shakib-sehwag-row-takes-a-new-turn

আরও একবার সংবাদমাধ্যমের ফোকাসে শাকিব আল হাসান (Shakib al Hasan)। গত বছর ওডিআই বিশ্বকাপের আগে তামিম ইকবালের সাথে তাঁর দ্বন্দ্ব নিয়ে হইচই পড়ে গিয়েছিলো। উঠেছিলো দলে বিভাজন সৃষ্টির অভিযোগ। এমনকি টুর্নামেন্ট চলাকালীনও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে ‘টাইমড আউট’ করে বিতর্ক বাড়িয়েছিলেন তিনি। বর্তমানে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন শাকিব (Shakib al Hasan)। দায়িত্ব সামলাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু তাও চর্চার কেন্দ্রে বাংলাদেশের জার্সি নম্বর ৭৫। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বুকে চলছে টি-২০ বিশ্বকাপ। সেখানে তাঁর ফর্মের গ্রাফের ওঠানামা নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটদুনিয়া। শাকিবের সমালোচনা করেছিলেন ভারতীয় প্রাক্তনী বীরেন্দ্র শেহবাগ। তারকা অলরাউন্ডারের প্রতিক্রিয়া ঘিরে সরগরম বাইশ গজের দুনিয়া।

Read More: “কে তুমি…” রোহিতের সঙ্গে দুর্ব্যবহার করলেন শাকিব, নিমেষেই ভাইরাল হলো ভিডিও !!

বিবৃতি-পাল্টা বিবৃতিতে উত্তপ্ত হয় পরিস্থিতি-

Shakib Al Hasan | Image: Getty Images
Shakib Al Hasan | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) শুরুটা মোটেও ভালো হয় নি শাকিব আল হাসানের (Shakib al Hasan)। বাংলাদেশের তারকা অলরাউন্ডার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ২৮ রান করলেও বোলিং-এ চূড়ান্ত ব্যর্থ হন। ৪ ওভারে খরচ করেন ৪৭ রান। এরপর মূল পর্বের ম্যাচেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ রান করেন তিনি। দুই ম্যাচেই ছিলেন উইকেটশূন্য। সিনিয়র ক্রিকেটের এহেন হতশ্রী পারফর্ম্যান্স নিয়ে মুখ খুলেছিলেন বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag)। তিনি একটি অনুষ্ঠানে বলে বসেন, “আপনি একজন অভিজ্ঞ খেলোয়াড়। আগে অধিনায়কও ছিলেন। কিন্তু এই আপনার পরিসংখ্যানের নমুনা ! আপনার লজ্জা করা উচিৎ। টি-২০ থেকে অবসরের ঘোষণা করে দিন আপনি।”

শেহবাগের (Virendra Sehwag) মন্তব্যের পরেই অবশ্য ঘুরে দাঁড়ান শাকিব (Shakib al Hasan)। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে বল হাতে উইকেট না পেলেও ব্যাট হাতে ঝলমলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন বাংলাদেশী তারকা। সেখানে তাঁকে শেহবাগের (Virender Sehwag) মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে শাকিব জানিয়েছিলেন- “কে?” শেহবাগ’কে চিনতেই পারেন নি বাংলাদেশী তারকা, এই হেডলাইনে তখন ছেয়ে গিয়েছিলো সোশ্যাল মিডিয়া। পরিসংখ্যান নিয়ে তরজা শুরু হয়েছিলো ভারতীয় কিংবদন্তি ও বাংলাদেশী সুপারস্টারের অনুরাগীদের মধ্যে।

নয়া মোড় নিলো শাকিব-শেহবাগ বিতর্ক-

Shakib Al Hasan | Image: Getty Images
Shakib Al Hasan | Image: Getty Images

সত্যিই কি শেহবাগকে (Virender Sehwag) কটাক্ষ করার জন্য “কে” বলেছিলেন শাকিব (Shakib al Hasan)? এই প্রশ্নের জবাব মিলেছে অবশেষে। সংবাদমাধ্যমের একটা বড় অংশ শাকিবের প্রশ্নটুকুকে তুলে ধরেছিলো এই ক’দিন। ফলে স্বাভাবিক কারণেই মনে হয়েছিলো যে শেহবাগকে ধর্তব্যের মধ্যে তিনি যে রাখছেন না, তাই বুঝিয়েছেন তিনি। কিন্তু তাঁর সম্পূর্ণ সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করে জনৈক নেটিজেন দাবী করেছেন যে সত্যিই ভারতীয় তারকার নাম শুনতে পান নি তারকা অলরাউন্ডার। সাংবাদিক কার কথা উল্লেখ করছেন তা নিশ্চিত করতেই তিনি দ্বিতীয়বার প্রশ্ন করেন। জানতে চান তাঁর সমালোচকের পরিচয়।

শেহবাগের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে শাকিব (Shakib al Hasan)সেদিন জানিয়েছিলেন, “একজন খেলোয়াড় প্রশ্নের জবাব দিতে আসে না। যদি সে ব্যাটার হয় তাহলে তাঁর কাজ দলের জন্য ব্যাটিং করা, অবদান রাখা। সে যদি বোলার হয় তাহলে তাঁর কাজ ভালো বোলিং করা। এখানে কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমি মনে করি একজন ক্রিকেটার কতটা দলের কাজে আসছেন তা মাথায় রাখা উচিৎ। যখন সে অবদান রাখতে পারে না, তখন স্বাভাবিক কারণেই কথা উঠবে এবং আমি মনে করি না সেটা কোনো খারাপ জিনিস।” বাংলাদেশী অলরাউন্ডারের সম্পূর্ণ মন্তব্য তুলে ধরে দাবী করা হয়েছে যে সেদিন তিনি আদতে শেহবাগকের সমালোচনাকে গ্রহণই করেছিলেন। তাঁর পরিচয় বা ক্রিকেটবোধ নিয়ে কোনো সূক্ষ্ম কটাক্ষ ছুঁড়ে দেন নি।

দেখে নিন শাকিবের প্রতিক্রিয়া-

 

Also Read: টিম ইন্ডিয়ার জার্সিতে ব্যর্থ দিনের পর দিন, তবুও নিয়মিত খেলে চলেছেন রোহিতের স্নেহধন্য এই ক্রিকেটার !!

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *