন শেন ওয়াটসন-

মিনি নিলামের আগে KKR'এর 'মাস্টারস্ট্রোক', সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেলেন প্রাক্তন CSK তারকা !! 2
Shane Watson | Image: Twitter

ডিসেম্বরের শুরুতেই আগামী বছরের আইপিএলের (IPL 2026) মিনি নিলাম অনুষ্ঠিত হবে। তার আগেই সহকারী কোচ হিসেবে অভিজ্ঞ প্রাক্তন তারকা ক্রিকেটার শেন ওয়াটসনকে (Shane Watson) দলে নিয়ে এল কলকাতা নাইট রাইডার্স। আজ অফিসিয়ালি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই বিষয়টি নিশ্চিত করেছে দল। এর আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) রিকি পন্টিং (Ricky Ponting)’এর সঙ্গে কোচের দায়িত্ব সামলে ছিলেন তিনি।

এছাড়াও সম্প্রতি তাকে মেজর লিগ ক্রিকেটে (Major League Cricket) সান ফ্রান্সিসকো ইউনিকরর্নসের (Sun Francisco Unicorns) হয়েও কোচ হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল। কিন্তু এই দলের সঙ্গে তিন বছরের সম্পর্ক ছিন্ন করেন শেন ওয়াটসন (Shane Watson)। এবার কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত হলেন। দীর্ঘদিন আইপিএলে ক্রিকেটার হিসাবেও খেলেছিলেন তিনি। এছাড়াও তার আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা কলকাতাকে সমৃদ্ধ করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

উচ্ছ্বসিত ওয়াটসন-

মিনি নিলামের আগে KKR'এর 'মাস্টারস্ট্রোক', সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেলেন প্রাক্তন CSK তারকা !! 3
Shane Watson | Image: Twitter

কলকাতা নাইট রাইডার্সের (KKR) সহকারী কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর শেন ওয়াটসন (Shane Watson) সংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এইরকম ফ্র্যাঞ্চাইজির সদস্য হতে পারা সত্যিই সম্মানের বিষয়। আমি সবসময় কেকেআর’এর সমর্থক ও দলের মধ্যে যে দক্ষতা রয়েছে তার প্রসংশা করি। আমি কোচিং গ্ৰুপ ও প্রতিটি ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।” অন্যদিকে দলের সিইও ভেঙ্কি মাইসোর (Venky Mysore) বলেন, “শেন ওয়াটসন টি-টোয়েন্টি ক্রিকেট খুব ভালো বোঝেন।

তার ক্রিকেটার এবং কোচ হিসাবে অভিজ্ঞতা দলকে অনেক সাহায্য করবে।” উল্লেখ্য এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আইপিএলে ক্রিকেটার হিসেবে অংশগ্রহণ করেছেন। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে টুর্নামেন্টে ট্রফিও জয়লাভ করেন তিনি। এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে তার ১৪৫ ম্যাচে ৩৮৭৪ রান রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আছে ৫৮ ম্যাচে ১৪৬২ রান‌।

Read Also: আইপিএলের আগে বড় ধাক্কা RCB’য়ে, চোটে ছিটকে গেলেন অধিনায়ক পাতিদার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *