IPL 2025: “দাম পাবে না শামি…” বেফাঁস মন্তব্য মঞ্জরেকরের, ইন্সটাগ্রামে একহাত নিলেন তারকা পেসার !! 1

IPL 2025: গত বছরের ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতের ডান হাতি পেসার মাত্র ৭ ম্যাচে ১০.৭০ গড়ে ২৪ উইকেট তুলে নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা বোলার। দেশের স্বার্থে গোড়ালিতে ইঞ্জেকশন নিয়ে বিশ্বকাপ খেলেছিলেন তিনি। তবে এতে সমস্যা বেড়েছিলো তাঁর। বাইশ গজের দুনিয়া থেকে ছিটকে গিয়েছিলেন শামি (Mohammed Shami)। পরে চিকিৎসকের পরামর্শে লন্ডনে গিয়ে অস্ত্রোপচারও করাতে হয়েছিলো তাঁকে। এরপর চলেছে দীর্ঘ রিহ্যাব। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) ঘাম ঝরিয়েছেন তিনি। এক বছর ক্রিকেট থেকে দূরে থাকার পর অবশেষে তিনি ফিরেছেন প্রতিযোগিতামূলক ম্যাচে। বাংলার হয়ে সদ্যই খেলেছেন রঞ্জি ট্রফি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আদৌ তাঁকে মাঠে নামানো যায় কিনা, এই আলোচনায় যখন ব্যস্ত ক্রিকেটমহল, তখনই আইপিএল নিয়ে বিতর্কে জড়ালেন তিনি।

Read More: IND vs AUS 1st Test: রোহিতের জায়গায় KL রাহুল, পারথ্‌ টেস্টে ভারতের জার্সিতে অভিষেক হচ্ছে এই তরুণের !!

শামি’কে নিয়ে মুখ খুলেছেন সঞ্জয়-

Sanjay Manjrekar | Image: Getty Images
Sanjay Manjrekar | Image: Getty Images

২০২৩ সালটা দুর্দান্ত কেটেছিলো মহম্মদ শামি’র (Mohammed Shami)। বিশ্বকাপের (ICC World Cup) সেরা বোলার হওয়ার আগে আইপিএলেও (IPL) গুজরাত টাইটান্সের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর পার্পল ক্যাপ জিতেছিলেন তিনি। পান অর্জুন পুরষ্কার’ও। কেরিয়ারের সেরা ছন্দে থাকাকালীনই চোট-আঘাত বাধার প্রাচীর তুলে ধরেছিলো তাঁর সামনে। ২০২৪-এর আইপিএলে খেলা হয় নি তাঁর। ফলত মেগা নিলামের আগে তাঁকে রিটেনশন তালিকায় রাখার ঝুঁকিও নেয় নি গুজরাত (GT)। দুই মরসুমে তাদের জার্সিতে ৪৮ উইকেট নিয়েও বাদ পড়েছেন তিনি। আগামী ২৪ ও ২৫ নভেম্বর জেড্ডায় মেগা নিলামে ভাগ্য নির্ধারিত হবে তাঁর। ২ কোটি টাকা নিজের বেস প্রাইস রেখেছেন বাংলার পেসার। ফ্র্যাঞ্চাইজিদের দড়ি-টানাটানিতে কত দর উঠতে পারে শামি’র (Mohammed Shami)? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নিয়েই মুখ খুলেছিলেন সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)।

সবে মাঠে ফিরেছেন শামি (Mohammed Shami)। পরিস্থিতি যে দিকে ইঙ্গিত করছে, তাতে তাঁর জন্য বিশাল দর উঠবে না বলেই মনে করছেন মঞ্জরেকর (Sanjay Manjrekar)। “দলগুলো অবশ্যই শামি’র ব্যাপারে আগ্রহ দেখাবে। কিন্তু যেহেতু ওর চোট-আঘাতের ইতিহাস রয়েছে এবং সাম্প্রতিকতম চোটটি সেরে উঠতে অনেক সময় লেগেছে…মাঝ মরসুমে ফের আহত হওয়ার সম্ভাবনা থেকেই যায়,” স্টার স্পোর্টসকে জানিয়েছেন মুম্বইয়ের প্রাক্তনী। যুক্তি দিয়ে বিশ্লেষণ করে মঞ্জরেকরের মন্তব্য, “একটি ফ্র্যাঞ্চাইজি যদি প্রচুর অর্থ ওর উপর বিনিয়োগ করে আর মাঝ মরসুমে ওকে হারাতে হয়, তাহলে তাদের হাতে আর বিকল্প থাকে না বিশেষ। সেই চিন্তা থেকেই ওর প্রাইস ট্যাগ নীচের দিকে নামতে পারে।” গুজরাতে ৬.২৫ কোটি পেতেন শামি (Mohammed Shami)। এবারও তার কাছাকাছি অঙ্কের টাকাই তিনি পাবেন বলে মত প্রাক্তনীর।

প্রকাশ্যে শামি-মঞ্জরেকর মতবিরোধ-

Mohammed Shami | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

চোট সারিয়ে মাঠে ফিরেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে একটি রঞ্জি ম্যাচও খেলেছেন। দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়েছেন। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির বাংলা স্কোয়াডেও রয়েছেন তিনি। কথা চলছে তাঁকে অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়ার। এর মধ্যেই সঞ্জয় মঞ্জরেকর’কে (Sanjay Manjrekar) তুলোধোনা করলেন শামি। যে মন্তব্য মুম্বইয়ের প্রাক্তনী করেছেন, তা যে তাঁর পছন্দ হয় নি, তা স্পষ্ট করে দিয়েছেন পেস তারকা। ইন্সটাগ্রাম স্টোরিতে মঞ্জরেকরকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, “বাবা জী’র জয় হো। একটু জ্ঞান নিজের ভবিষ্যতের জন্যও বাঁচিয়ে নাও, কাজে আসবে সঞ্জয় জী। কারও যদি ভবিষ্যৎ জানার থাকে তাহলে সে যেন স্যারের সাথে দেখা করেন।” গম্ভীরকে নিয়ে দিনকয়েক আগেই বিতর্কিত মন্তব্য করেছিলেন মঞ্জরেকর। এবার শামির সাথেও ঝামেলায় জড়ালেন তিনি।

দেখুন শামি’র ইন্সটাগ্রাম স্টোরিটি-

Also Read: IPL 2025: “টাকার জন্য ছাড়ি নি…” দিল্লীতে ফিরছেন ঋষভ পন্থ? গাওস্করকে সাফ জবাব তারকা ক্রিকেটারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *