রঞ্জি ট্রফির মঞ্চে রাজকীয় প্রত্যাবর্তন ঘটলো মহম্মদ শামির, অস্ট্রেলিয়া সফরে নিচ্ছেন এন্ট্রি !! 1

বাংলার হয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটলো মহম্মদ শামির (Mohammed Shami)। দীর্ঘ ১ বছর পর পেশাগত ক্রিকেটে ফিরে এসেছেন শামি এবং প্রত্যাবর্তন ম্যাচে চার চারটি উইকেট তুলে নিলেন কিংবদন্তি পেসার। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে শেষবার দেখা গিয়েছিল শামি ম্যাজিক। পুরো টুর্নামেন্ট জুড়ে মোহাম্মদ শামি তুলে নিয়েছিলেন সর্বাধিক উইকেট। এমনকি চোট নিয়েই খেলতে হয়েছিল তাকে পুরো বিশ্বকাপ। তবে, পায়ের চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে সময় কাটাতে হয়েছিল মোহাম্মদ শামির (Mohammed Shami)। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি। রঞ্জি মরসুম শুরু হওয়ার আগেই তিনি CAB’র একটি অনুষ্ঠানে বাংলার জার্সিতে ক্রিকেটে ফেরার ইঞ্জিত দিয়েছিলেন।

Read More: বিসিসিআই-এর মুখে ঝামা ঘষলেন শিখর ধাওয়ান, ভারত ছেড়ে এবার নেপালে খেলবেন ক্রিকেট !!

১ বছর পর প্রত্যাবর্তন ঘটলো শামির

Mohammed Shami,
Mohammed Shami | Image: Getty Images

যদিও প্রথম থেকে বাংলার হয়ে খেলার সুযোগ পাননি শামি, তবে অস্ট্রেলিয়া সিরিজের আগেই নিজের ফিটনেসের পরীক্ষা করতে শামি অবশেষে রঞ্জি ট্রফি খেলছেন বাংলার জার্সিতে। বাংলার জার্সিতে প্রত্যাবর্তন ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসেই তুলে নিলেন চার উইকেট। ১৯ ওভার বোলিং করে চারটে মেডেন সহ মাত্র ৫৪ রান দিয়ে তুলে নিয়েছেন চার চারটি উইকেট। বাংলার বানানো ২২৮ রানের বিনিময়ে ১৬৭ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশের প্রথম ইনিংস। প্রথম দিন ১০ ওভার বল করে উইকেট পাননি কোনো তবে দ্বিতীয় দিনে দারুণভাবে ফেরত আসেন তিনি। দ্বিতীয়দিন সকালে শামির প্রত্যাবর্তনে প্রথম শিকার শুভম শর্মা৷ মধ্যপ্রদেশ দলের অধিনায়ককে মাত্র ৮ রানেতেই প্যাভিলিয়নে ফেরান তারকা পেসার।

অস্ট্রেলিয়া সিরিজে ডাক পাবেন শামি

Mohammed Shami, ind vs aus
Mohammed Shami | Image: Getty Images

আর কয়েকদিন বাদেই শুরু হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজের প্রতিটি ম্যাচ ভারতীয় দলের কাছে গুরুত্বপূর্ণ। এই ম্যাচগুলোর উপর টিকে রয়েছে ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর চাবিকাঠি। অস্ট্রেলিয়ার মাঠিতে জয়ের হ্যাটট্রিক করতে ভারতীয় দলের প্রয়োজন হবে মোহাম্মদ শামির (Mohammed Shami) অভিজ্ঞতা। অস্ট্রেলিয়া সিরিজের জন্য নির্বাচনের জন্য চলতি ম্যাচটি শামির কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলার পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে হরিয়ানার বিরুদ্ধে ২৩ জানুয়ারি থেকে। ততদিনে সমাপ্ত হয়ে যাবে ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। যে কারণে মোহাম্মদ শামির পারফরমেন্স ও ফিটনেসের উপর নজর থাকবে ভারতীয় নির্বাচকদের।

Read Also: Mohammed Shami: মাঠে ফিরছেন মহম্মদ শামি, বর্ডার-গাওস্কর ট্রফির আগে শক্তি বাড়ছে ভারতীয় দলের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *