সমস্যা পিছু ছাড়ছে না শাকিব আল হাসানের (Shakib Al Hasan)। ভারত সফরে শেষে বাংলাদেশের ক্রিকেট তারকা চেয়েছিলেন দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানাতে। কিন্তু তাঁর নিরাপত্তার দায়িত্ব নিতে চায় নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও দেশের অন্তর্বর্তীকালীন সরকার। ফলে সেই লক্ষ্যপূরণ হয় নি টাইগারদের প্রাক্তন অধিনায়কের। সেপ্টেম্বর মাসে সারে’র হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ খেলেছিলেন তিনি। সেখানে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে বিতর্কে জড়িয়েছেন তারকা অলরাউন্ডার। ইতিমধ্যেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তাঁকে বোলিং অ্যাকশন পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে। সব মিলিয়ে মাঠে ও মাঠের বাইরে আপাতত সমস্যায় জর্জরিত তিনি। এই জটিল আবহেই শাকিবের (Shakib Al Hasan) উপর চাপ বাড়লো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ হয়ে যাওয়ায়।
Read More: IND vs SA 1st T20i Preview: ডারবানে জয়ের সন্ধানে ভারত, প্রোটিয়াদের নিশানায় বিশ্বকাপ ফাইনালের ‘বদলা’ !!
‘ফ্রিজ’ করা হলো শাকিবের অ্যাকাউন্ট-
গত অগস্টে অগস্টে গণঅভ্যুত্থানের পরই বাংলাদেশে শাকিব (Shakib Al Hasan) বিরোধীতার ঝড় উঠেছে। পূর্বতন শাসক দল আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। সাংসদ’ও নির্বাচিত হন। কিন্তু গণঅভ্যুত্থানের পর সেই সাংসদ পদ হারিয়েছেন তিনি। আপাতত দায়িত্বে কোবেলজয়ী ডক্টর মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যে ক্রিকেট তারকার বিরুদ্ধে খুনে মদত দেওয়ার গুরুতর অভিযোগ নথিভুক্ত হয়েছে। সেই বিষয়টির এখনও কোনো নিষ্পত্তি হয় নি। দেশ ছেড়ে শাকিব (Shakib Al Hasan) এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এর মধ্যেই আর্থিক অনিয়মের জন্যও আঙুল উঠলো তাঁর দিকে। অভিযোগ রয়েছে শাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বিরুদ্ধেও।
গত ২ অক্টোবর বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) শাকিব (Shakib Al Hasan), শিশির ও তাঁদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছিলো। সেসব খতিয়ে দেখে কড়া সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করেছে এই সরকারী সংস্থা। বিএসফআইইউ-এর মুখপাত্র হুসনে আরা শিখা গত ৬ তারিখ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “শাকিব আল হাসানের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ‘ফ্রিজ’ করা হয়েছে।” প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও আর্থিক দুর্নীতির দায়ে শাস্তির মুখে পড়তে হয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটারকে। গত ২৪ সেপ্টেম্বর প্যারামাউন্ট নামে একটি বিমা সংস্থার শেয়ার কারসাজি করে সিকিউরিটিউ আইন লঙ্ঘনের দায়ে শাকিব’কে (Shakib Al Hasan) ৫০ লক্ষ টাকা’র জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিলো বিএফআইইউ।
শাকিবের মাঠে ফেরা অনিশ্চিত-
বাংলাদেশের জার্সিতে আদৌ ভবিষ্যতে দেখা যাবে শাকিব আল হাসান’কে (Shakib Al Hasan)? সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এই প্রশ্নের সম্মুখীন করেছে ক্রিকেটমহল’কে। টেস্ট থেকে অবসর নিয়েছেন তিনি। টি-২০ থেকেও নিয়েছেন অনির্দিষ্টকালীন বিরতি। নিজেই ঘোষণা করেছেন সে ক্ষুদ্রতম ফর্ম্যাটে আর নাও ফিরতে পারেন। কেবল ওয়ান ডে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু সেই সম্ভাবনাও আপাতত বিশ বাঁও জলে। আফগানিস্তানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে ওডিআই সিরিজ থাকলেও সরে দাঁড়িয়েছেন শাকিব। তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন পরিবারের সাথে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও হয়ত খেলবেন না। সরাসরি তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ঝুঁকি নেবে টাইগারবাহিনী? রয়েছে ধোঁয়াশা। আইনি জটিলতার কারণে তাঁর বাংলাদেশে ফেরার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এই মুহূর্তে। দেশের মাটিতে আগামী বছরের জিম্বাবুয়ে সিরিজেও তাই হয়ত দেখা যাবে না তাঁকে।