নড়বড়ে শাকিবের জায়গা নিয়ে তৈরি হয়েছে সংশয়, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে পড়ছেন বাদ !! 1

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় ক্রিকেটার হলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। ৩৭ বছর বয়সী শাকিব বাংলাদেশের জার্সিতে খেলেছেন ৬৯ টি টেস্ট ম্যাচ ২৪৭ টি ওডিআই ম্যাচ এবং ১০৯ টি টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশ দলের শীর্ষ তারকাদের মধ্যে একজন হলেন শাকিব। বিগত কয়েক বছর ধরে ফর্মের সঙ্গে লড়াই করছেন শাকিব। জাতীয় দলের হয়ে তাকে খেলতে দেখা গেলেও তিনি তার সেরাটা দিতে বারবার ব্যার্থ হচ্ছেন। কিছুদিন আগে সমাপ্ত হওয়া পাকিস্তান বনাম বাংলাদেশ (PAK vs BAN) টেস্ট সিরিজে বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার শাকিব আল হাসানকে ছন্দহীন দেখিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৫ দ্বিতীয় ম্যাচে ২ এবং ২২* রান বানান শাকিব। তাছাড়া, চার ইনিংসে বল হাতে কেবলমাত্র ৫ উইকেট নিতে সক্ষম হয়েছিলেন তিনি।

শাকিবের জায়গা নিয়ে তৈরি হয়েছে সংশয়

Shakib Al Hasan
Shakib Al Hasan | Image: Getty Images

ভারতের বিরুদ্ধে আগামীকাল বাংলাদেশ একটি একটি বড় লড়াই লড়তে চলেছে। সমগ্র বাংলাদেশ দল ভারতকে টেস্ট ক্রিকেটে পরাস্ত করতে উঠেপড়ে লেগেছে। আসলে, বাংলাদেশ এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে জয় ছিনিয়ে আনতে সক্ষম হয়নি। পাকিস্তানকে পরাস্ত করার পর চরম আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে চাইবে বাংলাদেশ। আর ভারতের বিরুদ্ধে ম্যাচ জিততে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত।

Read More: Shakib Al Hasan: বাংলাদেশ ছাড়লেন শাকিব আল হাসান, বিদেশের মাঠে এবার খেলবেন ক্রিকেট !!

সূত্রের খবর অনুযায়ী, প্রথম টেস্ট থেকে বাদ পড়তে চলেছেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। আসলে চেন্নাইতে লাল মাটির উইকেট ব্যবহার করতে চলেছে ভারতীয় দল। যে কারণে অতিরিক্ত স্পিনার না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তাই প্রথম টেস্ট ম্যাচ থেকে বাদ পড়ছেন প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসান। তার জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাবে বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। বাংলাদেশ দলের এই তরুণ খেলোয়াড় চলতি সময় দুর্দান্ত প্রদর্শন দেখাচ্ছেন পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে সেরা হয়েছেন তিনি।

ভারতের বিরুদ্ধে শাকিবের প্রদর্শন খুবই সাধারণ

Shakib al hasan
Shakib Al Hasan | Image: Getty Images

শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে শাকিব আল হাসানের (Shakib Al Hasan) পারফরমেন্স খুবই সাধারণ। ৮ ম্যাচে ২৬.৮৫ গড়ে দুটি অর্ধশতরান সহ ৩৭৬ রান বানিয়েছেন ও বল হাতে ২১ উইকেট নিয়েছেন। প্রথমবারের মতন ভারতীয় দলকে পরাস্ত করতে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে বাংলাদেশ। আর শাকিবকে ছাড়াই এই ইতিহাস গড়তে চাইছে বাংলাদেশ।

Read Also: নির্বাচকদের চমকে দিলেন সচিন পুত্র অর্জুন, বাংলাদেশের বিরুদ্ধে T20 দলে নিচ্ছেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *